14/08/2025
না এটা ডারতের ঘটনা নয়,এটা পাকিস্তানের ঘটনা,
হ্যা যেই পাকিস্তানকে অনেকেই ইসলামি রাষ্ট্র বলে থাকেন।
ইসলামাবাদের ঐতিহাসিক মাদানি মসজিদ গুঁ*ড়ি*য়ে দিয়ে,
কোরআনে ক্বারীমকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে পাকিস্তানের তথাকথিত মহান বা*হিনী।
এদেরকে সাইস করলে একদলেের আবার কষ্ট লাগে।
এক-দুটি নয়,
১০০ মসজিদকে অ-বৈধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার,
এ সবগুলো গুঁ*ড়ি*য়ে দেওয়ার পায়তারা করে যাচ্ছে।
কিন্তু এসব নিয়ে বাঙ্গু সুশীলরা কথা বলছে না,
বলবেও না,
এসব নিয়ে কথা বললে তাদের সপ্নের পাকিস্তান সে**নাবাহিনীর আসল চেহারা উন্মোচন হয়ে যাবে।
আল্লাহ না*পা*ক সে**নাদেরকে পাক*ড়াও করুক,
পাকিস্তানের আলেম-উলামা ও আম জনতাকে
ত| গু_তি শাসনব্যবস্থার বি*রু*দ্ধে জেগে উঠার তৌফিক দান করুক,
পাক ছাত্র ভাইদেরকে বিজয় দান করুক।
পাকিস্তানেও ই*মা*রাহ দান করুক।