গাউছিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ// Gausia Committee Bangladesh Hajigonj

  • Home
  • Bangladesh
  • Chandpur
  • গাউছিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ// Gausia Committee Bangladesh Hajigonj

গাউছিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ// Gausia Committee Bangladesh Hajigonj মানবতার কল্যাণে কাজ করাই আমাদের উদ্দেশ্য।
গাউছিয়া কমিটি বাংলাদেশ।

আসসালামু আলাইকুম। আগামী ১৬/০৯/২৩ ইং রোজ শনিবার বাদ মাগরিব, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন মসজিদে দাওয়াতে খায়র ...
16/09/2023

আসসালামু আলাইকুম।

আগামী ১৬/০৯/২৩ ইং রোজ শনিবার বাদ মাগরিব, হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ সংলগ্ন মসজিদে দাওয়াতে খায়র মজলিস অনুষ্ঠিত হবে।

সভাপতিত্ব করবেন-
মোহাম্মদ শাহ জাহান তালুকদার
সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, হাজীগঞ্জ পৌর শাখা।

উপস্থিত থাকবেন
আলহাজ্ব অধ্যাপক শাহ জামাল তালুকদার
সভাপতি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চাঁদপুর জেলা।

জনাব মোহাম্মদ আবু ছাঈদ
অধ্যক্ষ, হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাইস্কুল এন্ড কলেজ।

মুয়াল্লিম হিসেবে উপস্থিত থাকবেন:
মুফতি আ.ন.ম সাইফুল্লাহ কাদেরী
দাওয়াতে খায়র সম্পাদক
গাউসিয়া কমিটি বাংলাদেশ
চাঁদপুর জেলা শাখা।

এতে হাজীগঞ্জ পৌর কমিটির সকল সদস্যবৃন্দ ও সকল ঈমানী ভাইদের প্রতি দাওয়াত রইলো।

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ আগুন নেভাতে  ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে  গাউসিয়া কমিটি বাংলাদেশ , ঢাকা-মো...
14/09/2023

ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেটের ভয়াবহ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে গাউসিয়া কমিটি বাংলাদেশ , ঢাকা-মোহাম্মদপুর শাখার স্বেচ্ছাসেবকরা।

বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ, গাউছিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখার উদ্যোগে আগামীকাল ২ সেপ্টেম্বর ২০২৩ ই...
02/09/2023

বিসমিল্লাহির রহমানির রহিম

আলহামদুলিল্লাহ, গাউছিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ পৌর শাখার উদ্যোগে আগামীকাল ২ সেপ্টেম্বর ২০২৩ ইং শনিবার আলীগঞ্জ মজুমদার বাড়ী জামে মসজিদে "দাওয়াতে খায়র" মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন,
চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া মহিলা ফাযিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক,
মুফতি আ.ন.ম সাইফুল্লাহ আল কাদেরী
দাওয়াতে খায়র সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ চাঁদপুর জেলা শাখা।

আয়োজনে থাকছে,
১. দরসে কোরআন
২. দরসে হাদিস
৩. মাসয়ালা মাসায়েল শিক্ষা
৪. প্রশ্নোত্তর পর্ব

এতে আপনাদের সকলের প্রতি দাওয়াত রইলো।

20/06/2023

ক্বুতুবে আলম গাউসে দাওরাঁ
আব্দুর রহমান চৌরভী,
উনকা সদকা হাত উঠাতা
হো দোআকে ওয়াস্তে।

শোক সংবাদ আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ রহঃ জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লী এবং হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা'য...
19/06/2023

শোক সংবাদ
আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ রহঃ জামে মসজিদের সম্মানিত মোতাওয়াল্লী এবং হাজীগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা'য়াত এর সভাপতি জনাব খায়রুল আলম স্যার ঢাকা মিরপুর ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"।

08/06/2023

#গাউছিয়া_কমিটি_মানবিক_টিম
অজ্ঞাত লাশ, সদরঘাট নৌ থানার ইনচার্জ ওসি একরাম উল্লাহ সমুদ্রে ভেসে আসা একটি লাশের সন্ধান পেলে সাথে সাথে গাউসিয়া কমিটি বাংলাদেশ মানবিক কেন্দ্রে জানায়।সে স্থানে অজ্ঞাত লাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে নিয়ে পৌঁছে দেয় গাউসিয়া কমিটি বাংলাদেশ কোতোয়ালি থানা পূর্ব করোনা কাফন দাফন টিমের স্বেচ্ছাসেবক মোঃ ওমর ফারুক সিদ্দিকী
০৬/০৬/২০২৩

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when গাউছিয়া কমিটি বাংলাদেশ হাজীগঞ্জ// Gausia Committee Bangladesh Hajigonj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share