Meherul Hasan Rifat

Meherul Hasan Rifat প্রিয় জেলা হাজিগঞ্জ চাঁদপুর আমি চাঁদপুরের ছেলে💙🖤
(4)

25/07/2025

প্রচুর পরিমাণ ঘূর্ণিঝড় দমকা হাওয়া

23/07/2025

"বিবেক ছাড়া জাতি, অন্ধকারেই বন্দী।"

22/07/2025

যেখানে ৫০০ মিলি রক্ত ফিরিতে পাওয়া যায় সেখানে দুই লিটার পানি ৬০০ টাকা লজ্জিত বাঙালি

21/07/2025

সবাই ভালো চায় কিন্তু কেউ পাশে থাকতে চায় না

21/07/2025

"হাজিগঞ্জের মাটিতে গর্জেছিল ১৬ গান, আজো কাঁদে সেই ইতিহাস!"

"স্বৈরাচারের গুলি থামাতে পারেনি জনতার চেতনা!"

"১৬ গানের আওয়াজ ছিল অন্যায়ের প্রমাণ, আর আমাদের প্রতিবাদ চিরন্তন!"

"হাজিগঞ্জে গুলি চলেছিল, কিন্তু মনোবল গুঁড়িয়ে যায়নি!"

"আমরা ভুলিনি—হাজিগঞ্জ আজও সাক্ষ্য দেয়, কে ছিল স্বাধীনতার শত্রু!"

"গোলার শব্দ ছিল স্বৈরাচারের ভাষা, আর জনগণের উত্তর—প্রতিবাদ ও প্রতিরোধ!"

"বুলেট দিয়ে সত্য চাপা যায় না—হাজিগঞ্জের মাটি তা প্রমাণ করেছে!"

"১৬ গান চলেছে, কিন্তু আমাদের কণ্ঠ থেমে যায়নি!"

"স্বৈরতন্ত্রের গুলি চিরস্থায়ী হয় না, গণআন্দোলনের ঢেউ থামে না!"

"যাদের হাত রক্তে রঞ্জিত, তাদের বিচার একদিন হবেই—হাজিগঞ্জ তা মনে রাখবে!

20/07/2025

খারাপ সময় ভেঙে পড়ছেন আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহতালা উত্তম পরিকল্পনাকারী তিনি ঠিক একটা ব্যবস্থা করবে

🇧🇩 হে জাতি, জাগো! মানবাধিকারের নামে এই আধিপত্য মেনে নেব না!আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ — এক স্বাধীন রাষ্ট্র, এক সংগ্রা...
20/07/2025

🇧🇩 হে জাতি, জাগো! মানবাধিকারের নামে এই আধিপত্য মেনে নেব না!

আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ — এক স্বাধীন রাষ্ট্র, এক সংগ্রামের ইতিহাস, লাখো শহীদের রক্তে গাঁথা এই পতাকা, এই মানচিত্র, এই সত্তা!
আমরা স্বাধীনতা অর্জন করেছি নিজের রক্ত দিয়ে — কারো করুণায় নয়, কারো অনুগ্রহে নয়।
তাহলে আজ কেন মানবাধিকার হাইকমিশনের নামে অন্য দেশের হস্তক্ষেপ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে?

তিন বছরের কথা বলা হচ্ছে — কিন্তু আমরা একদিনের জন্যও এই অপমান, এই জাতীয় অঙ্গনে অন্যের আধিপত্য মেনে নিতে পারি না।
এটা শুধুই একটা অফিস না — এটা আমাদের সার্বভৌমত্বে চ্যালেঞ্জ, আমাদের স্বাধীনতার গায়ে কালি, আমাদের আত্মমর্যাদার ওপরে কুঠারাঘাত।

এই "অফিস" স্থাপন মানবাধিকারের রক্ষার নামে আসলেও একটি রাজনৈতিক অস্ত্র, একটি প্ররোচনামূলক পরিকল্পনা, যার উদ্দেশ্য এই দেশের ভিতরেই বিশৃঙ্খলা সৃষ্টি করা, মানুষের মনে বিভ্রান্তি ছড়ানো, এবং জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করা।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই:
বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন, দেশপ্রেমিক এবং শান্তিকামী।
আমরা চাই না কেউ আমাদের দেশের ভিতরে বসে আমাদের শিখিয়ে দিক কিভাবে শান্তি রাখতে হয়।
এ দেশ আমাদের, এ দেশের ভাগ্য নির্ধারণ করবে এ দেশের জনগণ, বাইরের কেউ নয়।

🛑 আমরা এই অফিস চাই না।
🛑 আমরা মানবতার নামে আধিপত্য চাই না।
🛑 আমরা দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্বে হস্তক্ষেপ মেনে নেব না।

হে জাতি — জাগো, কথা বলো, সোচ্চার হও।
এখনই সময় রুখে দাঁড়াবার, এখনই সময় প্রমাণ করার — বাংলাদেশ কারো করুণা নয়, বাংলাদেশ নিজের অস্তিত্বেই গর্বিত, স্বাধীন এবং আত্মনির্ভরশীল।
🇧🇩
মেহেরুল হাসান রিফাত

18/07/2025

কিছু অনুভূতি কিছু ভালোবাসা গল্প

17/07/2025

আজ জুলাই গনঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন উপলক্ষ্যে "২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন" প্রতিযোগিতায় মালীগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন।

16/07/2025

"মানবতার পাশে থাকুন, গরিবের মুখে হাসি ফোটান।"

"সহযোগিতায় গড়ি আলোর সমাজ।"

"আপনার সাহায্যই কারো নতুন ভোর।"

"আসুন, অসহায়দের পাশে দাঁড়াই।"

"মানবতার ডাকে সাড়া দিন।"

15/07/2025

বৃক্ষরোপন কর্মসূচি ২০২৫

13/07/2025

"আলহামদুলিল্লাহ 🌿 আঁধারে স্বপ্নের আলো ফাউন্ডেশন এর উদ্যোগে ৫৭টি গাছ রোপণ সম্পন্ন হয়েছে। প্রকৃতির প্রতি ভালোবাসাই আমাদের অঙ্গীকার।🌱"

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meherul Hasan Rifat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share