ক্ষুদ্র প্রচেষ্টা

ক্ষুদ্র প্রচেষ্টা ‘‘দিন শেষে আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনিই সেরা মহান প্রভুর কাছে’’
Entrepreneurs | Business | Islamic Video Creator

“ একাকী চলতে পছন্দ করি, চিন্তাশীল প্রকৃতির, সহযোগী, কষ্টসহিষ্ণু, গুনাহগার, মহান রব যদি আমায় ক্ষমা করে দেয় তাহলেই আমার সবচেয়ে বড় প্রাপ্তি ”

বিচার হয়েছে?
13/07/2025

বিচার হয়েছে?

গত বছরের জু*লাই আর এই বছরের জু*লাই! ত*ফাত তো কিছুই রইলো না 💔
11/07/2025

গত বছরের জু*লাই আর এই বছরের জু*লাই! ত*ফাত তো কিছুই রইলো না 💔

11/07/2025

এ তো জাহিলিয়াতের যুগ কেও হার মানিয়ে যাচ্ছে 😭
আল্লাহ তুমি সাহায্য করো আমাদের, হেদায়েত দান করো, মানুষের মাঝে মনুষ্যত্ব ফিরিয়ে দাও, প্লিজ! 😭🤲

02/07/2025

চাঁদপুরের ইলিশ.কম
Trusted - 01403-715 920

আমার আপনার শেষ সম্বল 🖤
01/07/2025

আমার আপনার শেষ সম্বল 🖤

26/06/2025

নতুন হিজরি বর্ষে আমাদের জীবনে আসুক-
শান্তি, সমৃদ্ধি ও মুক্তির বার্তা

এই লা-শটা মাওলানা কাউসারের। লক্ষ্মীপুরের এক গ্রামের মসজিদের ইমাম ছিলেন তিনি। বয়স্ক এই মানুষটি সাধারণ ইমামদের থেকে একটু আ...
06/06/2025

এই লা-শটা মাওলানা কাউসারের। লক্ষ্মীপুরের এক গ্রামের মসজিদের ইমাম ছিলেন তিনি। বয়স্ক এই মানুষটি সাধারণ ইমামদের থেকে একটু আলাদা। দেশ ও সমাজের প্রতি তার দরদ একটু বেশিই ছিল।

সেই দায় ও দরদ থেকেই কথা বলতেন মাদকের বিরুদ্ধে। আর সব ইমামরা যেখানে মসজিদে বসে বক্তব্য দিয়েই শেষ করেন, সেখানে মাওলানা কাউসার সমাজে মাদক ব্যাবসায়ীদের জন্য বাধা হয়ে দাঁড়ান। স্পষ্ট বলে দেন, এলাকায় কোনো মাদক বেচা-কেনা চলবে না।

এটিই কাল হয়ে দাঁড়ায় তার জন্য! মাদক ব্যবসায়ীদের চক্ষু-শূ-লে পরিণত হন তিনি। মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়া যে এই দেশে বড়ো “অপরাধ” তা তিনি হয়তো বুঝতে পারেননি। হয়তো ভেবেছিলেন, ২য় স্বাধীনতার পরে অন্তত সত্য কথাটা জোর গলায় বলতে পারবেন। কিন্তু তিনি ভুল ভেবেছেন৷ আর ভুলের খেসারত দিতে হয় তাকে জীবন দিয়ে।

স্থানীয় যুবদলের নেতা সোহাগ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা রিয়াদ এর নের্তৃত্বে একদল স-ন্ত্রাসী তাকে আ-ঘাত করতে করতে মে-রেই ফেলে।

ঈদের আমেজে আমরা হয়তো মাওলানা কাউসারকে ভুলে যাবো, মাদকের বিরুদ্ধে সদা আপসহীন এক বীরের জন্য সামান্য সহানুভূতিও দেখাবো না। যারা চুন থেকে পান খসলেই মিডিয়াপাড়া গরম করে, তারাও হয়তো এই ইমামের রাজনৈতিক পরিচয়ের কারণে কথা বলবে না। কারণ জামায়াতে ইসলামীকে মা-রা তো জায়েজ!

এরপর আবার কোথাও লাশ পরবে, আবার কেউ প্রতিবাদ করতে গিয়ে জীবনটাই দিয়ে দেবে। এভাবেই বুঝি একটা নব্য ফ্যা-সিবাদের উত্থান হতে দেখব আমরা।

~ আদনান!

গত দুই দিনে নিউজফিডের অবস্থা দেখে এটাই মনে হয় মানুষ আসলে কীসে আটকায়?💔 একটা মানুষ এতো যত্ন, ভালোবাসা, লয়েলিটি পেয়েও অন্যে...
06/06/2025

গত দুই দিনে নিউজফিডের অবস্থা দেখে এটাই মনে হয় মানুষ আসলে কীসে আটকায়?💔
একটা মানুষ এতো যত্ন, ভালোবাসা, লয়েলিটি পেয়েও অন্যের হয় কীভাবে? পরকীয়ায় জড়ায় কীভাবে?

ধনী, সুন্দর পুরুষের চেয়ে যত্নশীল পুরুষ হাজার গুণে উত্তম।
দুনিয়ার সবচেয়ে সৌভাগ্যবতী নারী সেই যে একজন যত্নশীল পুরুষ পেয়েছে।

একটা মানুষের সবচেয়ে জরুরি যেটা সেটা হলো তার চরিত্র ঠিক হওয়া; খারাপ / বদঅভ্যাস পরিবর্তন করা করা যায় কিন্তু যার চরিত্র খারাপ তাকে কোনো দিনই ঠিকই করা যায় না 💔

চরিত্রহীন সবসময় চরিত্রহীনই থাকে...!!💔

ভুলের ক্ষমা হয় কিন্তু…প্রতারণার ক্ষমা হয় না।

একটা মানুষ সবদিক দিয়ে পারফেক্ট হয় না মানুষটা যেমন আছে তেমন ভাবে মেনে তাকে যত্ন নেওয়া, আর ভালোবাসা উচিত!!

মেয়ে মানুষের বিয়েটা হচ্ছে লটারির মতো, লটারিতে যে ভালো পার্টনার পায় সে সারাজীবনের জন্য উইন! 💝

সবশেষে তিতা হলেও সত্যি যে, মেয়েদের সুন্দর চেহারা হওয়ার চেয়ে ভাগ্য সুন্দর হওয়াটা বেশি জরুরি!!🕊️😊❤️‍🩹

আজ শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর অবধি ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব ❤️
06/06/2025

আজ শুক্রবার ফজর থেকে মঙ্গলবার আসর অবধি ২৩ ওয়াক্ত প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীরে তাশরীক পড়া ওয়াজিব ❤️

কালুরঘাট ব্রিজে আজ রাতেরসেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা—একজন পিতা হারালেন তার চোখের মণিকে, বুকের ধন, কলিজার টুকরোকে।সন্তানের নি...
06/06/2025

কালুরঘাট ব্রিজে আজ রাতেরসেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা—একজন পিতা হারালেন তার চোখের মণিকে, বুকের ধন, কলিজার টুকরোকে।
সন্তানের নিথর দেহ জড়িয়ে ধরে তিনি যখন আকাশ কাঁপানো কণ্ঠে বিলাপ করছিলেন—
"আল্লাহু আকবার! আল্লাহু আকবার!"
—তখন আকাশও যেন থমকে দাঁড়ায়, বাতাস থেমে যায়, সময় স্তব্ধ হয়ে যায়!

কে দেবে এই বাবাকে সান্ত্বনা?
কে ফিরিয়ে দেবে তার শিশুটিকে?
কোন ভাষায় কমবে তার হৃদয়ের জ্বালা?

ঈদের আনন্দ নিয়ে প্রিয়জনদের সঙ্গে বাড়ি ফেরার পথেই ঘটে গেল বিভীষিকাময় সেই মুহূর্ত।
একটুখানি হাসি, একটুখানি ঘুম আর মায়ের কোলে ঘুমিয়ে যাওয়ার আগের গল্প—সব শেষ।
একটি নিষ্পাপ শিশুর প্রাণ চলে গেল হঠাৎ, নির্মম এক দুর্ঘটনায়।

এক মুহূর্তেই এক পৃথিবী বদলে গেল...
চিরতরে।

হে প্রভু,
তুমি তো পরম করুণাময়,
এই ভেঙে পড়া পরিবারকে তুমি অসীম ধৈর্য ও শক্তি দাও।
তাদের চোখের জলে তুমি রহমতের বৃষ্টি নামাও।
শিশুটিকে তুমি জান্নাতুল ফেরদৌসের সবচেয়ে সুন্দর জায়গায় আশ্রয় দাও,
যেখানে কোনো কষ্ট নেই, মৃত্যু নেই—শুধু শান্তি, শুধু আলো।

আর হে রাহমান,
আমাদের সবাইকে তুমি হেফাজতে রাখো,
নিরাপদে রাখো,
এই ভয়ংকর পৃথিবীতে তুমি আমাদের রক্ষা করো।

আমিন।
🤲💔

যে ৩টি বিষয় গোপন রাখা উচিৎ -
19/05/2025

যে ৩টি বিষয় গোপন রাখা উচিৎ -

সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃ*ত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।এই মা মা*রা*ত্ম*ক রোগে আ*ক্রা*ন্ত। য...
19/05/2025

সদ্য জন্মানো বাচ্চা শিশুটি তার মৃ*ত মায়ের হাতের উপরে। এবং তার পাশেই ডাক্তার কাঁদছেন।

এই মা মা*রা*ত্ম*ক রোগে আ*ক্রা*ন্ত। যার কারণে কোন বাচ্চা নিতে পারছেন না! দীর্ঘ ১১ বছর অপেক্ষা করে বড় ধরনের রিক্স নিয়েছিলেন সন্তান নেয়ার জন্য। হয়তো সন্তান বাঁচবে না হয় মা!

এরপর ডাক্তার তার সবটুকু দিয়ে ৭ ঘন্টার চেষ্টায় বললো, বাচ্চা এবং মা দুই জনকে একসাথে বাঁচা*নো সম্ভব নয়।

সর্বশেষ ডাক্তার সিদ্ধান্ত নিলো- বাচ্চার মাকে জিজ্ঞেস করবে, তিনি কী করতে চান? বাচ্চাকে বাঁচা*বে, না কি নিজের জীবন?

মা নিজেই নিভে গিয়ে বাচ্চাকে আলো দিতে রাজি হলেন.. অপারেশন এর পর মা তার ফুটফুটে বাচ্চাটিকে তার মুখের কাছে চুমু খেলেন, জড়িয়ে নিলেন। মাত্র দুই মিনিট পর হাসি দিয়ে চোখ বন্ধ করে জীবন ত্যা*গ করলেন।

সারাবিশ্বে হাজারেরও বেশি মা প্রতি বছর মৃ*ত্যু*বরণ করেন বাচ্চা জন্ম দেয়ার সময়।

আফসোস! বৃদ্ধাশ্রমগুলো থেকে মা দের আহাজারি, মেয়েদের লাশ বেওয়ারিশ হয়ে কতো নাম না জানা গোর*স্থানে, কত অসহায় হয়ে দাফন হচ্ছে...।

সৃষ্টিকর্তা প্রত্যেক সন্তানকে মায়ের সম্মানটুকু দেয়ার জ্ঞান দিক 🤲

Copy post.

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when ক্ষুদ্র প্রচেষ্টা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ক্ষুদ্র প্রচেষ্টা:

Share

Category