Ajim telecom

Ajim telecom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ajim telecom, Digital creator, Chandpur.

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Amirul Islam, H.M. Sagor Ahmad, Jewel Madber, Md Aowla...
11/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Amirul Islam, H.M. Sagor Ahmad, Jewel Madber, Md Aowlad Hossain, Shakil Mahmud, Md Manjur Ahmed Dewoyan

05/08/2024

আলহামদুলিল্লাহ হাজার মানুষের রক্তের বিনিময়ে দেশ আবার দ্বিতীয়বার স্বাধীন হলো

সময় আছে এখনো ভাই ব্রাদার রা সঠিক পথে চলে আসুন 🙏এমন কোন দল বা কাজ করিবেন না, যার কারণে  আপনি মৃত্যুর পর মানুষ আলহামদুলিল...
16/07/2024

সময় আছে এখনো ভাই ব্রাদার রা সঠিক পথে চলে আসুন 🙏
এমন কোন দল বা কাজ করিবেন না, যার কারণে আপনি মৃত্যুর পর মানুষ আলহামদুলিল্লাহ বলে 😥

16/07/2024

জুলুমের কালে যদি তুমি চুপ থাকো,
তাহলে তুমি সেই জালেমের অন্তর্ভুক্ত হবে,
ছাত্র ভাইদের প্রতি মন থেকে দোয়া, আল্লাহ তাআলা তাদের কে নিজেদের অধিকার ফিরিয়ে তারপর ঘরে ফেরার তৌফিক দান করুন, আমিন

এবং আমরা কওমী. আলিয়া (মাদ্রাসা)
স্কুল, কলেজ. এবং সাধারণ জনগণেরা তোমাদের পাশে আছি ইনশাল্লাহ

হায় আফসোস তাদের(আলিয়া মাদ্রাসা)  শিক্ষা নিয়ে ছেলে খেলা হচ্ছে কিন্তু তাদের কোন প্রতি উত্তর নেই 😥জাতি হিসেবে আমরা কতটা ন...
22/05/2024

হায় আফসোস তাদের(আলিয়া মাদ্রাসা) শিক্ষা নিয়ে ছেলে খেলা হচ্ছে কিন্তু তাদের কোন প্রতি উত্তর নেই 😥
জাতি হিসেবে আমরা কতটা নিকৃষ্ট হয়ে গেছি

22/05/2024

❌বাবা-মা যখন আসামি ❌
...............................
আমার স্ত্রী প্রাইমারি টিচার।
রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ওয়ানের খাতা দেখছিলো।
খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে করে উঠেছে।
আমি কাছেই বসে মোবাইল দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস ওয়ানের পরীক্ষায় এক রচনা এসেছে। "my wish"
--তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে। --তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
--আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি।
মিসেস রচনা পড়তে শুরু করলো.....
আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়। কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা।
আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো।
আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।
স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
--কে লিখেছে এই রচনাটি ?
--আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।

😥অদূর ভবিষ্যতের প্রত্যেকটা সন্তান এভাবেই আমাদের বিরুদ্ধে স্কুলের খাতায় নালিশ জানাবে
এবং আল্লাহর দরবারেও 😥

18/05/2024

প্রশ্ন সেন্ট, বডি স্প্রে ব্যবহার করা কি জায়েজ?

উত্তর,

বর্তমানে সেন্ট, বডি স্প্রে, পারফিউম অ্যালকোহল ছাড়া প্রস্তুত করা দুষ্কর। আর এ বিষয়ে ইসলামের বিধান হলো, যেসব অ্যালকোহল আঙুর, খেজুর অথবা কিশমিশ থেকে তৈরি, সেসব অ্যালকোহল সম্পূর্ণ হারাম। এ ধরনের অ্যালকোহল মেশানো সুগন্ধি ব্যবহার করা যাবে না। কেননা, রাসূল ﷺ বলেছেন,

كُلُّ مُسْكِرٍ حَرَامٌ

নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম। (বুখারী ৪৩৪৩)

এই তিন বস্তু ছাড়া অন্য উপাদান থেকে যেসব অ্যালকোহল তৈরি করা হয়, যেমন—এখনকার সেন্ট বা বডি স্প্রেগুলোতে সাধারণত আঙুর, খেজুর বা কিশমিশ থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল থাকে না; বরং বিভিন্ন শস্যদানা, গাছপালার ছাল, মধু, শস্য, যব, আনারসের রস, গন্ধক ও সালফেট, অন্যান্য রাসায়নিক উপাদান ইত্যাদি থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল মেশানো হয়। (এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা খণ্ড ১, পৃষ্ঠা ৫৪৪, প্রকাশকাল ১৯৫০ খ্রি.) তাই এগুলো নাপাক নয় বিধায় নামাজ আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক নয়। আর এগুলো নেশার উদ্রেক না হওয়া পরিমাণ ব্যবহার করা যায়। (তাকমিলাতু ফাতহিল মুলহিম ১/৩৪৮, ৩/৩৩৭; ফিকহুল বুয়ু ১/২৯৮)

সুতরাং যেহেতু সেন্ট বা বডি স্প্রেগুলোতে সামান্য পরিমাণ পরিশোধিত অ্যালকোহল ব্যবহার করা হয় এবং তা শরীরের অভ্যন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তাই এগুলো ব্যবহারে আপত্তি নেই। তবে এরূপ সেন্ট পরিত্যাগ করে আতর ব্যবহার করাই উত্তম। (জাদিদ ফিকহি মাসাইল ১/৩৮)

15/04/2024

পাপ করলে যদি নোটিফিকেশন আসতো...!!📩

তাহলে বুঝতে পারতাম ২৪ ঘন্টায় আমরা কত হাজার পাপ করছি ।
আল্লাহুম্মাগফিরলি🤲

09/04/2024

অধিকাংশ মসজিদ গুলোতে দেখা যায় ইমাম সাহেবদের বেতন ঈদের পরে দেয়, অথবা ঈদের দিন দেয় ,তো তাদের নিকট আমার প্রশ্ন এই বেতন দিয়ে ইমাম সাহেব নিজের পরিবারের সদস্যদের জন্য ঈদের কেনাকাটা করবে কবে?
সম্পূর্ণ টাকা না দিতে পারলেও কিছু টাকা হলেও ঈদের সাত আট দিন আগে দিয়ে দেওয়া উচিত ,
(যেন প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে রাখতে পারে)
আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়

MD ajim

আমাদের সকলের প্রিয় দিপু ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ  তা,আলা আপনাকে জান্নাতের উ...
02/12/2023

আমাদের সকলের প্রিয় দিপু ভাই আমাদের মাঝে আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আল্লাহ তা,আলা আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক।
,🤲আমিন🤲

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক ...
15/11/2023

আজকে যা দেখলাম, আগে কখনো দেখিনি এমনটা। ১টি কিনলে ফ্রী অফার দিয়ে বিক্রি করছে। আমার বাসার সামনে থেকে তোলা ছবি। এখানে অনেক বছর ধরে থাকি। তাই আমার ধারণা হচ্ছে, হয়তো এটা বয়কটের প্রভাব।

আমাদের কাজ যতো ছোটই মনে হোক না কেন আমাদের দৃষ্টিতে, এর একটা প্রভাব পড়েই। হয়তো অনেক ক্ষেত্রে কতো বড় প্রভাব পড়ে তা আমাদের কল্পনার উর্ধ্বে। আপনি একজন ব্যক্তি ই***য়েলের প্রোডাক্ট বর্জন করুন, না পারলে অন্তত এই সময়টা কোক পেপসি এসব না খেয়ে থাকুন, এটা বৃথা যাবে না ইনশা আল্লাহ।

আল্লাহ তা'আলা আমাদেরকে যে যার যার জায়গা থেকে যতোটুক করা সম্ভব তা করতে অবহেলা না করার তৌফিক দান করুন।

স্থান: ২ নম্বর গেইট, চট্টগ্রাম

ইনশাআল্লাহ আমাদের বয়কট চলমান থাকবেই থাকবে ✍️💪

~ সংগৃহীত

04/10/2023

Robi Airtel 30 Gb 395 tk

Robi Airtel 25 Gb 350tk

Robi airtel 20 gb 280 tk

এগুলো ফ্যামিলি প্যাক মাসে একবার

নেওয়া যায় ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া

অথবা ব্যালেন্সের মেয়াদ না থাকলে

অফার গুলো যাবে না

04/10/2023

এয়ারটেল সুপার সাইক্লোন
৩০ জিবি + ২০০ মি. ৪২৪৳
৩০ জিবি + ৩০০ মি. ৪৫০৳
৩০ জিবি + ৫০০ মি. ৪৯৫৳

28/08/2023

বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে আপনি টাকা হাওলাত দেওয়ার পর ফেরত পাওয়ার জন্য কি কারনে টাকা লাগবে সেটা পাওনাদারকে ব্যাখ্যা করতে হয়"

শেষ বিদায়ের পূর্বের হাসি , এই হাসি হয়তো বা কোন কিছুর দিকে ইঙ্গিত করতেছে যা আমরা বুঝতে পারিনি/বুঝিনি. চলে গেলেন কোরআনের...
15/08/2023

শেষ বিদায়ের পূর্বের হাসি , এই হাসি হয়তো বা কোন কিছুর দিকে ইঙ্গিত করতেছে যা আমরা বুঝতে পারিনি/বুঝিনি. চলে গেলেন কোরআনের পাখি রেখে গেছেন হাজারো স্মৃতি,
না জানি কবে আবার এইভাবে হাসি দিয়ে আমাদের থেকে
হারিয়ে যাবেন,❤️ আল্লামা মামুনুল হক সাহেব ❤️
ও অন্যান্য মজলুম কোরআনের পাখি গুলো
আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের চাদর দ্বারা আবৃত করুন 🤲

14/08/2023

@@@@@@@@@@@@

BL 599 👉450💸( 50gb)

BL 698👉 520💸( 30 +700)

BL 367👉243💸(600minit)

BL 507👉350💸(840minit)

আসাদ নূরের ফেসবুক আইডির লিংক সবাই ওর ফেসবুক আইডিতে গিয়ে রিপোর্ট মারেন এবং ওর আইডিটা নষ্ট করে দেন🙏🙏🙏https://www.facebook...
08/08/2023

আসাদ নূরের ফেসবুক আইডির লিংক সবাই ওর ফেসবুক আইডিতে গিয়ে রিপোর্ট মারেন এবং ওর আইডিটা নষ্ট করে দেন🙏🙏🙏

https://www.facebook.com/AsadNoor.V?mibextid=ZbWKwL

Address

Chandpur

Telephone

+8801628122989

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ajim telecom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share