BirD media

BirD media ইসলামিক সকল ধরনের কন্টেন্ট পেতে আমাদের পেজে চোখ রাখুন।

12/09/2025

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে না’তে রাসূল ﷺ মাহফিল
স্থান: ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা ময়দান, ফরিদগঞ্জ, চাঁদপুর।
আয়োজনে: বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, ফরিদগঞ্জ উপজেলা শাখা।

30/08/2025

মারহাবা মুহাম্মাদ মুস্তফা ﷺ

ছারছীনা দরবার শরীফের মুবাল্লেগ, জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেডের উপদেষ্টা সদস্য, চ্যানেল আই-এর কাফেলা ও সত্যের পথে অন...
27/08/2025

ছারছীনা দরবার শরীফের মুবাল্লেগ, জমইয়াতে হিযবুল্লাহ ঢাকা ইউনাইটেডের উপদেষ্টা সদস্য, চ্যানেল আই-এর কাফেলা ও সত্যের পথে অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক আলহাজ্ব আল্লামা নূরুল ইসলাম ফারুকী (রহঃ)- গত ২০১৪ সালের ২৭ আগষ্ট নির্মম ভাবে হত্যা করা হয়েছিল।

উনি এমন একজন সুন্নিয়াতের বীর সৈনিক ছিলেন। যিনি লাখো কোটি সুন্নি মুসলমানদের হৃদয়ে স্থান করে নিয়াছিলেন। ফারুকী রহঃ সারা দেশে ওয়াজ মাহফিল করতেন, সুন্নিয়াতের খেদমত করতেন। সুন্নিয়াতের পক্ষে যুক্তিযুক্ত প্রামাণ্য দলিল উপস্থাপন করতেন। তার মতো সাহসী কথা বলার মতো আলেম সুন্নিদের মধ্যে খুবই কম ছিলো।

তিনি ছারছীনা মাদরাসার ছাত্র ছিলেন, এলেমে শরীয়তের পাশাপাশি এলমে তরিকার সবক নিতে ছারছীনার মরহুম পীর সাহেব শাহ আবু জাফর মোহাঃ ছালেহ রহঃ এর কাছে বায়াত গ্রহন করেন। প্রতিবছর ছারছীনার মাহফিলে যেতেন মরহুম হযরত পীর ছাহেব শাহ সূফি মোহাম্মদ মোহেব্বুল্লাহ রহঃ নির্দেশে আলোচনা করতেন। বর্তমান পীর সাহেব (মাঃ জিঃ য়াঃ) শ্রদ্ধা করতেন৷ তার আলোচনায় সারা বাংলার মানুষ মুগ্ধ হতো।
ছারছীনা সাথে তার আত্মার সম্পর্ক, তিনি ছারছীনা দরবার শরীফকে নিয়ে প্রতিবেদন তৈরি করে মদিনার জ্যোতি নামে যা চ্যালেন আই তে ধারাবাহিক কয়েক পর্বে প্রচারিত হয়।

ফারুকী রহঃ মানুষের চোখে আঙুল দিয়ে সত্য-মিথ্যা দেখিয়ে দিয়েছিলেন। তিনি জনসম্মুখে এজিদি ইসলাম ও হোসাইনি ইসলামের পরিচয় তুলে ধরতেন। এজন্যই এজিদের অনুসারীরা তাঁকে দেখতে পারত না। তিনি মাহফিলে একটা কথা বলতেন, ইসলাম দু’ভাগে বিভক্ত, একটা হোসাইনি ইসলাম আরেকটা এজিদি ইসলাম।

আজ থেকে ১১ বছর আগে ফারুকী রহঃ কে হত্যা করা হয় এখন পর্যন্ত এ নির্মম হত্যার বিচার করা হয়নি।
আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবী জানাচ্ছি।।।
অবিলম্বে ফারুকী সাহেবের খুনিদের বিচারের আওতায় আনা হোক।।।।

20/08/2025

আখেরী চাহার সোম্বা
কথা ও সুরঃ Mohiuddin Bin Nur
শিল্পীঃ Md Akram Hussain
MD Golam Rabbi
M M Saiful Islam
সাউন্ড ডিজাইনঃ Shariful Islam
ভিডিও এডিটঃ Sk Shafayat
ডিরেক্টরঃ Shekh kayes
দিক-নির্দেশনায়ঃ Shah Nesarullah
পরিবেশনায়ঃ Julfikar

20/08/2025
16/06/2025

প্রিয় দরবার 💚💚

18/05/2025
জাতির রাহবারেরা আজ এক মঞ্চে❤️
06/05/2025

জাতির রাহবারেরা আজ এক মঞ্চে❤️

Address

Chandpur
3650

Alerts

Be the first to know and let us send you an email when BirD media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BirD media:

Share