ক্ষুদ্র প্রচেষ্টা

ক্ষুদ্র প্রচেষ্টা ‘‘দিন শেষে আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনিই সেরা মহান প্রভুর কাছে’’
Entrepreneurs | Business | Islamic Video Creator

“ একাকী চলতে পছন্দ করি, চিন্তাশীল প্রকৃতির, সহযোগী, কষ্টসহিষ্ণু, গুনাহগার, মহান রব যদি আমায় ক্ষমা করে দেয় তাহলেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ”

23/12/2024

কবর থেকে যদি চিঠি লিখে পাঠানো যেতো, তাহলে অনেক বাবা তার মেয়েকে চিঠি লিখে বলতো “মা তুমি পর্দা করো, তোমার জন্য কবরে আমি ভালো নেই”

কি নির্মম পরিণতি! একজন অটো রিকশা ড্রাইভারকে দিন দুপুরে মে*রে ফেলা হলো সামান্য হোন্ডা তে লাগায়। হোন্ডার মালিকের কিল, ঘুস...
21/12/2024

কি নির্মম পরিণতি! একজন অটো রিকশা ড্রাইভারকে দিন দুপুরে মে*রে ফেলা হলো সামান্য হোন্ডা তে লাগায়। হোন্ডার মালিকের কিল, ঘুসি, লাথি মেরে চলে যাবার কিছুক্ষণ পর অটো রিক্সাচালক আজাদ মৃ*ত্যুবরণ করেন। 😥

ঘটনাটি ঘটে কুমিল্লা টমসম ব্রিজ এলাকায়।
নিহত অটোরিকশা চালকের বাড়ি দৌলতপুর পশ্চিম পাড়া, লাইলির বাড়ির মরহুম সাদেক মিয়ার বড় ছেলে মোঃ আজাদ মিয়া।

21/12/2024

যখন আপনি আল্লাহ কে
বিশ্বাস করতে শিখবেন! তখন শক্ত আঘাতেও অন্তরে শীতলতা অনুভব করবেন 💕

18/12/2024

💥 No advance, No risk; জি সম্মানিত গ্রাহকগণ! আমরা অগ্রীম টাকা ছাড়াই মাছ পাঠাই বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে।

✅ No advance, No risk 💥💥

✅ ঢাকা সিটিতে হোম ডেলিভারি সার্ভিস সেই সাথে অন্যান্য থানা ও জেলা পর্যায়েও।

✅ এসময় পাওয়া যাচ্ছে সুস্বাদু রূপালী ইলিশ, নদীর আইড়, বোয়াল, চিতল, পাঙ্গাশ, বাঘাইড় মাছ, গলদা চিংড়ি, রূপচাঁদা, শিং, কৈ, শোল, সবজি চিংড়িসহ নানা রকম মাছ।

✅ সস্তা অফার পেয়ে আগেই কোনো টাকা দিবেন না।

✅ আমাদের পেইজটি বেশি বেশি শেয়ার করুন। পেইজে লাইক ও ফলো দিয়ে যুক্ত থাকুন যাতে করে সকল আপডেট পেতে পারেন।

✅ সন্দেহ থাকলে ভিডিও কলে কথা বলে সত্যতা যাচাই করুন।

অর্ডার করতে যোগাযোগ করুন :
📞 01403-715920 WhatsApp /imo / Call

page : চাঁদপুরের ইলিশ.কম ( Like / Follow)

fans
#ইলিশ

কি সৌভাগ্য মাশাআল্লাহ! মৃত্যুর পর এমন হাসি কয়জনে হাসে? নিশ্চয়ই সৌভাগ্যবানরাই😊 শায়েখ খালেদ নাবহান। গ|জ|য় শহীদ করা হয়েছে। ...
17/12/2024

কি সৌভাগ্য মাশাআল্লাহ! মৃত্যুর পর এমন হাসি কয়জনে হাসে? নিশ্চয়ই সৌভাগ্যবানরাই😊
শায়েখ খালেদ নাবহান। গ|জ|য় শহীদ করা হয়েছে। আল্লাহ তায়ালা জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, আমিন।

17/12/2024
বাবা থাকতে আপনি কখনোই রিয়েলাইজ করতে পারবেন না যে "আপনার জীবনে বাবার গুরুত্ব কতোটা" একবার যদি বাবা নামক পৃথিবীর শ্রেষ্ঠ আ...
14/12/2024

বাবা থাকতে আপনি কখনোই রিয়েলাইজ করতে পারবেন না যে "আপনার জীবনে বাবার গুরুত্ব কতোটা"
একবার যদি বাবা নামক পৃথিবীর শ্রেষ্ঠ আশ্রয় টা হারিয়ে ফেলেন! বিশ্বাস করেন, আপনার বেশিরভাগ রাত কাটবে মুনাজাতে। কেনো জানেন? একটা বার আপনার বাবাকে দেখার জন্য, বাবার কন্ঠ টা একটু শুনার জন্য...
একজন বাবার কাছে তার সন্তান রা ঠিক কি! সেটা বুঝার জন্য আপনাকে বাবা হতে হবে। আর বাবা-মেয়ের সম্পর্ক বুঝতে আপনার থাকতে হবে একটা ফুটফুটে কন্যা সন্তান 🖤
প্রতিটা পুরুষকে আল্লাহ যেনো অন্তত একজন কন্যা সন্তানের বাবা হওয়ার তৌফিক দান করেন, আমিন 🤲
পৃথিবীর সকল বাবারা ভালো থাকুক 🤲

13/12/2024

ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে,
পিছনে আর ফিরে না তাকানোটাই হলো শ্রেষ্ঠ প্রতিশোধ!

11/12/2024

সর্বোচ্চ ৩মিনিট অক্সিজেন না পেলে লা*শ হয়ে যাওয়া এই গ্রহের মানুষগুলোর অহংকারের শেষ নেই!

10/12/2024

আপনাদের আস্থা ও ভরসার প্রতিষ্ঠান
চাঁদপুরের ইলিশ.কম 01403 715 920

09/12/2024

🔴 পুরুষের জীবনে এমন একটা সময় আসে, তখন আর শরীরের শক্তি থাকেনা, পকেটের জোর থাকে না, এতোদিন যাদেরকে খাইয়েছিলো , যাদের কথায় নেচেছিলো তারা কেও পাশে থাকে না। পাশে থাকে একমাত্র ঐ অবলা নারী তার স্ত্রী। যাকে সে দিনের পর দিন অবহেলা করেছিলো, মানুষের কথায় তার উপর মানসিক, শারীরিক নির্যাতন করেছিলো।

🔴 পুরুষকে জন্ম দেন একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টায় পাশে থেকে সুন্দর একটা মৃত্যু উপহার দেয় একজন নারী।

🔴 একজন পুরুষের শারীরিক শক্তি ও পকেটের জোর যতদিন থাকবে ততোদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে না। যখন এসবে ভাটা নেমে আসে তখন তার হুশ ফিরে কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছুই করার থাকে না।

🔴 আপনার ভালোবাসার এখন আর তেমন মূল্য থাকে না কারণ আপনার স্ত্রীর কাছে এসবের আর দরকার পড়ে না। সে অভ্যস্ত হয়ে পড়ে অন্যভাবে, হেলায় অবহেলায়, ভালোবাসায়, যত্নে কোনোকিছুতে সে খুশি অখুশি হতে পারে না।

🔴 সংসার এক মায়ার বাঁধন, এখানে ভালো লাগলেও আকঁড়ে ধরে থাকতে হয়, না লাগলেও থাকতে হয়।কত-শত সংসার টিকে থাকে শুধুমাত্র সন্তানের মুখের দিকে চেয়ে। সেই সন্তানও এক সময় পর হয়ে যায়।

🔴 শেষ বয়সে এসে পাওয়া না পাওয়ার হিসেব মিলাতে গিয়েও হিসেব মিলেনা। সেই অবহেলিত, অযাচিত নারীই আপনার শেষ বয়সে আপনাকে বাহুড়োরে বেঁধে রাখে বিপদে-আপদে, সুখে দুঃখে।

👉🏻👉🏻👉🏻 আজ থেকেই সতর্ক হোন, নিজের সহধর্মিণীকে মূল্য দিন, শেষ বয়সে অন্ততঃ লজ্জিত হতে হবে না তার কাছে।

09/12/2024

💕 আরবী ১২ মাসের নাম জানি তো আমরা??
💕 আসুন, এবার অর্থ গুলো জেনে নেই -

07/12/2024

মেধাবী হলে গর্ব করার কিছুই নেই!
শ*য়তানও মেধাবী ছিলো!
মনুষ্যত্ব ও সততা না থাকলে সে মেধা ঘৃ-ণিত!

সেই ব্যক্তি বেশি জ্ঞানী যে ব্যক্তি দুনিয়াকে ত্যাগ করলো, দুনিয়া তাকে ত্যাগ করার পূর্বে।এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য...
05/12/2024

সেই ব্যক্তি বেশি জ্ঞানী যে ব্যক্তি দুনিয়াকে ত্যাগ করলো, দুনিয়া তাকে ত্যাগ করার পূর্বে।

এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে, তার সাথে মুখোমুখি হওয়ার পূর্বে।

আর কবরে যাওয়ার পূর্বেই তার কবরের জীবনকে ভালো করার চেষ্টা করে।

এবং যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা ও কাজ পরিত্যাগ করে, আল্লাহ তার অন্তর খুলে দেন,
তার বুক প্রশস্ত করে দেন।

আর যে ব্যক্তি বেশি বেশি চিন্তা-ভাবনা করে, তার কথা বলা কমে যায়।

অতিরিক্ত দোষারোপে জীবন সঠিক পথে চলতে পারে না,
কারো অতিরিক্ত সমালোচনায় মন খারাপ করে থেকো না।

05/12/2024

🌸 কুরআনের যে সূরা আপনাকে যে বিপদ থেকে রক্ষা করবে- যেনে নিন...

ক্ষুদ্র প্রচেষ্টা

04/12/2024

কি সুন্দর ছিল কথাগুলো 🥹🥹🥹

Address

Truck Road, Bot Tola
Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষুদ্র প্রচেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্ষুদ্র প্রচেষ্টা:

Videos

Share

Category