Israt jahan

Israt jahan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Israt jahan, Digital creator, Chandina.

একদিন মনকে প্রশ্ন করলাম, বিশ্বাসের জায়গা কারা ভাঙ্গে...... মন খানিকটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিলো........সবচেয়ে কাছের মান...
25/09/2025

একদিন মনকে প্রশ্ন করলাম, বিশ্বাসের জায়গা কারা ভাঙ্গে......
মন খানিকটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিলো........
সবচেয়ে কাছের মানুষগুলো খুব দক্ষ হাতে, যত্ন নিয়ে ভাঙ্গে !!

ফুল আছে কিন্তু ফুল দেওয়ার মানুষ নেই...! 🙂
14/09/2025

ফুল আছে কিন্তু ফুল দেওয়ার মানুষ নেই...! 🙂

আমাদের ক্লাসে একটা মেয়ে ছিলো,মৌলবি টাইপের,মেয়েটার মাঝে আলাদা একটা ব্যক্তিত্ব ছিলো,যেটা আমার খুব বিরক্ত লাগতো।অনার্স লাইফ...
12/09/2025

আমাদের ক্লাসে একটা মেয়ে ছিলো,মৌলবি টাইপের,মেয়েটার মাঝে আলাদা একটা ব্যক্তিত্ব ছিলো,যেটা আমার খুব বিরক্ত লাগতো।

অনার্স লাইফটা যেখানে আমরা সব ফ্রেন্ডরা এনজয় করে কাটাচ্ছি ওই মেয়েটাকে দেখতাম তখন চুপচাপ বসে থাকতো সামনে একটা বই নিয়ে।ক্লাসে স্যার আসতে দেরি হলে যেখানে হৈ-হুল্লোড় করে আমরা ছেলেমেয়ে সবাই মিলে আড্ডা দিতে ব্যস্ত ছিলাম সেখানে মেয়েটাকে দেখতাম মোবাইল নিয়ে বসে থাকতো।

মেয়েটাকে কেনো জানি আমার প্রথম থেকেই বিরক্তিকর লাগতো।হাতে পায়ে মোজা পরে,নেকাব লাগিয়ে মেয়েটা ক্লাস করতো,কখনো নেকাব খুলতো না ক্লাসে ইভেন কমনরুমে ও মেয়েদের সামনে নেকাব খুলতো না।
আমার কাছে মেয়েটাকে ওভার স্মার্ট মনে হতো বা মাঝে মাঝে মনে হতো যে আটেনশান সিকার।
মেয়েটার সাথে আমার কিসের এতো দ্বন্দ্ব ছিলো আমি জানি না।

আমাদের হাফ ইয়ার্লি এক্সামের পর সেদিন ক্লাসে রাজিব স্যার জিজ্ঞেস করলেন তোমাদের এখানে রোল ৬০৪ কার?
মেয়েটা উঠে দাড়ালো।
স্যারঃ তোমার নাম কি?
মেয়েটাঃ আয়েশা বিনতে আশরাফ।
স্যারঃ আমি কাল রাতে তোমাদের ইকোনমিকস খাতা দেখেছি,সবগুলো খাতার চাইতে তোমার খাতার প্রেজেন্টেশন আমার অনেক ভালো লেগেছে।তোমার লেখা ও অনেক সুন্দর যাকে বলে মুক্তার মতো অক্ষর, তুমি কি জানো সেটা??
আয়েশাঃ জ্বী স্যার,আমি স্কুল লাইফ থেকেই শুনে আসছি কথা টা।
স্যারঃ তুমি সবার চাইতে বেশী মার্কস পেয়েছো,তোমার খাতা আমি আজকে আমার সব ক্লাসে দেখিয়েছি স্টুডেন্ট দের,যাতে ফাইনাল এক্সামে সবাই তোমার মতো করে খাতা প্রেজেন্ট করে,আমরা স্যাররা খাতার সব লিখা পড়ি না,খাতার প্রেজেন্টেশনটা আগে দেখি,সেটা দেখেই স্টুডেন্ট দের মূল্যায়ন করা হয়।

স্যার যখন আয়েশার খাতা সবাইকে দেখাচ্ছে আমার কেনো জানি হিংসা হচ্ছে,আমার মনে হচ্ছিলো এই মেয়ে না থাকলে স্যার আমার খাতায় সবাইকে দেখাতো আমার লিখাও তো অনেক সুন্দর।

আয়েশার উপর আমার রাগ দিন দিন বাড়তেছে,ওরে একটা শিক্ষা দিতে ইচ্ছে করতেছে।যদিও মেয়েটা জানে না আমি যে ওরে এতো অপছন্দ করি।
মেয়েটা ক্লাসে কারো সাথেই খুব একটা কথা বলে না।

সেদিন ক্লাসের পরে শপিং মলে যাই ৩টা ফ্রেন্ড মিলে,আমি যাই একটা ড্রেস নিতে,আয়েশাও যায় দোকানে বোরকা নিতে।দোকানি ছেলেটা অনেকগুলো ড্রেস বের করে,আয়েশার জন্য বোরকা বের করে।
দোকানী দের ট্রিকস হচ্ছে মানুষকে পাম্প দেয়া আমাকে একটা ড্রেস দেখিয়ে বললো ম্যাডাম,এই ড্রেসটা নেন,বিশ্বাস করেন আপনাকে হট লাগবে এটাতে,প্রাইস ও রিজনেবল,আমি জানি এই কথা ওনারা সবাইকে বলে,তবু আমি খুশি হয়ে উঠছিলাম শুনে,মনে হচ্ছে সত্যি আমাকে অনেক সুন্দর লাগবে।খুশিতে গদগদ হয়ে গেলাম আমি শুনে,ঠিক করলাম এটাই নিবো।
জ্বী ভাইয়া,তাইলে প্যাক করে দেন ড্রেসটা।

আয়েশাকে বোরকা দিয়ে বললো আপু,এই যে নেন।

আমি অবাক হলাম,লোকটা আমাকে ম্যাডাম বললো আর ওরে আপু,কাকে বেশি সম্মান দিলো??

হাফ ইয়ার্লি রেজাল্টে আয়েশা ১ম হলো, আর আমি ২য়।
আমার চাইতে ৪৭ মার্কের ব্যবধানে ও ১ম হলো। রাগে আমার মাথার চুল ছিড়তে ইচ্ছে করে।

আমাকে ওর মতো হতেই হবে নিজের মধ্যে একটা জেদ চেপে যায়।কেনো যেনো রাগে ওরে অনেকগুলো কথা শুনিয়ে ফেলি।আয়েশা আমার সব কথা চুপচাপ শুনে যায়,কিছুই বলে না।
ওর মৌনতা আমার আরো রাগ বাড়ায়।
আমিঃ এরকম বোরকা,হাতে পায়ে মোজা সবাই লাগাতে পারে, এতে করে নিজেকে সস্তা প্রমাণ করা ছাড়া আর কিছুই হয় না,জানো তুমি সেটা???
তোমার তো এসব লোক দেখানো।

আয়েশাঃ তুমি পারবে ১০ দিন এরকম করে আসতে আমার মতো??

এই প্রথম আয়েশা জবাব দিলো আমার কথার।

আমিঃ ১০০ বার পারবো,এটা কোনো বিষয় হলো!!
আয়েশাঃ ঠিক আছে,চ্যালেঞ্জ ১০ দিনের। যদি তুমি জিতো তাইলে আমি কখনো তোমার চাইতে বেশি মার্কস পাওয়ার চেষ্টা করবো না। তোমার ১ম পজিশন কেড়ে নিবো না।

আমিঃ ঠিক আছে।

পরেরদিন সকালে বোরকা,নেকাব,হাতে পায়ে মোজা পরে বাসা থেকে বের হলাম,প্রতিদিনের মতো বাসে খুব ভীড় ছিলো, কিন্তু তারপরেও দেখলাম যে একটা লোক সীট থেকে উঠে আমাকে বসার জায়গা করে দিলো,যেখানে অন্যসব দিনে আমাকে দাড়িয়ে মানুষের সাথে ঠেলাঠেলি করে যেতে হয়।
অথচ আজ এভাবে কেউ সীট ছেড়ে দিলো যা আমার জীবনের প্রথম।
স্টেশন থেকে ভার্সিটি ২ মিনিটের পথ,মোড়ের দোকানে কতোগুলো ছেলে বসে বসে সব সময় গান গাইতো মেয়েদের দেখলে,কার ফিগার কেমন সেটা নিয়ে নানান মন্তব্য করতো,তাই লজ্জায় মাথা নিচু করে ক্লাসে যেতে হতো,কিন্তু আজকে তেমন কিছু হলো না।ছেলেগুলো আজকে আমাকে একটা কথা ও বললো না।আমার কেনো জানি নিজেকে খুব ভাগ্যবতী মনে হতে লাগলো।

১০ দিন খুব দ্রুতই কেটে গেলো,কিন্তু অবাক করা বিষয় হলো এটাই যে,আমাকে এই ১০ দিনে একবার ও বাসে দাড়িয়ে থাকতে হয় নি।দোকানে কেউ আমাকে বলে নি এই পোশাকে আমাকে হট লাগবে,পাড়ার ছেলেগুলো আমার পিছন পিছন সিটি বাজায় নি,আমি ৫ ওয়াক্ত নামাজ পড়তে শুরু করেছি,কুরআন পড়তে শুরু করেছি।
পর্দা করার গুরুত্ব,ফজীলত নানতে পেরেছি।পর্দা মেয়েদেরকে করে তোলে সম্মানিতা ।

আল্লাহ তায়া’লা বলেন,"‘(হে নারীগণ!) তোমরা আপন গৃহে অবস্থান করো এবং জাহেলিয়াতের যুগের মতো সাজসজ্জা সহকারে অবাধে চলাফেরা করো না।’ (সূরা আহজাবঃ আয়াত-৩৩)

১০ দিন পরে ও আমি বোরকায় নিজেকে আবৃত করে ক্লাসে গেলাম,আয়েশার পাশে গিয়ে বসলাম।
আয়েশাঃ তুমি জিতে গেছো।
আমিঃ না তুমি জিতে গেছো আয়েশা।আমি বুঝতে পেরেছি পর্দাতেই নারীর সৌন্দর্য। আমি বুঝতে পেরেছি হিংসা মানুষকে বিপথগামী করে,বন্ধুত্ব মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করে। তুমি আমাকে মাফ করে দিও,আমি তোমাকে ভুল বুঝেছিলাম।
আমাকে তোমার বন্ধু হিসেবে গ্রহন করে নিবে?
আয়েশাঃ আলহামদুলিল্লাহ,অবশ্যই তুমি আমার বন্ধু।এখন থেকে আমরা একসাথে ধর্মীয় বিধিনিষেধ মেনে চলতে একে অপরকে সাহা্য্য করো।

কে লিখেছে জানা নাই
#যন্ত্রনা___________ওয়ালা©
#পৃষ্ঠা_৩১৫২+

পাউরুটি....🤣🤣
21/08/2025

পাউরুটি....🤣🤣

মেসেজ দেওয়ার  আর সময় পেলি নাহ...! 😑
17/08/2025

মেসেজ দেওয়ার আর সময় পেলি নাহ...! 😑

আর আসবা প্রপোজ করতে......!!😑🥱
09/07/2025

আর আসবা প্রপোজ করতে......!!😑🥱

বিয়ে বাড়ির অনুষ্ঠানে মেয়েটা বোরখা পড়ে বসে আছে খাবারের টেবিলে।মেয়েটার সামনে বসেছে অনেক স্মার্ট মেয়ে। তারা পড়ে আছে শার্ট,প...
30/06/2025

বিয়ে বাড়ির অনুষ্ঠানে মেয়েটা বোরখা পড়ে বসে আছে খাবারের টেবিলে।

মেয়েটার সামনে বসেছে অনেক স্মার্ট মেয়ে। তারা পড়ে আছে শার্ট,পেন্ট,অনেক দামি দামি ঘড়ি। দেখে মনে হচ্ছে অনেক ধনি পরিবারের।
বোরখা পড়া মেয়েটা তাদের দিকে তাকিয়ে আছে।
মেয়েটার তাদের বলল: আপু আস আমরা খাওয়া শুরু করি।
একটা মেয়ে বলল: তুমি কি কোনদিন খাবার খাওনি?

কথা শুনে মেয়েটা অনেক কষ্ট পেল but তাদের কিছু বলল না বিসমিল্লাহ বলে খাবার খেতে শুরু করল।
মেয়েগুলো বলল এরকম unsmart মেয়েকে কে যে দাওয়াত দিয়েছে ওহ দেখ কেমন করে খাচ্ছে মনে হয় সাত বছর ধরে খাবার খায় না।

একটা মেয়ে প্রশ্ন করলো: তুমি কী নামাজ পড়ো?
মেয়েটা: জী আপু.........তুমি পড়ো?....জী মাঝে মাঝে পড়ি
মেয়েটা ভাবলো হয়তো তারা নামাজি।

মেয়েটা বলল: আপু বলতো গোসলের ফরজ কয়টি??
মেয়েরা প্রশ্ন শুনে অনেক হাসতে লাগলো। আর বলল পাগল নাকি গোসলের আবার ফরজ আছে ?
মেয়েটি খুব কষ্ট পেল।খাবার শেষ করে একটা রুমে গিয়ে বসল।

ঐ মেয়েগুলো সেখানে আসলো। আর বোরখা পড়া মেয়েটাকে শুনিয়ে বলল আমার এই শার্ট আমি ঢাকা উত্তরা মার্কেট থেকে কিনেছি, আরো অনেক কিছু বলতে লাগলো। বোরখা পড়া মেয়েটা খুব কষ্ট পেল।
হঠাৎই বোরখা পড়া মেয়েটার ফোন বাজতে লাগলো।মেয়েটি ফোন বের করতে লজ্জা পাচ্ছিল কারণ তাকে যেভাবে সবাই কটুকথা শোনাচ্ছিল। তারপর মেয়েটি মাথা নিচু করে ফোনটা বেড় করল।
ঐ মেয়েগুলো তো ফোনের দিকে তাকিয়ে অবাক।কারণ বোরখা পড়া মেয়ের কাছে যে ফোন ঐটা iPhone 8

মেয়েরা বলল: আপু এই ফোনটা কী তোমার bf gift করছে??
মেয়ে: না, আমার আব্বু জাপান থেকে নিয়ে আসছে
ঠিক তখন বোরখা পড়া মেয়েটার চাকর এসে বলল:
মেডাম আপনার জন্য গাড়ি wait করতেছে।
তখন ঐ মেয়েগুলো অবাক।

মেয়েগুলো বলল: আপু তুমি এত ধনি? But তুমি বোরখা পরো কেন?
মেয়ে: আসলে আমি মুসলমান ঘড়ের সন্তান। বোরখা আমার পরিচয়। বোরখা আমার সম্মান।

মেয়েগুলো বলল: আপু তুমি এত ধনি তাও তোমার কোন অহংকার নেই। আপু আমরা যা করছি তার জন্য আমরা দুঃখিত।

কথা দিচ্ছি কোন দিন বোরখা ছাড়া আর বাহির হব না।
মেয়েটা মুসকি হাসি দিয়ে, সালাম দিয়ে চলে গেল।

বি:দ্র: বোরখা পড়লে মানুষ গরিব হয় না। বোরখা পড়ালে মানুষ ক্ষেত হয় না। আসলে এটা মুসলমান মেয়েদের বোরখা একটা সম্মানের জিনিস।

পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখার কিছু টিপস·১. যার খাতা থেকে দেখে লিখবেন আপনার লেখার গতি তার চাইতে ফাস্ট হইতে হবে। নইলে বা...
30/06/2025

পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখার কিছু টিপস
·১. যার খাতা থেকে দেখে লিখবেন আপনার লেখার গতি তার চাইতে ফাস্ট হইতে হবে। নইলে বাদ দেন। আপনারে দিয়ে হবে না। উলটা আপনার জন্যে আরেকজনের পরীক্ষা খারাপ হবে।
·২. যার খাতা দেখবেন পরীক্ষার হলে গিয়েই তার সাথে ভালো সম্পর্ক করে নেবেন। সে যদি বন্ধু না হয়, তাকে বন্ধু বানাবেন। এক্ষেত্রে ইগো মারাইলে হবে না। সিগারেট খাইলে সিগারেট খাওয়াবেন। না খাইলে কোক বা চকলেট হাবিজাবি যা পারেন অফার করবেন।
৩. যার থেকে দেখতেছেন সে যদি আপনার সামনে বসে তাহলে উঁকি ঝুঁকি মাইরা দেখতে যায়েন না। তারে বলবেন যেনো সে অল্প বাঁকা হয়ে লেখে। আপনি পেছন থেকে আইডিয়া নেবেন। আর যদি পেছনে বসে তাহলে ঘাড় অল্প ঘোরালেও দেখা যায় তার পজিশন এমনভাবেই সেট করে দেবেন বেঞ্চ এদিক ওদিক করে। আপনার পাশের সিটে হলেতো কথাই নাই।
৪. দেখাদেখির জন্য যদি টিচারের কাছে ধরা খান, বুঝে নেবেন আপনি এই জগতে অ্যামেচার। গার্ডের ঝামেলা এড়াতে যতটুকু না অন্যের খাতার দিকে তাকাবেন তারচে বেশি তাকাবেন টিচারের দিকে। তার মুভমেন্ট বোঝার ট্রাই করবেন। কীভাবে গার্ড দিচ্ছে, কোথায় কতক্ষণ থাকতেছে, কীভাবে তাকাচ্ছে, অ্যাপ্রোচ কী এগুলি বোঝার চেষ্টা করবেন। এক কথায় তার মাইন্ডটা রিড করতে যা যা খেয়াল করা লাগে করবেন।
৫. গার্ড যদি আপনার দিকে তাকায় থাকে তাহলে হুদাই খাতার উপর কলম ঘোরাতে থাকবেন। কিছু লিখতে হবে না। লিখতেছেন এমন অভিনয় করবেন । আর ওই সময় তার দিকে ভুলেও তাকাবেন না।
৬. যার খাতা দেখবেন তার সাথে অবশ্যই না পারতে কথা বলবেন না। যতটা সম্ভব মুখ বন্ধ রাখবেন। তাকে ডিস্টার্ব করবেন না। তার বানান টানান ভুল হইলে, হিসাবে গড়মিল হইলে ধরায় দিবেন। এতে সে বুঝবে আপনি ঢেঁড়স না। কিছুটা হলেও তার কাজে লাগেন।
৭. টিচার খাতা নিয়া গেলে ভুলেও তার সাথে ঘোঙাবেন না। তারে ইরিটেট করলে খাতা পাইতে দেরি হবে। তারচে বরং ওই সময় বাথরুমে যান। ইউজুয়ালি সেখানে অনেক গুপ্তধন রাখা থাকে। প্রাচীন আমলের পুঁথিবিদ্যা যারে কয়। ওরকম থাকলে দেখে আসবেন। আশেপাশে যারা লিখতেছে তারা কী লিখতেছে আইডিয়া নিতে থাকবেন যেনো পরে লিখতে পারেন।
৮. অবশ্যই এবং অবশ্যই মাস্ক পরার চেষ্টা করবেন। মাস্কের সুবিধার কোনো কূলকিনারা নাই। সেইটা গুরুত্বপূর্ণ কথাবার্তা বলার সময়ই বুঝবেন।মুখের ঠোঁট নাড়াচাড়া করলে বা গান গাইলেও কেউ টের পাবে না।
· ৯.উপন্যাস, গল্প এই টাইপের এক্সামের জন্য প্রচুর বানায়া লেখার ক্ষমতা অর্জন করবেন। খালি পয়েন্ট সাপলাই নেবেন,তারপর লিখে ফাটায় ফেলবেন।
১০.জানালার পাশে সিট পরলে , পকেটে পটকা বাজি নিয়ে যান, যখন জিঞ্জাসা করার দরকার হবে তখন আগুন লাগাইয়া বাইরে ফেলে দিন। গার্ডে থাকা স্যার/ ম্যাডাম তখন দৌড়ে বাইরে যাবে, এই ফাঁকে পাশের জনের খাতায় চোখ বুলান।
১১. মাঝে মাঝে অজ্ঞান হওয়ার ভান ধরেন, এত অন্য বন্ধু/ বান্ধবীর উপকার হবে।
১২. কোনক্রমে যদি টিচার একবার আপনার খাতা নিয়ে যায় তাহলে কান্না কাটি করে, হাত পা ধরে আকুতি মিনতি করতে থাকেন। গার্ড দয়ালু হলে অবশ্যই আপনাকে খাতা ফেরত দিবে।
যাহোক, উপরের এক ডজন টিপসগুলি কাজে লাগানোর কোন দরকার নেই। আর যদি কেউ অভিজ্ঞতা অর্জন করতে চান তাহলে অবশ্যই কাজে লাগাবেন, এবং অবশ্যই ধরা খাবেন নইলে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না।

যদিও এটা আমার লেখা পোষ্ট না।
সংগ্রহীত

কাউকে উদ্দেশ্য করে দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ.....? যে তোমার মনের কথা বুজে নাই...... সে তোমার দুই লাইন স্ট্যাটাস এর মা...
29/06/2025

কাউকে উদ্দেশ্য করে দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ.....?
যে তোমার মনের কথা বুজে নাই......
সে তোমার দুই লাইন স্ট্যাটাস এর মানে কি করে বুজবে....!!🙂💔🥀

আজ রূপের আলো নেই বলে..... 😌🤭
14/06/2025

আজ রূপের আলো নেই বলে..... 😌🤭

বুল শবই বুল 😜
16/03/2025

বুল শবই বুল 😜

15/03/2025

Address

Chandina

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israt jahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share