03/04/2023
ক্ষুধার্ত ব্যক্তির কাছে পৃথিবীর সবকিছু তুচ্ছ।
সৌন্দর্য, ভালােবাসা, অনুভূতি
কোনাে কিছুর মূল্যই নেই তার কাছে।
অনেক তো হাসিঠাট্টা করলেন।
এবার একটু গভীরভাবে ভাবুন ভাই!
লোকটি কি কারো পকেটে হাত দিয়েছে?
লোকটি কারো বুকে অস্র ঠেকিয়ে অর্থ চেয়েছে?
অপরাধের মধ্যে সর্বোচ্চ অন্যায় করেছে
ঐ ডিমকেকওয়ালার সাথে।
কেকওয়ালার সাথে মিথ্যে বলে
অবশিষ্ট টাকাটি নিজে আত্মসাৎ করতে চেয়েছে।
পরিশেষে যেই অন্যায়টির কারণে উনাকে গ্রেফতার করা হয়েছে,
তা হচ্ছে; বিদেশী পর্যটকের পেছন-পেছন ঘুরে ৫০০/- টাকা বায়না করেছে।
বিষয়টিকে আপনি উনার দু'ভাষী সহযোগিতার বিনিময় হিসেবেও নিতে পারতেন।
যদি তা না মানতে পারেন, তবে বিষয়টিকে ভিক্ষাবৃত্তি হিসেবে নিতে পারেন।
আবার যদি বলেন
'না উনি বিদেশী পর্যটককে বিরক্ত করেছেন'।
তবে বলব-
উনি বিষয়টির জন্য করজোড়ে অনুতপ্ত হয়েছেন।
এবার আসুন!
প্রশ্ন : উনি কেন উনার পেছন-পেছন ঘুরেছেন?
উত্তর : ৫০০/- টাকার জন্য।
প্রশ্ন : টাকাটি দিয়ে উনি কী করতেন?
এই ৫০০/- টাকা দিয়ে কি উনি নিউইয়র্কে বাড়ি করার স্বপ্ন দেখছেন?
উত্তর: না!
তবে কেন উনি এমন ঘৃণ্য কাজটি করতে গেলেন ভেবে দেখেছেন?
উনার মুখাবয়ব ও পোশাকাশাক বলছে, লোকটি হতদরিদ্র। টাকাটুকো পেলে হয়তো আজকে ঘরে চাল+ডাল নিয়ে যেতেন।
আমি বলছি না মুরব্বি কাজটি ঠিক করেছেন।
আমার প্রশ্ন হচ্ছে,
দেশের একজন মানুষ, কেন অর্থের জন্য বিদেশী পর্যটকের কাছে হাত পাততে হয়েছে?
এই লজ্জা কার?
ওহে জাতি!
তোমারা কি লজ্জা শব্দটির সাথে পরিচিত?
নাকি লোহার পোশাক ভেদ করে লজ্জা তোমাদের স্পর্শ করতে ব্যর্থ?
একজন অসহায় বাবাকে গ্রেফতার করা হয়েছে কেবল ঘরে বাজার নেওয়ার জন্য বিদেশী পর্যটকের কাছে হাত পাতার অপরাধে।
এখন অনেক দেশপ্রেমিক এসে বলবেন;
বাহিরের কাছে আমাদের দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
কেনরে ভাই?
আমাদের দেশের ফুটপাতের ক্ষুধার্ত শিশুর কান্নার শব্দ বাতাসে ভেসে ভিনদেশে পৌঁছে না?
নাকি আমাদের দেশে ভিক্ষুক নেই?
দেশের মানুষ যখন বিদেশ গিয়ে ভিক্ষে করে, তখন কি দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় না?
ক্ষুধার্ত শিশুর কান্না সহ্য করতে না পেরে যখন, অসহায় বাবা আত্মহত্যা করে, তখন কি তোমাদের ইজ্জতে লাগে না?
কী জবাব দিবেন ট্রল করা জাতি?
কিছু একটা পেলেই ট্রল করতে উঠেপড়ে লাগেন কেন? আপনাদের ট্রলের কারণে ধ্বংস হয়ে যায় অনেক জীবন, অনেক পরিবার।
লেখাপড়া করলেই হয় না।
ন্যূনতম কমনসেন্স থাকা লাগেরে বলদের দল!
এস এম ফরহাদ ইসলাম___
জাতীয় লেখক পরিষদ;
ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।.