
15/09/2025
কাল নদীর পাড়ে গেছিলাম।
এই ছেলেটাকে দেখছি তার থেকে বড়( ৪/৫ বছরের) এক ছেলেকে বলে,, ওই তুই ভিক্ষা করলি কেন দোকানের সামনে??
আমরা তখন রিকসা থেকে নামতে ছিলাম।
আমি হৃদয় একে অপরের দিকে তাকিয়ে হাসছিলাম।
পরে খেয়াল করলাম তার ছোট্ট একটা দোকান ভেতরে।
আমি বল্লাম এই ছোট্ট দোকানি দোকান কার?
বলে আমার' মার'
কত দায়িত্ব বোধ চিন্তা করেন।
দোকানের সামনে কাউকে ভিক্ষা করতে দেয় না।
কাস্টমার আসবেনা তাই 🥰
বিষয় টা সুন্দর 💝