Channel ATV

Channel ATV স্বপ্নের পথ চলা।

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে...
29/07/2020

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ বুধবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা সড়কে উপজেলার কাকৈরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।’

দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।

নিহতরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার চরকান্দিয়া এলাকার গুণধর চক্রবর্তী (৭০), নোয়াখালীর চরআমান উল্লাপুর এলাকার হরি চন্দ (৫৫) ও অটোরিকশার চালক চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হোসেনপুর এলাকার মনির হোসেন (৩০)।

ওসি মো. শাহ আলম আরো জানান, অটোরিকশাটি শাহরাস্তির দোয়াভাঙ্গা থেকে কুমিল্লার মুদাফ্ফরগঞ্জ যাচ্ছিল। পথে কাকৈরতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা চালকসহ তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। বাস ও অটোরিকশাটি পুলিশ জব্দ করেছে বলে জানা যায়।

বেইজিংয়ে আবারো করোনার ভয়াল থাবা, চূড়ান্ত সতর্কতা জারি১৭-০৬-২০২০, বেইজিংয়ে আবারো করোনার ভয়াল থাবা, চূড়ান্ত সতর্কতা জারি...
17/06/2020

বেইজিংয়ে আবারো করোনার ভয়াল থাবা, চূড়ান্ত সতর্কতা জারি
১৭-০৬-২০২০,
বেইজিংয়ে আবারো করোনার ভয়াল থাবা, চূড়ান্ত সতর্কতা জারি
মহামারি করোনাভাইরাসের উৎপত্তি চীনের হুবেই প্রদেশের উহান শহরে। টানা কয়েক মাসের প্রচেষ্টায় মারণ ভাইরাসের সংক্রমণে লাগাম পরাতে সক্ষম হয়েছিল দেশটি। তবে সেই স্বস্তি আবারও যেতে বসেছে। চীনে নতুন করে আবারো করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বেইজিংয়ের জিনফাদি হোলসেল খাবারের বাজারে নতুন করে ভাইরাসের প্রাদুর্ভাব হওয়ায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সব স্কুলে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বেইজিং বিমানবন্দরে বাতিল করা হয়েছে ১২০০ ফ্লাইট।
বুধবার( ১৭ জুন) বেইজিংয়ে নতুন করে ৩১ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। দ্বিতীয় ধাপে ফের কভিড-১৯ সংক্রমণ ঠেকাতে মানুষকে বাড়িতে থাকতে অনুরোধ করেছে প্রশাসন।


বেইজিংয়ে নতুন করে ভাইরাসের প্রাদুর্ভাব জিনফাদি হোলসেল খাবারের বাজার থেকে হয়েছে বলে মনে করা হচ্ছে। এই ক্লাস্টারের সংস্পর্শে আসা ১০ হাজারেরও বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রায় ৩০টি আবাসিক কম্পাউন্ড লকডাউন করা হয়েছে।
বুধবার সকালে বেইজিং থেকে ও বেইজিং পর্যন্ত প্রায় ৭০টি রুটের ১২৫৫টি নির্ধারিত বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যম ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের সফরে এরই মধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বেইজিং থেকে যাওয়া লোকেদের বিভিন্ন প্রদেশে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। দিনকয়েক আগেই খোলা বেইজিংয়ে সব স্কুল আবারো বন্ধ করে দেওয়া হয়েছে। ফের অনলাইন ক্লাস শুরু হয়েছে স্কুলগুলোতে।
মঙ্গলবার বেইজিং শহরের মুখপাত্র সু হেজিয়ান জানিয়েছেন, রাজধানীর মহামারি পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বেইজিংয়ের ১১টি বাজার বন্ধ করে দেওয়া হয়েছে। হাজারেরও বেশি খাবারের এলাকাকে সংক্রমণমুক্ত করা হচ্ছে।
গত ৬ দিনে শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৭ জন। কর্মকর্তা জানিয়েছেন, ৩০ মে পর্যন্ত শিনফাদি বাজারে ২ লাখেরও বেশি মানুষ গিয়েছে। বেইজিয়ের ৭০ শতাংশ ফল ও সবজি সরবরাহ করা হয় এই বাজার থেকে।
করোনা ভাইরাস লাইভ

স্বাস্থ্যবিদি অমান্য করে (টি সি বি) পন্য সামগ্রী ক্রয়।  #সাফিন_পাটওয়ারী। চাঁদপুর -কচুয়ায় উওর পালাখাল মোড়ে স্বাস্থবিদি আম...
17/06/2020

স্বাস্থ্যবিদি অমান্য করে (টি সি বি) পন্য সামগ্রী ক্রয়।

#সাফিন_পাটওয়ারী। চাঁদপুর -কচুয়ায় উওর পালাখাল মোড়ে স্বাস্থবিদি আমান্য করে পন্য সামগ্রী ক্রয় করতে দেখা মিলে শত শত মানুষের ঢল। মানুষের মনে নেই কোন ভয় মনে হয় তারা যেন নোবেল করোনা ভাইরাস কে পরাজিত করতে পেরে গেছে। শত মানুষের ভিড়ে ও কারো ছিলনা মাস্ক। ছিলনা কোন নিরাপত্তা।
আমরা বাঙ্গালি জাতি। আমাদের মধ্যে কোন সতর্কতা নেই। কোন ভয় নেই। মানুষ তার নিয়মেই চলছে। মানতেছেনা কোন বিধি নিষেধ।

সীমিত পরিসরে চলবে যানবাহন২৭-০৫-২০২০, ২০:৩৩৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করে...
27/05/2020

সীমিত পরিসরে চলবে যানবাহন

২৭-০৫-২০২০, ২০:৩৩

৩১ মে থেকে সীমিত পরিসরে গণপরিবহন চলার ব্যাপারে প্রধানমন্ত্রী সম্মতি জ্ঞাপন করেছেন বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বুধবার (২৭ মে) রাত আটটার দিকে তিনি গণমাধ্যমকে এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, সীমিত যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। নৌপরিবহন, ট্রেনও চলবে বলে তিনি জানান।

এর আগে বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানান ৩১ মে'র পর সাধারণ ছুটি আর বাড়ছে না। এ বিষয়ে বৃহস্পতিবার (২৮ মে) প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেন তিনি। এসময় ১৫ জুন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যক্তিগত গাড়ি চলাচল করবে বলে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। তিনি বলেছিলেন, ছুটি না বাড়লেও চলবে না গণপরিবহণ, রেল ও যাত্রীবাহী নৌযান। তবে বেসরকারি বিমানগুলো নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচল শুরু করতে পারবে।

তিনি আরো জানান, আমরা প্রধানমন্ত্রীর সাক্ষরিত প্রজ্ঞাপন কিছুক্ষণ আগে পেয়েছি। দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে গত ২৬ মার্চ থেকে বেশ কয়েকদফা সরকারি ছুটির মেয়াদ বাড়ানো হলেও এবার ৩০ মে'র পর আর ছুটির মেয়াদ বাড়ানো হবে না। তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করতে হবে। বয়স্ক এবং গর্ভবতীরা অফিসে আসবেন না। আপাতত ১৫ জুন পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস নেয়া যাবে।

তিনি আরও বলেন, ৩১ মে থেকে সরকারি আধা-সরকারি সব অফিস খুলবে। অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখতে সীমিত পরিসরে সব অফিস খোলা রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তিনি বলেন, রাত আটটা থেকে সকাল ৬টা পর্যন্ত আগের মতো চলাচল সীমিত থাকবে। হাটবাজার দোকানপাট বিকাল ৪টা পর্যন্ত চলবে।

এদিকে, গণ জমায়েত ও সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও ধর্মীয় উপাসনালয় খোলা থাকবে।

মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ার পর ক্রমে পরিস্থিতির অবনতি হতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আগামী ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।

যদিও করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে তারপরেও সাধারণ ছুটি আর না বাড়ানোর সিদ্ধান্ত আসছে সরকারের পক্ষ থেকে।

আনুশকাকে ডিভোর্স দিতে কোহলির কাছে আবেদন২৭-০৫-২০২০, ১১:০২আনুশকাকে ডিভোর্স দিতে কোহলির কাছে আবেদনবর্তমানে ভারতে আলোচনার কে...
27/05/2020

আনুশকাকে ডিভোর্স দিতে কোহলির কাছে আবেদন
২৭-০৫-২০২০, ১১:০২

আনুশকাকে ডিভোর্স দিতে কোহলির কাছে আবেদন
বর্তমানে ভারতে আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী আনুশকা শর্মা প্রযোজিত ওয়েব সিরিজ ‘পাতাললোক’। তবে এই সিরিজ নিয়ে সামনে আসছে একের পর এক বিতর্ক।


এরই জেরে আনুশকার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের করেছেন উত্তরপ্রদেশের এক বিজেপি নেতা নন্দকিশোর গুরজার। পাশাপাশি বিরাট কোহলির কাছে তার আর্জি, ‘প্লিজ এখনই আনুশকাকে ডিভোর্স দিন!’
কিন্তু কেন আনুশকার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন ওই বিজেপি নেতা? নন্দকিশোর গুরজারের অভিযোগ, বিনা অনুমতিতে সিরিজে তার ছবি ব্যবহার করেছেন ‘পাতাললোক’-এর নির্মাতারা। শুধু তাই নয়, সিরিজে সাম্প্রদায়িক হিংসা দেখানোর অভিযোগ তুলে জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আনুশকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন উত্তরপ্রদেশের লোনির এই বিজেপি নেতা।


ওয়েবসিরিজে একটি দৃশ্য রয়েছে, যেখানে একটি নিউজপেপার কাটিং দেখানো হয়েছে। গাজিয়াবাদের ইউপি গেটের উদ্বোধনের ছবি রয়েছে। ছবিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথসহ রাজ্যের আরও বেশ কিছু বিজেপি নেতারা রয়েছেন। সেখানে মুখ দেখা গেছে অভিযোগকারী বিজেপি নেতা নন্দকিশোর গুরজরেরও।
আনুশকা প্রযোজিত ‘পাতাললো ‘ ওয়েবসিরিজটি নিষিদ্ধ করার দাবি তুলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে আবেদনও করেছেন এই বিজেপি নেতা। তার আরও অভিযোগ, এই ওয়েবসিরিজে সনাতন ধর্মকে আঘাত করে হিন্দুত্ববাদী সংগঠনগুলো সম্পর্কে ভুল বার্তা দেয়া হয়েছে।

‘পাতাললোক’কে দেশদ্রোহী ওয়েবসিরিজ বলেও অভিযোগ করেছেন নন্দকিশোর। তার দাবি, এই সিরিজে নির্দোষ ভারতীয়দের অহেতুক পাকিস্তানি চিহ্নিত করে মামলা সাজিয়েছে সিবিআই। এমন মিথ্যা মামলা আদতে দেশ এবং সমাজকে কলুষিত করতে পারে। হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক হিংসাও তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এরপরই তিনি আর্জি জানিয়েছেন, ‘বিরাট কোহলি দেশের জন্য ক্রিকেট খেলেন। দেশদ্রোহী ‘পাতাললোক’ দেখার পরই তার উচিত আনুশকা শর্মাকে ডিভোর্স দেয়া।’
এদিকে ‘পাতাললোক’-এ একটি নেপালি চরিত্রের বিরুদ্ধে এক মহিলা পুলিশ অফিসারকে জাতিবিদ্বেষী কথাবার্তা বলতে শোনা গেছে। এমনকী জাত তুলে খোঁটা দিয়ে রীতিমতো গালমন্দও করা হয়েছে। বিষয়টি নিয়ে সর্বপ্রথম আলোকপাত করেন বীরেন শ্রী গুরুং নামে এক আইনজীবী।
আপত্তিমূলক সেই শব্দটি বাদ দেয়ার জন্য গত ১৮ মে সিরিজের প্রযোজক আনুশকা শর্মার কাছে আইনি নোটিশ পাঠিয়েছিলেন আইনজীবী বীরেন।
সূত্র: এনডিটিভি

ভারতে ঢুকলেই গ্রেফতার হবেন নোবেল২৮-০৫-২০২০, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক ...
27/05/2020

ভারতে ঢুকলেই গ্রেফতার হবেন নোবেল
২৮-০৫-২০২০,
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য নোবেলের বিরুদ্ধে ত্রিপুরা পুলিশের কাছে একাধিক ধারায় মামলা করা হয়েছে বলে জানা গেছে। মামলার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা রাজ্যের পুলিশ জানিয়েছে, ভারতে ঢুকলেই নোবেলকে গ্রেফতার করা হবে। এমনই তথ্য দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম জিনিউজ।


বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে জিনিউজ জানিয়েছে, গত সোমবার (২৫ মে) নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া শহরের বাসিন্দা সুমন পাল। ইতোমধ্যেই সুমন পালের দায়ের করার অভিযোগের প্রতিলিপি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বাংলাদেশ হাই কমিশন ও ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে।
ত্রিপুরা পুলিশ সূত্রের বরাত দিয়ে জিনিউজ আরো জানায়, নোবেলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০, ৫০৪, ৫০৫ ও ১৫৩ ধারায় মামলা করা হয়েছে।


প্রসঙ্গত, গত শুক্রবার (২২ মে) নোবেল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন। যেখানে সরাসরি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘চা-ওয়ালা’ হিসেবে আখ্যায়িত করেন তিনি। তার এই পোস্টের পর দুই দেশেই সমালোচনা শুরু হয়। পোস্টটি দেওয়ার সাথে সাথে নোবেলকে ডেকে পাঠায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব কার্যালয় থেকে ফিরে নিজের কর্মকাণ্ডের জন্য অনলাইনে ক্ষমা চান তিনি।

27/05/2020

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি: বিবিসি বাংলার জরিপে তৃতীয় স্থানে কাজী নজরুল ইসলাম-অসাম্প্রদায়িক মানবতার কবি

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সবচেয়ে খারাপ পরিস্থিতিটি দে...
27/05/2020

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি বাড়াতে নির্দেশ দিয়েছেন। এ ছাড়া সবচেয়ে খারাপ পরিস্থিতিটি দেখে তাঁদের সার্বভৌমত্বকে দৃঢ়তার সঙ্গে রক্ষা করতে বলেছেন।

ভারতের এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, সিকিম সীমান্তে নিয়ন্ত্রণরেখার (এলএসি) কাছে ভারত ও চীনের সামরিক বাহিনীর মুখোমুখি হওয়ার প্রাক্কালে গতকাল মঙ্গলবার এ নির্দেশ দেন সি। তিনি অবশ্য সুনির্দিষ্ট কোনো হুমকির কথা উল্লেখ করেননি।
ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক এবং ২০ লাখ সদস্যের শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান সি চিন পিং (৬৬) বেইজিংয়ে চলমান সংসদ অধিবেশন চলাকালীন পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এবং পিপলস আর্মড পুলিশ ফোর্সের প্রতিনিধিদের একটি পূর্ণাঙ্গ বৈঠকে যোগ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

লাদাখ ও উত্তর সিকিমের এলএসি বরাবর বেশ কয়েকটি অঞ্চলে সম্প্রতি ভারত ও চীন সেনাসংখ্যা বাড়িয়েছে। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বেড়েছে। তারা নিজ নিজ অবস্থান সৃদৃঢ় করার সুস্পষ্ট সংকেত দিয়েছে।

মার্কিন নৌবাহিনী বিতর্কিত দক্ষিণ চীন সাগরের পাশাপাশি তাইওয়ান জলসীমানায় টহল বাড়ানোয় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সামরিক দ্বন্দ্বও বেড়ে চলেছে। ওয়াশিংটন এবং বেইজিংও করোনাভাইরাস মহামারির উৎপত্তিস্থলকে কেন্দ্র করে কথার লড়াই চালিয়ে যাচ্ছে।

২২ মে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম সামরিক ব্যয়কারী চীন তার প্রতিরক্ষা বাজেট ৬ দশমিক ৬ শতাংশ বাড়িয়ে ১৭৯ বিলিয়ন ডলার করেছে, যা ভারতের চেয়ে প্রায় তিন গুণ। সম্প্রতি কোভিড-১৯ পরিস্থিতিতে অর্থনৈতি বিপর্যয়ে পড়া চীনের এ বাজেট বৃদ্ধি অতীতের তুলনায় সর্বনিম্ন।

ভারত বলেছে, চীনা সেনাবাহিনী লাদাখ ও সিকিমের এলএসির পাশে সাধারণ টহল দিয়েছে।

ঈদের দিনে রেকর্ড  সংখ্যক শনাক্ত, মুত্যু ২১ বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে দেশ...
25/05/2020

ঈদের দিনে রেকর্ড সংখ্যক শনাক্ত, মুত্যু ২১

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,৯৭৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ২১ জনের।এর ফলে বাংলাদেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৩৫,৫৮৫ জন। সব মিলিয়ে বাংলাদেশে এই রোগে ৫০১ জন মারা গেলেন।স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন এবং মোট সুস্থ হয়েছেন ৭,৩৩৪ জন।

 #কচুয়া_চাঁদপুর। #চাংপুরকচুয়ার চাংপুরে ঈদগাহে  নেই লোক সমাগম নামাজ হচ্ছে মসজিদে। #সাফিন_পাটওয়ারী। ঈদুল ফিতর উপলক্ষে প্রত...
25/05/2020

#কচুয়া_চাঁদপুর। #চাংপুর
কচুয়ার চাংপুরে ঈদগাহে নেই লোক সমাগম নামাজ হচ্ছে মসজিদে।
#সাফিন_পাটওয়ারী। ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছর এর ন্যায় এ বছর ঈদগাহে হচ্ছে না নামাজ। বাংলাদেশ এর বর্তমান পরিস্থতির কথা বিবেচনা করে ঈদগাহে নামাজ বন্ধ রেখে প্রতি মাসজিদে হচ্ছে নামাজ পালন।
কোভিড ১৯ এর কথা বিবেচনা করে বাংলাদেশ সরকার এর নির্দেশ মতে নামাজ পালন হচ্ছে মসজিদে।চাংপুর এর মসজিদ কমিটি এ বার বিশেষ ভূমিকা পালন করে। বহিরাগত অথাৎ ঢাকা ও অন্যান্য
শহর ফেরত মানুষদের হোম কোয়ারেন্টাইন পালন এর নির্দেশ দেয় এবং লোকসমাগমে না আসার জন্য বিশেষ অনুরোধ করেন। আমার পক্ষ থেকে তাদের জানাই বিশেষ ধন্যবাদ যারা এ বছর হোমকোয়ারেন্টাইন মেনে লোকসমাগমে না আসছেন এবং সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদের সালাত আদায় করার জন্য।

রেকড সংখ্যক রোগী শনাক্ত,মৃত্যু ২০ জন বাংলাদেশ  গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয় ১হাজার ৮৭৩ জন এবং মৃত্যু বরন করে...
23/05/2020

রেকড সংখ্যক রোগী শনাক্ত,মৃত্যু ২০ জন
বাংলাদেশ গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয় ১হাজার ৮৭৩ জন এবং মৃত্যু বরন করে ২০ জন। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত অনলাই বুলেটিনে এ তথ্য জানান।

 #বিক্রমপুর  #সিরাজদিখান  Masum sheakআলহামদুলিল্লাহ পবিএ ঈদুল ফিতর উপলক্ষে আমাদের বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে বি...
23/05/2020

#বিক্রমপুর #সিরাজদিখান
Masum sheak
আলহামদুলিল্লাহ
পবিএ ঈদুল ফিতর উপলক্ষে আমাদের বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়নে কিছু দারিদ্র পরিবারের মাঝে দুই ধরনের সেমাই, চিনি, দুধ ও নুডলস দিতে সক্ষম হয়েছি। যারা সঠিক পরামর্শ, শ্রম এবং আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিক্রমপুর রক্তদান সংস্থার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।তাদের এই কার্যক্রম সকলের জন্য মঙ্গল জনক। এভাবেই তারা সকল দরিদ্র মানুষের পাশে সব সময় দাঁড়িয়ে যাচ্ছে।

22/05/2020

চাঁদ দেখা যায়নি,সৌদিতে ঈদ রবিবার।

 #চাদঁপুর_কচুয়াকচুয়ার চাংপুরে পাটোয়ারী বাড়ী হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ। #সাফিন_পাটওয়ারী।মা...
22/05/2020

#চাদঁপুর_কচুয়া
কচুয়ার চাংপুরে পাটোয়ারী বাড়ী হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

#সাফিন_পাটওয়ারী।মানবতার জয় হউক এই স্লোগানে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চাংপুর পাটোয়ারী বাড়ী হিলফুল ফুজুল ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ।

২৭ রমজানে পাটওয়ারী বাড়ী জামে মসজিদ সংলগ্নে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবকও রাজনীতিবিদ ও ফাউন্ডেশনের উপদেষ্টা মো: নুরুল ইসলাম মিন্টু।
হিলফুল ফুযুল ফাউন্ডেশনের পক্ষ হতে ৬০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌছে দেন।
তরুন ছাএনেতা ও সমাজসেবক দেলোয়ার হোসেন, শাহাদাত পাটোয়ারী,সোহেল পাটোয়ারী,মেহেদী হাসান এর পরিচালনায় ফাউন্ডেশন এর উপদেষ্টা নুরুল ইসলাম বলেন ঈদুল ফিতরে হাসি ফোটাতে চাই সবার মুখে এই প্রত্যাশা নিয়ে গরিব অসহায় মানুষের মাাঝে ঈদ উপহার বিতরন।
বর্তমান শিক্ষিত সমাজ চাইলে সবি করতে পারে এটা তার বাস্তব চিএ। সমাজের সকল যুবকরা মিলে সমাজের চেহারা টাকেই বদলে দিতে পারে। আপনাদের পকেট এর টাকা খরচ করে সেমাই,চিনি,চাল,ডাল ইত্যাদি মানুষের মাঝে উপহার সামগ্রী পৌছে দেওয়ার জন্য সবাইকে জানাই বিশেষ ধন্যবাদ।
হিলফুল ফুজুল ফাউন্ডেশন পরিচালনায় আরো আছেন
সাকিল পাঃ,শাহাজান পাঃ,রাজীব পাটওয়ারি, ফয়সাল,শরীফ, রাহুল সহ আরো অনেকে।

22/05/2020

আমাদের News Alwyas এর যাএা শুরু করতেছি আপনাদের ভালবাসা এবং সার্পোট এর প্রত্যাশা নিয়ে। জানি না কত দূর যেতে পারবো। তবে আপনাদের ভালবাসা হয়তো অনেকটা পথ যেতে সাহায্য করবে। আমাদের News Always সবসময় সঠিক খবরটি আপনাদের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করবে। আমাদের News always এর সাথে যারা কাজ করছেন সাফিন পাটওয়ারি, মাসুম শেখ (বিক্রমপুর),রবিন, জিসান মাসুদ, আদিবা, বিথী এমরান মৃধা,সাজিদুল হাসান।

Address

Chandpur

Telephone

+8801849508831

Website

Alerts

Be the first to know and let us send you an email when Channel ATV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share