S Bangla TV

S Bangla TV সবার আগে সব খবর ‍SBANGLA TV

20/01/2024

উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার পূর্বে হেদায়াদী লাহীজা ক্বেরাত পরিবেশন করছেন সাইম বরকরই।

20/01/2024

উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার পূর্বে রুজদি লাহীজা ক্বেরাত পরিবেশন করছেন বশির আহমেদ উজানী।

20/01/2024

উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার পূর্বে নাফে মধুনী লাহীজা ক্বেরাত পরিবেশন করছেন রফিকুল ইসলাম উজানী।

20/01/2024

উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার পূর্বে মিছরি হোসাইনি লাহীজা ক্বেরাত পরিবেশন করছেন সাইম বরকরই।

20/01/2024

উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার পূর্বে বধূ লাহীজা ক্বেরাত পরিবেশন করছেন নুর মোহাম্মদ তিতাস।

20/01/2024

উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার পূর্বে দাউদি লাহীজা ক্বেরাত পরিবেশন করছেন ইব্রাহীম খলিল সুবিদপুর।

20/01/2024

উজানী মাদ্রাসার বার্ষিক মাহফিলে জুমার পূর্বে মধুনী লাহীজা ক্বেরাত পরিবেশন করছেন সাইমুন সিহাব উজানী।

15/01/2024

দুদিন ব্যাপী উজানী বার্ষিক মাহফিলে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য কাজ করছেন ছাত্ররা।

15/01/2024

উজানীর সাত লাহীজার ক্বেরাত

16/12/2023
26/08/2023

কুমিল্লার বরুড়া চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে আবদুল হান্নান নামে এক যুবককে (২৮) রশি দিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনায় মেম্বার গ্রেফতার।
উপজেলার ভাউকসার ইউনিয়নের চৌত্তাপুকুরিয়া গ্রামে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার ওই যুবক একই এলাকার আবদুল জব্বারের ছেলে। এ ঘটনায় পুলিশ আজ শনিবার বিকালে ভাউকসার ইউপির মেম্বার জহিরুল ইসলামকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করে শনিবার সন্ধ্যায় বরুড়া থানার ওসি ফিরোজ হোসেন জানান, নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে। নির্যাতীত আবদুল হান্নানকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার দেওয়া অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্যাতনের ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে। তবে নির্বাচিত একজন জনপ্রতিনিধির (ইউপি সদস্য) এমন কর্মকান্ডের বিষয়ে স্থানীয় সরকার বিভাগ থেকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা আফরিন মুস্তাফা।

Address

Uzani, Kachua
Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when S Bangla TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S Bangla TV:

Share

Category