
17/05/2023
আসসালামুয়ালাইকুম 🧕
🎖️যারা #ফ্রিলান্সিং করতে চান, কিন্তু পরে পিছিয়ে যান তাদের তিনটা #সমস্যা খুবই লক্ষনীয় -
১.পরিবার চায়না।।
২.আমার তো টাকা নেই।।
৩.আমি কি পারব??
🤐তো তাদের জন্য বলছি-
🎖️১. #পরিবার_চায়না:পরিবার চায়না ঠিক আছে কিন্তু পরিবার কে মানিয়ে নিতে হবে।
আচ্ছা আপনি যে মোবাইল ফোন চালান সেই মোবাইল ফোন প্রথম যখন পরিবারের কাছ থেকে চান তখন তাদের reaction কেমন ছিল❓
👉আপনি যে রিলেশন করেন সেটা কি আপনার পরিবার চায়❓
আপনি যখন কিছু করবেন তখনই তো আপনার পরিবার আপনাকে Support করবে..তো ঐ যে Support টা ওইটা পাওয়ার জন্যই তো আপনাকে কিছু একটা করতে হবে😊
🎖️২. #আমার_তো_টাকা_নেইঃ ভাই টাকা তো আমার ও ছিল না আমি তো জোগাড় করছি..আপনাকেও করতে হবে . এখন পরিবার ও support করছে।
আপনি #বন্ধুদের সাথে #পার্টি করার জন্য বা কোনো #ট্যুরে যাওয়ার জন্য টাকা যোগাড় করতে পারেন ।
কিন্তু আপনার নিজের ক্যারিয়ার গড়ার জন্য কষ্ট করতে চান না ।
#সময় টাকে কাজে লাগান।🌹
🎖️৩. #আমি_কি_পারব? এই কথাটা কখনো মাথায় আনবেন না যে আমি কি পারব? সব সময় ভাববেন অন্য কেউ যদি পারে তাহলে আমি কেন পারব না??তার থেকে তো আমার কিছুতে কমতি নেই...
👉শুধু এতটুকু ভাববেন এই ফ্রিলান্সিং সেক্টরে যদি একজন ব্যক্তি সফল হয় তাহলে সেই একজন ব্যক্তিই হবেন আপনি..যদি নিজের প্রতি একটু বিশ্বাস রাখেন তাহলে আপনাকে সফলতার দ্বারে যাওয়া লাগবে না... #সফলতা আপনার কাছে এসে ধরা দিবে🥰🥰
তাই যারা এখন ও সিধান্ত নিতে পারছেন না তাদের বলি সময় আছে সময়টাকে কাজে লাগান.....
📩ফ্রিল্যান্সিং শিখার জন্য কোনো হেল্প বা গাইডলাইন দরকার হলে ইনবক্সে মেসেজ দিন🥰🥀
ধন্যবাদ 💝