Priyo Chandina - প্রিয় চান্দিনা

Priyo Chandina - প্রিয় চান্দিনা ইতিহাস || ঐতিহ্য || গুণীজন || দর্শনীয় স্থান 🥰

চান্দিনার ইতিহাস ঐতিহ্য সারাবিশ্বে ছড়িয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। সেই সাথে চান্দিনার বিভিন্ন সমস্যা সম্ভাবনা তুলে ধরা ও অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবো আমরা।

দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ students alliance of chandina
26/07/2025

দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়ার জন্য ধন্যবাদ students alliance of chandina

মাশাল্লাহ চমৎকার 👌
26/07/2025

মাশাল্লাহ চমৎকার 👌

HSC ভর্তি আবেদন নিয়মকানুন
24/07/2025

HSC ভর্তি আবেদন নিয়মকানুন

23/07/2025

একটি মানবিক আবেদন

রুগীর সমস্যাঃ হার্টের অপারেশন
রক্তের গ্রুপঃ (AB+)
রক্তের পরিমানঃ ২ ব্যাগ
হিমোগ্লোবিনঃ ৭.২
রক্তদানের তারিখঃ ২৪/০৭/২০২৫ইং
রক্তদানের সময়ঃ সকাল ৯ টায়
হাসপাতালের নামঃ চান্দিনা টাওয়ার হসপিটাল
যোগাযোগ নম্বরঃ 01845734522
রেফারেন্সঃ নিজ
রক্তদান করার আগে কারো সাথে লেনদেন করবেন না।

21/07/2025

একটু সহজ করে বলি।

দগ্ধ হওয়ার পরও যে সকল রোগী বেঁচে যায়, তারা পরবর্তীতে সবচেয়ে বেশি মৃত্যু ঝুঁকিতে থাকেন ইনফেকশন বা জীবাণু সংক্রমণের কারণে। কারণ আমার আপনার চামড়া দিয়ে জীবাণু সহজে ঢুকতে পারে না কিন্তু পুড়ে যাওয়া রোগীর চামড়া উন্মুক্ত ব‍্যাকটেরিয়ার জন‍্য। জীবাণু সংক্রমিত হয়ে multisystem organ dysfunction পর্যন্ত যেতে পারে। দুর্ভাগ্যবশত আমাদের হাসপাতালগুলোর পরিবেশও জীবাণুর প্রবেশের জন‍্য সহায়ক।

তাই second বা third degree burn এর রোগীদের পরবর্তীতে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানো আরেকটা বিরাট যুদ্ধ।

এখন যদি রোগীর বেড সাইডে বা এমনকি ওই ইউনিটে অহেতুক ভিআইপিরা যান সেটা পুড়ে যাওয়া রোগীর জন‍্য উল্টো ক্ষতি। ভিআইপি ঘিরে প্রটোকল, মিডিয়া, উৎসুক জনতা তো আছেই।

Burn রোগীর চিকিৎসার অন‍্যতম বড় চ‍্যালেন্জ রোগীকে complication থেকে বাঁচানো। তার উপর অধিকাংশ আক্রান্ত ৭-১৫ বছর বয়সের মধ্যে।

হাসপাতালে এদের দেখতে না গিয়ে আপনি রাজনীতিতে একটু পিছিয়ে পরলেও মানুষ হিসেবে নিশ্চিত এগিয়ে থাকবেন।

© ডা. তাজনুভা জাবিন

21/07/2025

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলের (ইংলিশ ভার্সন) উপর জেট বিমান বিধ্বস্ত।
টিচার্স, স্টুডেন্ট সকলেই বিল্ডিংয়ের ভেতরে ছিলো।

হতাহতের সংখ্যা অনেক। অধিকাংশই স্কুল লেভেলের বাচ্চা।

আহতদের সুস্থতা আর নিহতদের পরিবারের জন্য দোয়া করুন সবাই।

রক্তদাতা ভাইয়েরা দ্রুত আশেপাশের হাসপাতালে জান বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন হবে।

কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে  সদস্য ফরম বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।নাজমুল খাঁন আভান: যেখানে সহানুভূত...
18/07/2025

কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর পক্ষ থেকে সদস্য ফরম বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

নাজমুল খাঁন আভান: যেখানে সহানুভূতি, সেখানে সমৃদ্ধি এই স্লোগান কে বুকে ধারণ করে কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এগিয়ে যাচ্ছে। দীর্ঘ এক বছর যাবৎ গ্রামের বিভিন্ন সামাজিক এবং মানবিক কাজ করে আসছে অত্র পরিষদ টি এতে সমাজের অসহায় ও এতিম মানুষদের সহজ ও সুন্দর জীবন যাপন করতে সাহায্য করছে।

অত্র ফরম বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব হায়দার আলী সাহেব ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম মোল্লা, যুব কমিটির সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান দিদার সহ অত্র সংগঠনের উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটির অসংখ্য দায়িত্ববান ও যুব সদস্যরা।

আরো উপস্থিত ছিলেন কেগলা গ্রামের বিচার কমিটির সম্মানিত সভাপতি জনাব শাহজাহান, সাধারণ সম্পাদক জনাব ডাঃ শাহ জালাল সহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।

কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব হায়দার আলী সাহেব বলেন আজকের এই পোগ্রাম টা করার জন্য এবং সুন্দর ভাবে পরিচালনা করার জন্য যুব কমিটির সকল সদস্যদের কে ধন্যবাদ ও শুভেচ্ছা এবং আমাদের গ্রামের প্রবাসীদের কেও ধন্যবাদ যারা আমাদের অর্থ দিয়ে সহযোগিতা করে আসছে। এলাকাবাসীদের উদ্দেশ্যে বলেন আপনারা আমাদের সাথে থাকুন কি কি কাজ করলে আমারদের গ্রামকে একটি আর্দশ গ্রাম করা যায় সেই দিকে লক্ষ রাখতে হবে। শিক্ষার মান উন্নয়নে কেগলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কঠোর ভূমিকা পান করবে বলে আশা করি।

সাধারণ সম্পাদক জনাব মাহবুবুল আলম মোল্লা বলেন আমরা বিগত দিনে আপনাদের সকলের সহযোগিতা এগিয়ে যাচ্ছি এটা যাতে চলমান থাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং আমাদের গ্রামে অসংখ্য আলেম ওলামা আছে তারাও আমাদের সাথে থাকবেন বলে জানিয়েছে।

কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব হাবিব উল্লাহ জানান আজকের এই ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে ফান্ড তৈরির উদ্যেশে করা হয়েছে। আমরা বিগত বছরে ১৭টি কার্যক্রম পরিচালনা করা হয়েছি যেখানে আমাদের অনেক টাকা খরচ হয়েছে যার বেশির ভাগ আসে আমাদের পরিষদ এর প্রবাসী কমিটি থেকে।

15/07/2025

বলতে হবে এই বাড়িটি চান্দিনা কোথায়?

চান্দিনা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসির ফলাফল ২০২৫।
10/07/2025

চান্দিনা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসির ফলাফল ২০২৫।

📢 এই মেয়েটির পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন 🙏🙏🙏(ছবিতে থাকা মেয়েটির পরিচয় জানাতে শেয়ার করুণ )গত প্রায় ১৪-১৫ বছর ধরে আমা...
10/07/2025

📢 এই মেয়েটির পরিবারকে খুঁজে পেতে সাহায্য করুন 🙏🙏🙏
(ছবিতে থাকা মেয়েটির পরিচয় জানাতে শেয়ার করুণ )

গত প্রায় ১৪-১৫ বছর ধরে আমাদের এলাকার আশেপাশে ঘুরে বেড়ায়,, বেশিরভাগ সময় আমার বাসার সামনে থাকে,
আমার ঠিকানা : গ্রাম : চান্দিনা খান বাড়ি
থানা: চান্দিনা
জেলা: কুমিল্লা
এই মানসিক প্রতিবন্ধী মেয়েটিকে খুঁজে পেতে সাহায্য করুন 🙏🙏🙏
মেয়েটি মাঝে মাঝে তার ভাই বোনের নাম বলে এবং জানায় যে তার বাড়ি ঢাকায়,, সে যখন প্রথম আমাদের এলাকায় আসে তখন সে বলে তার দুই ভাই এক বোন আছে,, ভাইদের নাম বলে একজন হচ্ছে রফিক অন্যজন হচ্ছে রুবেল আর বোনের নাম হচ্ছে রুমা, আর তার নিজের নাম বলে উর্মি,, কিন্ত আশ্চর্যের বিষয় হলো এখন ১৫ বছর পরও তার পরিবারের সদস্যদের নাম জিজ্ঞেস করলে একইরকম নাম বলে,, কিন্তু পূর্ণ পরিচয় বা ঠিকানা বলতে পারে না

মেয়েটির আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর, সে খুব ভদ্র নম্র প্রকৃতির, তার কথা থেকে মনে হয়-সে একসময় একটি ভালো পরিবারে ছিল, যেখান থেকে হয়তো হারিয়ে গেছে বা বিচ্ছিন্ন হয়ে গেছে।আমরা পরিবারের মতো করে তার দেখাশোনা করার চেষ্টা করি, কিন্তু সে এক জায়গায় সবসময় থাকে না, কিন্তু তার জন্য সবচেয়ে ভালো হবে যদি সে তার প্রকৃত পরিবারের কাছে ফিরতে পারে।।

💔একটি মেয়ে, একটি প্রান-১৫ বছর ধরে পরিবারের থেকে বিচ্ছিন্ন! ভাবুন তো, এ যদি আপনাদের কেউ হতো?

সংক্ষিপ্ত পরিচয় :
আনুমানিক বয়স ২৫-৩০ বছর
ভাষা : বাংলায় কথা বলে
মাঝে মাঝে ভাই বোনদের কথা বলে
নিজেকে ঢাকার বাসিন্দা বলে
মানসিকভাবে দুর্বল, তবে স্মৃতি মোটামুটি সচল।

ছবিতে থাকা মেয়েটিকে কেউ চিনে থাকলে বা তার পরিবারের কেউ যদি এই পোস্ট দেখে থাকেন-

অনুগ্রহ করে যোগাযোগ করুন :
নাম:মো: ইউনুস খান।
মোবাইল নাম্বার
01630496745.

🙏এই পোস্টটি শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারেই মেয়েটি ফিরে পাবে তার হারিয়ে যাওয়া আপনজনদের।
আসুন, আমরা তার পাশে দাড়াই।।

আগামীকাল কুমিল্লা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ড এর এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে।
09/07/2025

আগামীকাল কুমিল্লা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ড এর এইচএসসি পরীক্ষা স্থগিত থাকবে।

Address

Chandina. Cumilla
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Chandina - প্রিয় চান্দিনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share