19/03/2024
অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি গেমিং ছেড়ে দিবো । এই পেজ থেকে হয়তো আর কোনো কন্টেন্ট বা লাইভ স্ট্রিমিং করা হবে না । তোমরা যারাই আমার পাশে এতোদিন ছিলে বা ছিলে না তাদের সবাইকে মন থেকে শ্রদ্ধা-ভালোবাসা । ভালো থেকো তোমরা সবাই এ প্রার্থনাই করি । বেঁচে অথবা ভাগ্যে থাকলে হয়তো আবার দেখা হবে বছর দশেক বা বছর বিশেক বা হয়তো আর দেখাই হবে না এই পেজ এর মাধ্যমে ।
বিদায় ।