Etu Hi welcome to my page Etu. সত্য এবং সুন্দরের পূজারী

আপনার যদি এমন মানসিকতা না থাকে.…তবে আমি দিবো এমন উপহার☺️☺️☺️
09/09/2024

আপনার যদি এমন মানসিকতা না থাকে.…তবে আমি দিবো এমন উপহার☺️☺️☺️

অপাত্রে চিঠি দিতে নেই। চিঠির সুপ্ততাপ সবাইকে প্রভাবিত করে না।সময় অসময় দিও আমায় চিঠি যতনে রাখিবো।একযুগ পরে ও সে চিঠি পড়িব...
01/09/2024

অপাত্রে চিঠি দিতে নেই। চিঠির সুপ্ততাপ সবাইকে প্রভাবিত করে না।
সময় অসময় দিও আমায় চিঠি যতনে রাখিবো।
একযুগ পরে ও সে চিঠি পড়িবো।
চিঠি দিবসের শুভেচ্ছা নিও।

হুম এটা খুব বেশি ভালো লাগে🥰❤️
20/08/2024

হুম এটা খুব বেশি ভালো লাগে🥰❤️

16/08/2024

হে নারী....
লক্ষী বলে আগলে নেওয়া মানুষ তোমায়, শান্ত মনেই অপবাদ দিবে...
জন্ম যদি নিতেই হয় চন্ডী হয়ে জন্মাবে... নয়তো ধরায় তোমার জন্ম না হক...
😪

একটা শরীর। জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে'পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র'ক্ত বেরিয়ে আসে? এই পুরো সম...
16/08/2024

একটা শরীর।
জাস্ট ইমাজিন একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চে'পে ধরে রাখলে তার চোখের মনি দিয়ে র'ক্ত বেরিয়ে আসে?

এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চে'পে ধরে ছিল। তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ।

চোখ দিয়ে র'ক্ত বেরিয়ে আসার আগমুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়ে ছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, ‘আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে।’

আহারে আহারে।🙂

একটা মেয়ে ঠিক কোথায় নিরাপদ 🥺
সিঁদুরে রাঙ্গা সিতিতে ও অনেক মেয়েই নিরাপদ না......

কোনো ছেলের মা, বোনের ভাষায় একটা মেয়ে নিরাপদ না!
আমাদের সমাজের পরিবর্তন করা প্রয়োজন। ছেলে মেয়েকে সমান ভাবে দেখা প্রয়োজন। আপনার ছেলে সন্তানকে এই শিক্ষা কখনো দিবেন না( ছেলেদের সম্মান নাই, ছেলেরা এমন খারাপ কাজ করেই.... এতে কোনো দোষ নাই, তো কি হয়েছে... ছেলে এই তো... ছেলে মানুষ এমন করেই)। আপনি পরিবর্তন হইলে আপনার ঘরের মেয়ে, আমার ঘরের মেয়ের সম্মান বাঁচবে।
মৌমিতা!
হাজারো মেয়ে নিরাপদহীনতায় ভোগছে তোমার মতো😔
এই দুনিয়ায় বিচার না হইলে ও ওপারে বিচার হবে, তুমি আর চোখে রক্ত ঝরতে দিও না।
স্রষ্টা তোমার আত্মার শান্তি করোক❤️

আমি আশেপাশে এমন কিছু মানুষ দেখেছি, যাদের প্রশংসার মাঝে একটা চাপা হিংসের গন্ধ বিদ্যমান ছিলো। যাদের ভালো চাওয়ার মধ্যেও খা...
15/08/2024

আমি আশেপাশে এমন কিছু মানুষ দেখেছি, যাদের প্রশংসার মাঝে একটা চাপা হিংসের গন্ধ বিদ্যমান ছিলো। যাদের ভালো চাওয়ার মধ্যেও খারাপ করার চিন্তা ছিলো। যাদের আমি কখনো প্রতিদ্বন্দ্বী ভাবিনি, অথচ তারাই প্রিয়জনের মুখোশ পরে একটা সময় নিঃশব্দে বারবার পিঠে ছু***রি চালিয়েছে।

এই সব মানুষের মুখ, মস্তিষ্ক এবং মন কখনোই একই কেন্দ্র বিন্দুতে মিলিত হতে পারে না। এরা অবিকল আপন মানুষের মতো দেখতে হলেও আসলে তারা মানুষের কোন সংজ্ঞাতেই পড়ে না।

হুম যা হয় ভালো এর জন্য এই হয়। অনেক করে চাওয়া বিষয়টা না পাওয়ার আক্ষেপ নিয়ে যখন হতাশ হই... সৃষ্টিকর্তা ঠিক সামলে নেন কোনো ...
15/08/2024

হুম যা হয় ভালো এর জন্য এই হয়। অনেক করে চাওয়া বিষয়টা না পাওয়ার আক্ষেপ নিয়ে যখন হতাশ হই... সৃষ্টিকর্তা ঠিক সামলে নেন কোনো কিছু দিয়ে। সঠিক সময়ে সঠিক ফল দিবে বলেই সাময়িক ভাবে ব্যথিত করে হৃদয়। কিন্তু স্রষ্টা উত্তম সিদ্ধান্তরি।🤗

14/08/2024

সহ্য যদি সত্যিই দেবত্বের অধিকার হয় তবে কোনো একদিন নিরবতার জবাব মিলবে... সত্য জ্বলন্ত অগ্নি সরুপ।

Life:
16/07/2024

Life:

15/07/2024

তোমার সাথে পদ্মবিল দেখার ইচ্ছে ছিলো বড্ড... অনেক বার ইচ্ছে বুঝিয়েছি... মনে আছে?
আমার একমাত্র ভরাসা... সুখের অথবা নিরাপত্তার...
পুরুষদের নাকি নিরাপত্তার তেমন একটা প্রয়োজন হয় না... কিন্তু কেনো জানি মনে হইতো তুমি পাশে থাকলে অন্য মেয়ে আমার চোখ ছুঁইতে পারবে না!
সে ভয়ে আমি তুমাকেই বার বার চাইতোম... বুঝলে?
☺️আমার তিলোত্তমা🤗

Address

Chandpur
3630

Website

Alerts

Be the first to know and let us send you an email when Etu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category