07/11/2025
যদি বিরহ থাকে, আমিও থাকব তোর পাশে,
দূরে থাকিস তুই, তবু লাগে হাতটা হাতে।
চোখ বন্ধ করলেই দেখি তোর মুখখানি,
স্বপ্নে এসেও তুই কাঁদাস আমায় প্রতি রাতে। 💔
তুই ছাড়া এই পৃথিবীটা বড় ফাঁকা লাগে,
তোর স্মৃতিরা শুধু বুকের ভেতর বাজে।
হাজার মানুষে ভরা এই জগতে,
মন খোঁজে কেবল তোরই ছায়া, তোরই কাছে।
তোর হাসিটা আজও মনে পরে প্রতিক্ষণ,
তোর নামটাই যেন আমার জীবনের ধ্বনন।
ভালোবাসি বলেও বুঝাতে পারিনি কখনো,
এখন শুধু তোরই অপেক্ষায় কাটে প্রতিটা ক্ষণ। 💫
#বিরহ #ভালোবাসা #শায়রি #বাংলাশায়রি #দুঃখেরকবিতা #হৃদয়েরকথা #রোমান্টিকশায়রি #ভালোবাসাশায়রি #কবিতা