30/10/2025
💐শুভ গোপাষ্টমী🙏🙏
🙏হরে কৃষ্ণ🙏
✦ গোপাষ্টমী মাহাত্ম্য ✦
⊰᯽⊱┈────◑❊◑────┈⊰᯽⊱
✍️ কার্তিক মাসের শুক্লাষ্টমী তিথিতে শ্রীবলরাম ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পৌগণ্ড(৫-১০) বয়স প্রাপ্ত হন। কৃষ্ণ নিজে গোচারণ করার জন্য বারবার নন্দ মহারাজের নিকট প্রার্থনা করছিলেন। কিন্তু মাতা যশোমতী এতে দৃঢ়ভাবে বিরোধিতা করতেন।
অবশেষে গোপাষ্টমীর দিনে নন্দমহারাজ গ্রামবাসীদের ডেকে একটি উৎসব আয়োজন করেন। তখন একসাথে কৃষ্ণ-বলরামাদি গোপবালকদের শৃঙ্গ, বেত্র, বিষাণ, বাঁশী ও গো-বন্ধন রজ্জু প্রদান করেন ও পুরোহিতদের দ্বারা গাভীদের পূজা করেন। মাতা যশোদা কৃষ্ণের কপালে তিলক শোভিত করে দেন এবং কৃষ্ণকে গোষ্ঠে যেতে অনুমতি প্রদান করেন।এর আগে তাঁরা কেবল গো-বৎস চরাতেন। এই দিনে ভক্তগণ গো-পূজা করেন এবং গো-সেবা করেন।
ভগবান শ্রীকৃষ্ণ এদিন গোপ সোজেছিলেন তাই এদিনকে বলা হয় গোপাষ্টমী আর গোষ্ঠে গিয়েছিলেন বলে বলা হয় গোষ্ঠাষ্টমী।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কে যে সকল ভক্তবৃন্দ সখা-ভেবে আরাধনা করেন তাঁদের কাছে গোপাষ্টমী, পৌগন্ড লীলা বা গোষ্ঠ লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ।
·٠•●⊰🔴✦🔴⊱●•٠·
✍️ একই দিনে অপর একটি লীলাও স্মরণ করা হয়। সেটি হলো -
মেয়েদের গোষ্ঠে যেতে নেই। কিন্তু কৃষ্ণচন্দ্র এদিন প্রথম গোষ্ঠে বেরিয়েছেন। তাই শ্রীমতি রাধারাণীও সুযোগ খুঁজছেন কিভাবে বের হওয়া যায়। গোপীকারা দেখলেন যে শ্রীমতি রাধারাণীকে দেখতে অনেকটা সুবলের মতো। তাঁরা রাধারাণীকে সুবলের মতো ধুতি-পোশাক পরিয়ে এবং নিজেরাও গোপবালকদের মতো সজ্জিত হয়ে কৃষ্ণের সাথে মিলিত হলেন। তাই এদিন শ্রীমতি রাধা ঠাকুরাণী ও অন্যান্য সখীরা তাদের শ্রীচরণ দর্শন দান করেন।পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তাঁকে চিনতে পারেন নি। পরে চিনতে পেরে ভীষণ হ্লাদিত হন।
───এই দিন শ্রীমতি রাধারানীর চরণ দর্শন হয়। কেননা শ্রীদামের মতো গোপবেশে রাধারানী কৃষ্ণকে গোচারণরত অবস্থায় দেখতে এসেছিলেন।ভগবানে শরণাগতই প্রকৃত সুখ।
·٠•●⊰🔴✦🔴⊱●•٠·
✍️ শ্রীমদ্ভাগবত এর ১০/১৫/১ শ্লোকে- “শ্রীল শুকদেব গোস্বামী বললেন-*
বৃন্দাবনে বসবাসকালে শ্রীবলরাম ও কৃষ্ণ যখন পৌগণ্ড বয়স(৬ থেকে ১০) প্রাপ্ত হলেন, তখন গোপগণ তাঁদের সখাদের সঙ্গে এভাবেই নিয়োজিত হয়ে বৃন্দাবনের ভূমিকে পাদপদ্ম চিহ্নের দ্বারা অতীব পবিত্র করে তুললেন।”
🙏·٠•●⊰🔴✦🔴⊱●🙏
#ধর্মের_কথা