ইকামতে দ্বীন

ইকামতে দ্বীন আসসালামু আলাইকুম

12/08/2025

09/08/2025

"কন্যার বিয়ে যদি সুপাত্রে হয়, তবে একটি পুত্র লাভ হয়। আর যদি কুপাত্রে হয়, তবে একটি কন্যা হারিয়ে যায়।" 💔

শায়েখ আব্দুল হামিদ ফাইজি।

08/08/2025

শব্দের মারপেচে কৃপণতা
কোন এক এলাকার এক কোটিপতি অত্যন্ত কৃপন ছিল।নিজের প্রয়োজনেও খরচ করতো না। তার কৃপনতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, সে ভাত না খেয়ে খুদের যাউ খেত।একবার যে তার বিবিকে খুদের যাউ পাকানোর কথা বলে মেহমানদের সাথে আলাপ-আলোচনা করতে লাগল।যাউ পাকানো শেষ হলে বিবি ছেলেকে পাঠালেন স্বামীকে ডাকার জন্য।ছেলে গিয়ে দেখে পিতা গণ্যমান্য লোকদের সাথে কথা বলছেন। ছেলে ভাবল,যদি আব্বাকে সরাসরি খুদের ভাত খাওয়ার কথা বলি তাহলে আব্বা লজ্জিত হবেন এবং মেহমানরাও আব্বার কৃপণতা বুঝে ফেলবে। তাই সে সাজিয়ে গুছিয়ে কবিতা আকারে পিতাকে সুন্দর করে বলল আব্বা,

চালুমনি সরকারের ছেলে খুদিমনি রায়
দেরি হওয়াতে তিনি জুরাইন নগর যায়
তাড়াতাড়ি আপনার সাথে সাক্ষাৎ করতে চায়।

কবিতাটির সারমর্ম হল,চাউলের খুদ পাকানো হয়েছে এবং উহা ঠাণ্ডা হয়ে যাচ্ছে, আপনি জলদি আসুন। ছেলের কথা শুনে, পিতা বললেন,সঙ্গে কে কে আছে? অর্থাৎ খুদের যাওয়ের সাথে কি দিয়েছে?
উওরে ছেলে বললো,

সঙ্গে আছে শাকুমনি মুজুমদার, লবণি সরকার
আরো আছে অমলি কিশুর রায়।
আপনার সাথে সাক্ষাত করতে চায়।

উক্ত সারমর্ম হল,খুদের যাউয়ের সাথে শাক, লবন, আমলকি দেওয়া হয়েছে।
বর্তমান যুগেও এমন কৃপণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, যারা দান করা তো করেই না বরং নিজের প্রয়োজনেও খরচ করে না। এ ধরনের বখিলদের উপর আল্লাহর লা'নত।

06/08/2025

রিজিকে বরকত মানেই বেশি বেশি টাকা হাতে আসতে হবে এমনটা মোটেই নয় । বরং অযথা খরচের খাত কমে আসাও রিজিকে বরকতের অন্তর্ভুক্ত। আপনি বারবার রিজিকে বরকতের জন্য দোয়া করছেন, অথচ হাতে টাকা আসছে না, বা পূর্বের তুলনায় আয় বাড়ছে না, ভাবছেন হয়তো দোয়া কবুল হয়নি— এ ধারণা সঠিক নয়।

হতে পারে যে, আপনার আয় বাড়েনি ঠিক; তবে রিজিকের দোয়ার বদৌলতে আপনার বিপদাপদ ও অসুস্থতা কমিয়ে দিয়ে উকিল-ডাক্তার খাতের ব্যয়টা আল্লাহ কমিয়ে দিয়েছেন। অত‌এব, নিরাশ না হয়ে দোয়া চালিয়ে যান ।

06/08/2025

❝উম্মতের জন্য সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে জাহেল বক্তা যার মধ্যে ইলম নাই, যে অজ্ঞতা এবং বিভ্রান্তির সাথে লোকদের দাওয়াত দেয়।❞

-শাইখ ড. সালেহ আল ফাওযান (হাফিঃ)
[ই'আনাহ আল মুসতাফিদ, ১/৩৩৭]

05/08/2025
05/08/2025

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।

বরকত হলো — আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পূরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয় না।

বরকত হলো — ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।

বরকত হলো — ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।

বরকত হলো — মানুষজনের সাথে পরিচিতি ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।

বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।

(সংগৃহীত)

05/08/2025
28/07/2025

যারা মাকে কষ্ট দেয়। ゚

🥰🥰
28/07/2025

🥰🥰

Address

Chandpur

Telephone

+8801690201682

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইকামতে দ্বীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইকামতে দ্বীন:

Share