30/03/2023
- আজ যখন ইফতার সেরে বারান্দায় আসলাম। তখন এমন-ই এক অসহায় মানুষ এসে কিছু ইফতার চাইছে😭 ঘরের ইফতার শেষ হয়ে যাওয়ায় বললাম: আসেন, ভাত খেয়ে যান।
উনিঃ নাহ্, ভাত খামু না। একটু তরকারি দিয়া দেন।
আম্মুঃ মাছ ভুনা আর শুটকি তরকারি আছে নেন..
উনিঃ নাহ্। আমি এগুলো নিমু না। একটু ভাজি থাকলে দেন।
আম্মুঃ ভাজি তো নেই😔তাহলে মুড়ি নিয়ে যান (হাতে কিছু ঝুটা ইফতার ছিলো)
উনিঃ নাহ্। এইগুলো দেন আম্মা😭
আম্মুঃ নাহ্।এগুলো ভালো না।
উনিঃ এগুলোই দেন আম্মা😭
পরে অনেক পীড়াপীড়ির পর আম্মু ওগুলো দিতে বাধ্য হয়েছেন😭
আমি দৌড়ে দাদুদের ঘরে গেলাম কিছু ব্যবস্থা করতে। কিন্তু সেখানে ও ইফতার শেষ😭 পরে মাছ তরকারি দিয়েছে। কিন্তু উনি অনেক জোরাজোরির পরও মাছ নেন নি। শুধু তরকারি নিয়েছেন😭
তখন আরেকজন কিছু ইফতার নিয়ে আসছেন।
উনিঃ এইগুলা আমারে দিয়েন না। ভাংগা, নষ্ট গুলা আমারে দেন। এগুলা আন্নে লইয়া যান😭
অতপর তিনি ছোট দাদুর ঘরের সামনে গিয়ে আস্তে আস্তে আম্মা আম্মা বলে ডাকতেছেন।
তা দেখে যখন আমি গিয়ে দাদুদের দরজায় নক করলাম।
তখন তিনি (অসহায় ব্যক্তি) আমাকে বললেনঃ আওয়াজ কইরো না। উনারা সারাদিন রোজা রাখছে😭
- আমি তখন ভাবলাম: আহ্ খেতে পাচ্ছেন না কিছু😭 অথচ কতটা নম্র 😭
যখন ঘরে আসছিলাম নামাজের জন্য,তখন এতটাই কষ্ট লাগছিলো যে, কিছুই করতে পারলাম না লোকটার জন্য 😭
অতপর যখন নামাজে দাঁড়ালাম, তখন মাথায় আসলো যে, উনাকে বলে দেই কালকে আসার জন্য 😔
তাই তাড়াতাড়ি নামাজ শেষ করে দৌড়ে গেলাম বাহিরে, কিন্তু উনাকে আর পাইনি😭 বাড়ির আসেপাশে খুঁজেও পেলাম না আর উনাকে😭
কতটা কষ্ট লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না😭
- এমন হাজারো মানুষ আছেন আমাদের আশেপাশে। যারা একটু খেতে চায়, কিন্তু পায় না😭 অথচ আমরা কত খাবার নষ্ট করি😭
- আসুন হাতে হাত রেখে উনাদের পাশে দাঁড়াই। উনাদের মুখে একটু খাবার তুলে দেই😭
আর পারছি না কিছু বলতে....😭😭