ইকামতে দ্বীন

ইকামতে দ্বীন আসসালামু আলাইকুম

এই দেশে ধর্ষকের পাথর মেরে হত্যা না হলেও চাঁদা না দিলে পাথর মেরে হত্যা করা হয় ঠিকই।আহ এটাতো সেই আইয়ামে জাহিলিয়্যাত এর ঘটন...
13/07/2025

এই দেশে ধর্ষকের পাথর মেরে হত্যা না হলেও চাঁদা না দিলে পাথর মেরে হত্যা করা হয় ঠিকই।আহ এটাতো সেই আইয়ামে জাহিলিয়্যাত এর ঘটনা সচক্ষে দেখতেছি।আল্লাহ এই যুগে জন্মগ্রহণ না হলেও মনে হয় বেঁচে যেতাম ফেতনা থেকে।নিজেদের চারপাশেই যেসব ফেতনা / জুলুম দেখতেছি সেগুলো ও কম না।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।

12/07/2025
ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ২০২৩ সালে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। হারামে প্রবেশ করার পর আশেপাশের সবকিছু তিনি ...
11/07/2025

ছবিতে যাকে দেখতে পাচ্ছেন তিনি ২০২৩ সালে ওমরার উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন। হারামে প্রবেশ করার পর আশেপাশের সবকিছু তিনি দেখতে পেলেও কাবা ঘর তিনি দেখতে পাচ্ছিলেন না। ভয়ে তিনি জোরে জোরে চিৎকার করছিলেন, আর আশেপাশের লোকজন তাকে শান্ত করার চেষ্টা করছিল।

তার এমন অদ্ভুত আচরণ দেখে কেউ একজন (সম্ভবত কোনো ইমাম) জিজ্ঞেস করেন, তিনি এমন কোনো গোনাহ করেছেন কি না যার কারণে এই অভিশপ্ত অবস্থা তার ওপর এসেছে।

তখন মহিলাটি স্বীকার করে, তার এক আত্মীয়ের মৃত্যুর পর তিনি সেই মৃতদেহ গোসল করানোর দায়িত্ব নিয়েছিলেন। গোসলের সময় সে মৃতদেহের মুখের ভেতরে একটি তাবিজ ঢুকিয়ে দেন। এই অবস্থাতেই মৃতদেহটি দাফন করা হয়।

এরপর কিছুদিনের মধ্যে ওই মৃতব্যক্তির পরিবারের সবাই একে একে মারা যায়। ধারণা করা হয়, ওই মহিলা হয়তো কাউকে সাহায্য করার উদ্দেশ্যে, কিংবা নিজের স্বার্থে মৃত ব্যক্তির সম্পত্তির লোভে এই কাজটি করেছিলেন। তার উদ্দেশ্য সফলও হয়েছিল।

তবে আল্লাহর বিধান থেকে কেউ রেহাই পায় না। অনেকদিন পর তিনি ওমরার জন্য মক্কায় গেলেও, সে কাবা ঘর দেখতে পাননি। তার চোখের সামনে শুধু এক অদৃশ্য পর্দা, কাবা ছিলো তার দৃষ্টির বাইরে।

আপনি জানেন? ইসলামের একটি যু-দ্ধ সংঘঠিত হয়েছিল শুধুমাত্র একজন মুসলিম নারীকে বিবস্ত্র করার অপরাধে! ধর্ষণ তো বহু পরের কথা,...
09/07/2025

আপনি জানেন? ইসলামের একটি যু-দ্ধ সংঘঠিত হয়েছিল শুধুমাত্র একজন মুসলিম নারীকে বিবস্ত্র করার অপরাধে!

ধর্ষণ তো বহু পরের কথা, মাত্র একজন মুসলিম নারীকে বিবস্ত্র করার অপরাধের জেরে মদীনার ইহু-দী গোত্র বনু কাইনুকার বিরুদ্ধে রীতিমত যু-দ্ধ হয়েছিল।

কাহিনী হল, ‘আরবের এক নারী তার পণ্যসামগ্রী নিয়ে বনু কাইনুকার বাজারে এসেছিল। মহিলাটি বাজারে তার পণ্য বিক্রি করে সেখানকার এক স্বর্ণকারের দোকানের সামনে বসেছিল। মহিলার মুখ নেকাবে ঢাকা ছিল। সেখানকার কিছু ইহু-দী তাকে মুখ খোলার জন্য পীড়াপীড়ি করছিল। কিন্তু সেই মহিলা মুখ খুলতে অস্বীকৃতি জানায়। তখন ইহু-দী স্বর্ণকার সেই মহিলার পেছনের দিকের কাপড়ের প্রান্ত কিছু একটা জিনিসের সাথে গিট্টু দিয়ে রাখে। ফলে মহিলাটি যখন উঠে দাঁড়াতে যায় তখনই তার কাপড়ে টান লেগে ছিঁড়ে প্রায় বিবস্ত্র হয়ে পড়ে। এ দৃশ্য দেখে আশপাশের ইহু-দীরা অট্টহাসিতে ফেঁটে পড়ে। মহিলা লজ্জায়, আত'ঙ্কে চিৎকার জুড়ে দেয়।

এ ঘটনা সেখানের এক মুসলিম যুবক দেখতে পেয়ে সেই ইহু-দী স্বর্ণকারের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তৎক্ষণাৎ তাকে জাহান্নামে পাঠিয়ে দেয়। কিন্তু আশপাশের ইহু-দীরাও সেই মুসলিম যুবকের উপর হামলে পড়ে তাকে খুন করে ফেলে। তখন সেই মুসলিমের পরিবারের লোকজন মুসলিম সমাজের কাছে ইহু-দীদের বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করলে মুসলিম সমাজে প্রতিশোধের আগুন ছড়িয়ে পড়ে। ফলে বনু কাইনুকার যু-দ্ধ সংঘটিত হয়।’

এই হল ইসলামে একজন নারীর ইজ্জত সম্ভ্রম রক্ষার নমুনা।অথচ বর্তমানে আমাদের কত মা-বোন ধর্ষণ হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কত ছোট্ট ছোট্ট শিশুরা ধর্ষণ হচ্ছে,কিন্তু তার বিচার তারা কখনোই সঠিক ভাবে পায় না,আফসোস! আমরা আবার আমাদেরকে মুসলমান দাবী করি!

[সীরাতে ইবনে হিশাম : ৩/৩১৪, আল বিদায়া ওয়ান নিহায়া : ৫/৩১৯]
ফলো: Rezaul Korem

06/07/2025

_ তওবা-

"আস্তাগফিরুল্লা-হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম, ওয়া আতুবু ইলাহি, লা হাওলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযী'ম"-

পড়া হলে আলহামদুলিল্লাহ..

06/07/2025

রাসূল (সা:)বলেছেন, যে ব্যক্তি সুরা ‘ইখলাস ’ ১০ বার পাঠ করবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে এক মহল (ঘর) নির্মাণ করবেন।
(মুসনাদে আহমদ: ১৫৬১০)

যৌবনের কূল ঘেষে বয়ে যায় পৌঢ় জীবনের দূর সীমান্ত পথ.. হায়াত শেষ হয়।মানুষ ভুলে যায়।মিশে যায় মাটির সাথে মাটির মানুষ...যতক্ষন...
13/06/2025

যৌবনের কূল ঘেষে বয়ে যায় পৌঢ় জীবনের দূর সীমান্ত পথ..
হায়াত শেষ হয়।
মানুষ ভুলে যায়।
মিশে যায় মাটির সাথে মাটির মানুষ...
যতক্ষন স্মৃতির শক্তি এ দেহে ঠিক ততক্ষন বয়ে চলে নিভৃত মনে পরা দুরন্ত পরাহূত রথ।।
🖤🖤🖤

13/06/2025

জুম্মা মোবারাক 🥰

🤍
12/06/2025

🤍

Address

Chandpur

Telephone

+8801690201682

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইকামতে দ্বীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইকামতে দ্বীন:

Share