ধর্মের কথা

ধর্মের কথা হিন্দু ধর্মের কথা impressum
(1)

হরে কৃষ্ণ।🪔🌿🌺🙏 সকল ভক্তদের শ্রীচরনে আমার অনন্ত কোটি দন্দবৎ প্রনাম। আগামীকাল আমাদের নামহট্টে অন্নকূট মহোৎসব 🪔🌿🌺🙏এই নিমন্ত...
07/11/2025

হরে কৃষ্ণ।🪔🌿🌺🙏
সকল ভক্তদের শ্রীচরনে আমার অনন্ত কোটি দন্দবৎ প্রনাম। আগামীকাল আমাদের নামহট্টে অন্নকূট মহোৎসব 🪔🌿🌺🙏
এই নিমন্ত্রণ বার্তাটি সিঙ্গাপুরে আপনার পরিচিত সকল ভক্তদের কে পাঠিয়ে দিয়ে নিমন্ত্রণ দেওয়ার জন্য বিশেষ ভাবে সবাইকে অনুরোধ করছি 🙏🙏
হরে কৃষ্ণ 🌿🌺🙏
#ধর্মের_কথা



#অন্নকূট

01/11/2025

হরে কৃষ্ণ 🌿🌺🙏
জয় দামোদর 🪔🌿🌺🙏

01/11/2025

আজ দামোদর মাসের শেষ সপ্তাহ

💐শুভ গোপাষ্টমী🙏🙏🙏হরে কৃষ্ণ🙏               ✦ গোপাষ্টমী  মাহাত্ম্য ✦       ⊰᯽⊱┈────◑❊◑────┈⊰᯽⊱✍️ কার্তিক মাসের শুক্লাষ্টমী...
30/10/2025

💐শুভ গোপাষ্টমী🙏🙏

🙏হরে কৃষ্ণ🙏
✦ গোপাষ্টমী মাহাত্ম্য ✦
⊰᯽⊱┈────◑❊◑────┈⊰᯽⊱
✍️ কার্তিক মাসের শুক্লাষ্টমী তিথিতে শ্রীবলরাম ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৌগণ্ড(৫-১০) বয়স প্রাপ্ত হন। কৃষ্ণ নিজে গোচারণ করার জন্য বারবার নন্দ মহারাজের নিকট প্রার্থনা করছিলেন। কিন্তু মাতা যশোমতী এতে দৃঢ়ভাবে বিরোধিতা করতেন।
অবশেষে গোপাষ্টমীর দিনে নন্দমহারাজ গ্রামবাসীদের ডেকে একটি উৎসব আয়োজন করেন। তখন একসাথে কৃষ্ণ-বলরামাদি গোপবালকদের শৃঙ্গ, বেত্র, বিষাণ, বাঁশী ও গো-বন্ধন রজ্জু প্রদান করেন ও পুরোহিতদের দ্বারা গাভীদের পূজা করেন। মাতা যশোদা কৃষ্ণের কপালে তিলক শোভিত করে দেন এবং কৃষ্ণকে গোষ্ঠে যেতে অনুমতি প্রদান করেন।এর আগে তাঁরা কেবল গো-বৎস চরাতেন। এই দিনে ভক্তগণ গো-পূজা করেন এবং গো-সেবা করেন।
ভগবান শ্রীকৃষ্ণ এদিন গোপ সোজেছিলেন তাই এদিনকে বলা হয় গোপাষ্টমী আর গোষ্ঠে গিয়েছিলেন বলে বলা হয় গোষ্ঠাষ্টমী।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কে যে সকল ভক্তবৃন্দ সখা-ভেবে আরাধনা করেন তাঁদের কাছে গোপাষ্টমী, পৌগন্ড লীলা বা গোষ্ঠ লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
·٠•●⊰🔴✦🔴⊱●•٠·
✍️ একই দিনে অপর একটি লীলাও স্মরণ করা হয়। সেটি হলো -
মেয়েদের গোষ্ঠে যেতে নেই। কিন্তু কৃষ্ণচন্দ্র এদিন প্রথম গোষ্ঠে বেরিয়েছেন। তাই শ্রীমতি রাধারাণীও সুযোগ খুঁজছেন কিভাবে বের হওয়া যায়। গোপীকারা দেখলেন যে শ্রীমতি রাধারাণীকে দেখতে অনেকটা সুবলের মতো। তাঁরা রাধারাণীকে সুবলের মতো ধুতি-পোশাক পরিয়ে এবং নিজেরাও গোপবালকদের মতো সজ্জিত হয়ে কৃষ্ণের সাথে মিলিত হলেন। তাই এদিন শ্রীমতি রাধা ঠাকুরাণী ও অন্যান্য সখীরা তাদের শ্রীচরণ দর্শন দান করেন।পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তাঁকে চিনতে পারেন নি। পরে চিনতে পেরে ভীষণ হ্লাদিত হন।
───এই দিন শ্রীমতি রাধারানীর চরণ দর্শন হয়। কেননা শ্রীদামের মতো গোপবেশে রাধারানী কৃষ্ণকে গোচারণরত অবস্থায় দেখতে এসেছিলেন।ভগবানে শরণাগতই প্রকৃত সুখ।
·٠•●⊰🔴✦🔴⊱●•٠·
✍️ শ্রীমদ্ভাগবত এর ১০/১৫/১ শ্লোকে- “শ্রীল শুকদেব গোস্বামী বললেন-*
বৃন্দাবনে বসবাসকালে শ্রীবলরাম ও কৃষ্ণ যখন পৌগণ্ড বয়স(৬ থেকে ১০) প্রাপ্ত হলেন, তখন গোপগণ তাঁদের সখাদের সঙ্গে এভাবেই নিয়োজিত হয়ে বৃন্দাবনের ভূমিকে পাদপদ্ম চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুললেন।”
🙏·٠•●⊰🔴✦🔴⊱●🙏
#ধর্মের_কথা


শ্রী শ্রী গুরু-গৌরাঙ্গ জয়তুঃ।২ই নবেম্বর ২০২৫ রবিবার -শ্রী শ্রী উত্থান্ একাদশীসমস্ত পাপ থেকে মুক্ত হতে চান তাহলে একাদশী ব...
28/10/2025

শ্রী শ্রী গুরু-গৌরাঙ্গ জয়তুঃ।

২ই নবেম্বর ২০২৫ রবিবার -

শ্রী শ্রী উত্থান্ একাদশী

সমস্ত পাপ থেকে মুক্ত হতে চান তাহলে একাদশী ব্রত পালন করুন প্লিজ।

আসুন নিজে একাদশী ব্রত পালন করি এবং অন্যদের ও একাদশী ব্রত পালনে উৎসাহিত করি।

পারনের সময় পরের দিন সকাল

বাংলাদেশ
০৬.০৫-০৯.৪৯ মিনিটের মধ্যে।

পশ্চিম বঙ্গ
০৫.৪১-০৯.২৮ মিনিটের মধ্যে।

সিঙ্গাপুর ০৬.৪৬-০৭.৪০ মিনিটের মধ্যে।

মালায়েসিয়া
০৬.৫৭-০৭.৩৭ মিনিটের মধ্যে।

প্রচারে-শ্রী শ্রী গৌরনিতাই মন্দির, সিঙ্গাপুর।
#ধর্মের_কথা



#উত্থান_একাদশী

27/10/2025

অন্নকুট মহাউৎসব সিংগাপুর🙏
হরে কৃষ্ণ 🌿 🌺 🙏
#ধর্মের_কথা



ওঁ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখমনৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যম নমামহ্যম।জয় নরসিংহায় নমঃ 🌿🌺🙏  #ধর্মের_ক...
23/10/2025

ওঁ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম
নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর্মৃত্যম নমামহ্যম।
জয় নরসিংহায় নমঃ 🌿🌺🙏
#ধর্মের_কথা

ঘুম থেকে উঠো মা 🌺দেখো সকাল হয়ে গেছে মা 🌺🌿🙏
23/10/2025

ঘুম থেকে উঠো মা 🌺
দেখো সকাল হয়ে গেছে মা 🌺🌿🙏

21/10/2025

হরে কৃষ্ণ 🌿🌺🌿🙏 Part 15

21/10/2025

হরে কৃষ্ণ 🌿🌺🌿🙏 Part 14

21/10/2025

হরে কৃষ্ণ 🌿🌺🌿🙏 Part 13

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when ধর্মের কথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ধর্মের কথা:

Share