
25/07/2025
হঠাৎ করে উজান থেকে নেমে আশা বন্যার পানি। তীব্র বাতাস মেঘনার করাল স্রোত আর নদী ভাঙ্গন । জনপূর্ণ এলাকা হঠাৎ করেই নিস্তব্ধ। তলিয়ে গেছে ৪নং নীলকমল ইউনিয়ন এর মানুষের বসতভিটা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ ফাঁড়ি, বাজার সহ অনেক প্রতিষ্ঠান। ঘরবন্দী হাজারো দিনমজুর খেটে খাওয়া মানুষ। আল্লাহ যেন সবাইকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে সবাইকে রক্ষা করে।