Fahim Raihan

Fahim Raihan Fahim Raihan is a well-known voice artist. Film | Ovc | Presenter Since 2015 | Student Activist. I'm Fahim Raihan is A filmmaker and social influencer.

সারাদিন শিক্ষা নিয়ে বক্তব্য আর সেমিনার করে; বিদেশে আমলাদের ভ্রমণে  পাঠিয়ে শিক্ষকদের বেতন ১২০০০ টাকা! এতেই নাকি শিক্ষা বি...
13/10/2025

সারাদিন শিক্ষা নিয়ে বক্তব্য আর সেমিনার করে; বিদেশে আমলাদের ভ্রমণে পাঠিয়ে শিক্ষকদের বেতন ১২০০০ টাকা! এতেই নাকি শিক্ষা বিপ্লব আসন্ন?

গাজার উত্তরাঞ্চলের পথে মানুষের ঢল নেমেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে গাজা...
10/10/2025

গাজার উত্তরাঞ্চলের পথে মানুষের ঢল নেমেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, আজ শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে গাজায় যু'দ্ধবিরতি কার্যকর হয়েছে এবং সৈন্য প্রত্যাহার শুরু হয়েছে। এরপরই গাজার উত্তরাঞ্চল থেকে সরে যেতে বাধ্য হওয়া লোকজনকে আবার তাদের পুরোনো ঠিকানার উদ্দেশে রওনা হতে দেখা গেছে। গত কয়েক সপ্তাহের ভারী বো''মাবর্ষণে এলাকাটি এমন ধ্বং'সস্তূপে পরিণত হয়েছে যা সেখানকার মানুষ কল্পনাও করেননি। তবুও তারা নিজের এলাকায় ফিরে যেতে চাচ্ছেন।

I can't imagine. Can you?  Today's pic at Azimpur,Dhaka is taken by Motiul Sir.
10/10/2025

I can't imagine. Can you? Today's pic at Azimpur,Dhaka is taken by Motiul Sir.

জীবন নিয়ে অনেক অভিযোগ? তাহলে শহীদ জসিমের পরিবারের অবস্থাটা বলি। উনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একদম শেষ প্রান্তে, একটা দ্...
10/10/2025

জীবন নিয়ে অনেক অভিযোগ? তাহলে শহীদ জসিমের পরিবারের অবস্থাটা বলি। উনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার একদম শেষ প্রান্তে, একটা দ্বীপ গ্রামে, চারদিক নদী দিয়ে ঘেরা। যাতায়াতের একমাত্র উপায় নৌকা। নৌকা থেকে নেমে আবার আধা ঘণ্টা হাঁটতে হয় উনাদের বাড়ি পৌঁছাতে।

আমার পাশে জসিম ভাইয়ের বাবা, লেংড়ে লেংড়ে হাঁটেন, কানে শুনেন না।শহীদ জসিমের বয়স ছিল মাত্র ৩০। রেখে গেছেন একজন স্ত্রী, ৪ মেয়ে ও ১ ছেলে। সবগুলো মেয়েই ছোট ছোট। ছেলেটার বয়স ১২ বা ১৩, চট্টগ্রামে ভেলপুরি বিক্রি করে সে।

জসিম ঢাকায় ঝালমুড়ি বিক্রি করতেন। ১৯ জুলাই শহীদ হন। আমি জিজ্ঞেস করছিলাম, কীভাবে গুলি লেগেছিল? উনার স্ত্রী বাচ্চাগুলোর দিকে তাকিয়ে ইশারা দিলে, তারা সরে গেলে বললেনঃ “কোমর দিয়ে গুলি ঢুকে মূত্রথলে সহ নাভীর নিচ দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে যায়।” পরে বুঝলাম, এই ভয়ংকর কথাটা বলার আগে তিনি বাচ্চাগুলোকে সরিয়ে দিয়েছেন, তারা তো ছোট।

পরিবারটা টিনের ভাঙা ঘরে কাটাচ্ছে জীবন। অসুস্থ শ্বশুর, অবুঝ স্ত্রী, ৪টা ছোট মেয়ে। তারা দুনিয়া থেকে এতটা বিচ্ছিন্ন যে আমাদের শুদ্ধ ভাষাও ঠিকমতো বুঝছিলেন না। কাগজপত্র সম্পর্কে কোন ধারণাই নাই।

কিছু মানুষ সহায়তা করেছিল, তাই জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে সামান্য সাহায্য পেয়েছেন। যা দিয়ে এতদিন চলতে পারার কথা না। যেখানে অন্যান্য শহীদ পরিবার সরকার থেকে এখন পর্যন্ত ১০ লাখ টাকা পেয়েছে, সেখানে কাগজপত্রের দুর্বলতার কারণে এখনো এক টাকাও পায় নাই তারা।

ঘরের ভেতর লাইটটা ভোল্টেজ কমে মিটিমিটি করে জ্বলছিল। ঘরে আসবাব বলতে কিছুই নেই। এতগুলো বাচ্চা নিয়ে একটাই টিনের ঘরে গাদাগাদি করে থাকা। জীবন নিয়ে অভিযোগ নাই।

আগ্রাসন বিরোধী আটস্তম্ভ!
09/10/2025

আগ্রাসন বিরোধী আটস্তম্ভ!

কেউ কি নেই বোনটির পাশে দাড়াবেন?খুলনা মেডিকেলের ৩য় তলাতে পড়ে আছে😭যা পারেন সহযোগিতা করেন, না পারলে অন্তত শেয়ার করেন তবুও এ...
08/10/2025

কেউ কি নেই বোনটির পাশে দাড়াবেন?
খুলনা মেডিকেলের ৩য় তলাতে পড়ে আছে😭
যা পারেন সহযোগিতা করেন, না পারলে অন্তত শেয়ার করেন তবুও এড়িয়ে যাবেন না প্লীজ🙏

বহুল প্রতিক্ষিত শাপলাই পাচ্ছে এনসিপি।
06/10/2025

বহুল প্রতিক্ষিত শাপলাই পাচ্ছে এনসিপি।

05/10/2025
১২ বছর বিদেশ করে ভাগে পেল ভাংগা টিনের ঘর, কোটি টাকার হিসাব নেই। তবে সব পরিবার এক নয়।
04/10/2025

১২ বছর বিদেশ করে ভাগে পেল ভাংগা টিনের ঘর, কোটি টাকার হিসাব নেই। তবে সব পরিবার এক নয়।

02/10/2025
খাবার খেতে গেলেই গা'জার অসহায় মানুষের কথা মনে পড়ে। শুনেছি ফ্লোটিলা জাহাজ খাবার নিয়ে সেদিকে যাচ্ছে। ইয়া আল্লাহ গা'জা বাসি...
02/10/2025

খাবার খেতে গেলেই গা'জার অসহায় মানুষের কথা মনে পড়ে। শুনেছি ফ্লোটিলা জাহাজ খাবার নিয়ে সেদিকে যাচ্ছে। ইয়া আল্লাহ গা'জা বাসিকে নিরাপদ ও খাদ্য স্বয়ংসম্পুর্ন রেখো আমিন।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Raihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share