Fahim Raihan

Fahim Raihan Fahim Raihan is a well-known voice artist. Film | Ovc | Presenter Since 2015 | Student Activist. I'm Fahim Raihan is A filmmaker and social influencer.

সারা জীবন দেখে এসেছি, রাজনৈতিক নেতারা আসার কথা থাকলে স্কুলের পোলাপানকে জোর করে ধরে এনে রাস্তার দুই পাশে দাড় করিয়ে রাখা হ...
02/07/2025

সারা জীবন দেখে এসেছি, রাজনৈতিক নেতারা আসার কথা থাকলে স্কুলের পোলাপানকে জোর করে ধরে এনে রাস্তার দুই পাশে দাড় করিয়ে রাখা হয়।

ঠাডা পড়া রোদে দাড়াইয়া দাড়াইয়া পোলাপান মুখে স্লোগান দেয়, আর মনে মনে গালিগালাজ করে।

এই প্রথম দেখলাম, কোন জোর জবরদস্তি ছাড়াই স্কুলের বাচ্চা বাচ্চা মেয়েরা এসে একজন রাজনীতির মানুষ, তাসনিম জারার সাথে ছবি তুলতেছে। অটোগ্রাফ নিতেছে।

তাসনীম জারা রাজনীতিতে আসার কথা শুনে ছাপড়ি দল মুক বাঁকা করে বলেছিল, বাংলাদেশের রাজনীতি করা অত সহজ না।

জারারা দেখাচ্ছেন, বাংলাদেশের রাজনীতি করা অতই সহজ।

পেশী শক্তি লাগে না, জোর করা লাগে না, গুন্ডা দিয়ে রোদের মধ্যে দাঁড় করানোও লাগে না।

মানুষের জন্য কাজ করলে, হোক অনলাইন বা অফলাইন, মানুষ ভালোবাসতে সময় নেয় না।

রাজনৈতিক নতুন বন্দোবস্ত সত্যি হচ্ছে!!

02/07/2025
শেকল ভাঙার শুরু...
02/07/2025

শেকল ভাঙার শুরু...

জুলাই এর শহীদ সাংবাদিক আবু তহিরতুরাব। সত্যবাদী সাংবাদিক ছিলেন।  চোখের সামনে সিলেট কোর্ট পয়েন্টে সিলেটের সাবেক পুলিশ কমিশ...
02/07/2025

জুলাই এর শহীদ সাংবাদিক আবু তহিরতুরাব।
সত্যবাদী সাংবাদিক ছিলেন। চোখের সামনে সিলেট কোর্ট পয়েন্টে সিলেটের সাবেক পুলিশ কমিশনার আজবাহার আলী হাতের ইশারায় অন্য পুলিশ সদস্যকে দিয়ে গু লি করায়। শুনেছি ৫ ই আগস্ট পরবর্তী নাকি তার প্রমোশনও হয়েছে গ্রেপ্তার হয়েছিলো একবার পরদিনই নাকি ছেড়ে দিয়েছে। কেউ জেনে থাকলে জানাবেন তিনি কোথায় আছে ন এখন। কারাগারে নাকি বহাল তবিয়তে।

প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ কঠিন শাস্তি যাতে তাদের হয়। আপনাদের একটি ভোটেই সিদ্ধান্ত হব...
02/07/2025

প্রতিবাদ করার ভাষা হারিয়ে ফেলেছি। বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ কঠিন শাস্তি যাতে তাদের হয়।

আপনাদের একটি ভোটেই সিদ্ধান্ত হবে আমরা কি স্বাধীন বাংলাদেশে থাকবো নাকি জায়েলিয়াতির যুগে প্রবেশ করবো।

01/07/2025

কয়েক যুগ পর একবারই এরকম সময় আসে। তারা নিজে থেমে গিয়েও আপনাদের ভোট দেবার ব্যাবস্থা করে দিয়েছে৷ আপনারা কাকে বসাবেন সিদ্ধান্ত আপনাদের। ভোট কি একবারই দেবেন আরও দিতে চান তাও আপনার ভোটের মাধ্যমেই সিদ্ধান্ত হবে৷ দেশের ভালো থাকা না থাকা।

তাদের আত্মত্যাগ কে এই জুলাই এ স্বরন করি।

জুলাইয়ের শেষ দিকে ঘোষণা দিয়ে প্রথম রেমিট্যান্স পাঠানো বন্ধ করেছিল এই ব্যক্তি। হাসিতামাশা ছাড়া জুলাইয়ের পরে তাঁকে নিয়ে সি...
01/07/2025

জুলাইয়ের শেষ দিকে ঘোষণা দিয়ে প্রথম রেমিট্যান্স পাঠানো বন্ধ করেছিল এই ব্যক্তি। হাসিতামাশা ছাড়া জুলাইয়ের পরে তাঁকে নিয়ে সিরিয়াস কোনো আলাপ হয় নাই। তাঁর ভাষা ক্লাস স্ট্রাগল আর সাবঅল্টার্ণ পর্যন্ত পৌঁছাতে পারে নাই। পয়লা জুলাই তাঁকে স্মরণ করলাম

শহীদ আবু সাঈদের মা হাত বুলিয়ে দিচ্ছেন নাহিদ ইসলামের মাথায়। দোয়া করে দিচ্ছেন, সাহস দিচ্ছেন সামনে এগোবার।মা'য়ের এই দোয়া নি...
01/07/2025

শহীদ আবু সাঈদের মা হাত বুলিয়ে দিচ্ছেন নাহিদ ইসলামের মাথায়।

দোয়া করে দিচ্ছেন, সাহস দিচ্ছেন সামনে এগোবার।

মা'য়ের এই দোয়া নিয়েই আজকে শুরু হলো এনসিপির সারাদেশব্যাপী জুলাই পদযাত্রার।

❝জীবন বিলিয়ে দিব, তবু আটা বিক্রি করবো না। কেননা আমার সন্তানেরা ক্ষুধার্ত।❞বহু কষ্টে পাওয়া এক বস্তা আটা বিক্রির প্রস্তাব ...
30/06/2025

❝জীবন বিলিয়ে দিব, তবু আটা বিক্রি করবো না। কেননা আমার সন্তানেরা ক্ষুধার্ত।❞

বহু কষ্টে পাওয়া এক বস্তা আটা বিক্রির প্রস্তাব দিলে গা**জার এক বাবা এই উত্তরই প্রদান করেন।

ঐতিহাসিক জুলাই...যখন ভেঙে পড়ছিলো ভারতীয় আধিপত্য।
30/06/2025

ঐতিহাসিক জুলাই...
যখন ভেঙে পড়ছিলো ভারতীয় আধিপত্য।

🗣️
30/06/2025

🗣️

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Raihan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share