প্রিয় শাইখ

প্রিয় শাইখ শাইখকে যারা ভালোবাসেন, তাঁরা পেজটিতে লাইক করে সাথেই থাকুন। ধন্যবাদ 🥰

27/01/2024

তোমরা বেয়াদব বেয়াদব বলে
চিৎকার করে গলা ফাটাও

আর ওইদিক দিয়ে তার পকৃত উস্তাদরা তাকে ফুলের সংবর্ধনা দেয়
তার মাথায় পাগড়ি পড়িয়ে এগিয়ে যাওয়ার পত্যাশা দেয়...

তাকে যারা সারাজীবন পড়াইলো
তারা বুঝলো উনি বেয়াদব কি না..,
,,,,অথচ তোমরা গলা ফাটাইতেছো

এতে এটাই প্রমাণ হয় আসলে দুষ উনার না দুষ তোমাদের মেজাজের

আসলে মেজাজকেও দুষ দিয়ে লাভ নাই
কারণ মেজাজে পীর যা ঢুকাইছে তাই তো বের হবে।...

হেরে যাবে তোদের সকল ষড়যন্ত্র ও হিংসা
জিতে যাবে আমাদের ভালবাসা

ভালোবাসা অবিরাম প্রিয় শাইখ আলি হাসান ওসামা হাফিঃ 🥰

প্রিয় শাইখ

21/11/2023

“ধর্মীয় শিক্ষার অভাব”
তানভীর ফরাজী
-----------------------------
ধরিয়ে দিলে ভুল শুধরে নিতে হয়,
এটাই আমরা জানি।
চুরি করেও বড়ো গলা কেনো,
বলো হে কবি শুনি।

ছোট মুখে নাকি বড়োদের উপর,
দিতে হয়না জবাব।
তবুও বলি কবি হে তোমার,
ধর্মীয় শিক্ষার অভাব।

কবি হতে পারো শুনে রাখো অগো,
একটা কথা কই।
না শুধরালে তোমায় ছুড়বোই থুথু,
যদিও ছোট্ট হই।

নিচু হওয়াটা মুমিনের গুন,
এটাই আমরা জানি।
অনুরোধ এটাই চাদরে খোদার,
করোনাকো টানাটানি।

তোমার সনে এই ক্ষুদ্র কবির,
ছোট্ট দুইটি লাইন।
সময় থাকতে শুধরে গিয়ে,
বাঁচাও তোমার সান।

হতে পারো তুমি কবি সাহিত্যিক,
লেভেল তোমার হাই।
প্রসঙ্গে দ্বীনের ছাড় নেই কারো,
আজ এটাই বলে যাই।

12/11/2023

Ariyan Tanvir এখন Binodon卝Tanvirヅ🥰

Send a message to learn more

04/11/2023

#বেকিং_নিউজ
আলহামদুলিল্লাহ দীর্ঘ আড়াই বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী।

28/09/2023

༅༎ ASSALAMU ALAIKUM ༎༅

23/09/2023

- লাইফে প্রচুর কি দরকার ?🙂
কমেন্টে বলে যান 💬

31/08/2023

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 🥰🦋

23/08/2023

দিনের শুরুতে বলুন
আলহামদুলিল্লাহ 🥰

Address

Chandpur

Telephone

+8801603182902

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় শাইখ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share