ক্ষুদ্র প্রচেষ্টা

ক্ষুদ্র প্রচেষ্টা ‘‘দিন শেষে আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনিই সেরা মহান প্রভুর কাছে’’
Entrepreneurs | Business | Islamic Video Creator

“ একাকী চলতে পছন্দ করি, চিন্তাশীল প্রকৃতির, সহযোগী, কষ্টসহিষ্ণু, গুনাহগার, মহান রব যদি আমায় ক্ষমা করে দেয় তাহলেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ”

22/08/2025

লালমনিরহাট থেকে শ্রদ্ধেয় হারমন হীরা ভাইয়ের ৫ পিস রূপালী ইলিশের অর্ডার সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ

আপনারাও অর্ডার করতে পারেন :
☎️ 01403-715 920 — চাঁদপুরের ইলিশ.কম

08/08/2025

"আজ পবিত্র জুমাবার"
• বেশি বেশি দরূদ পাঠ
• ইস্তেগফার পাঠ
• গোসল, সুন্দর পোশাক, সুগন্ধি ব্যবহার করা।
• আগে আগে মসজিদে যাওয়া।
• সূরা কাহাফ তিলাওয়াত করা।
• দোয়া করা।
• মিসওয়াক করা।
• জিকির করা।
• দান করা।

প্রচারে— ক্ষুদ্র প্রচেষ্টা

08/08/2025

কথায় কথায় যেসকল নারীরা অভিশাপ দেয়, এই বদ অভ্যাস তাদের জাহান্নামে যাওয়ার কারণ।

07/08/2025

“সাহাবীরা (রা.) আতর লাগায় ঐ নবীজির (সা.) ঘাম”
❤️❤️

ইলিশের মৌসুমে যারা চাঁদপুরের তরতাজা রূপালী ইলিশ অর্ডার করতে চান তারা যোগাযোগ করতে পারেন এই পেইজে—👉 চাঁদপুরের ইলিশ.কম - 0...
04/08/2025

ইলিশের মৌসুমে যারা চাঁদপুরের তরতাজা রূপালী ইলিশ অর্ডার করতে চান তারা যোগাযোগ করতে পারেন এই পেইজে—
👉 চাঁদপুরের ইলিশ.কম - 01403-715 920

04/08/2025

ফিরে দেখা - নফসকে নিয়ন্ত্রণ করবেন যেভাবে -

22/07/2025

একটা অসুস্থ জাতি, যেখানে লাশ মানেই রাজনীতি আর কনটেন্ট!

আল্লাহ!  আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই, কোনো হেফাজতকারীও নেই 😢
22/07/2025

আল্লাহ! আপনি ছাড়া কোনো হক ইলাহ নেই, কোনো হেফাজতকারীও নেই 😢

22/07/2025

জিনার কারণে দারিদ্র্য ও মৃত্যু ত্বরান্বিত হয়।

(মুস্তাদরাক হাকিম)

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%।  ঘন্টা খান...
22/07/2025

আশরাফুল ইসলাম নীরবের দুটো বাচ্চা। একটা ছেলে একটা মেয়ে। দুটোই মাইলষ্টোনে পড়ত। নাফি ৯৫% পুড়ে গেছে, নাজিয়ার ৯০%। ঘন্টা খানেক আগে নাজিয়া বেহেশতে চলে গেছে। (মারা গেছে লিখতে ইচ্ছা হচ্ছে না, অতটুকুন বাচ্চা আর যাবে কোথায়!) ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

নাফি এখনো তার বাবা মার সাথেই আছে ৯৫% পোড়া নিয়ে। জানি না আল্লাহ তায়ালা ওকে ওর বোনের কাছে পাঠাবে না বাবা মা র কাছে রাখবে।

আর নাফি নাজিয়ার বাবা মা! তারা কোথায় যাবে! এতো বেচে মরে যাওয়া। নিজের সন্তানদের কথা ভেবে নাফি নাজিয়ার বাবা মার অবস্থা ভাবুন!

আমার ভাবতে ইচ্ছা হচ্ছে না, জীবন যে কোথায় কখন মোর নিবে কেউ বলতে পারে না। 🙂

আপনি শিক্ষক জাতির অহং'কার! প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও ...
21/07/2025

আপনি শিক্ষক জাতির অহং'কার!
প্রমাণ করলেন শিক্ষকরা শুধু পাঠদানই করেন না, শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবনকে উৎ'সর্গও করতে পারেন!

Address

Truck Road, Bot Tola
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষুদ্র প্রচেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্ষুদ্র প্রচেষ্টা:

Share

Category