
27/09/2025
জীবন কখনো স্থির নয়, অস্থির জীবনে চাওয়া পাওয়াও এক নয়। পৃথিবীতে কোন মানুষই পরিপূর্ণ চাহিদা পূরণ করতে পারেনি এবং পারবেওনা। তাই হতাশা ফিল না করে যেটুকুই পেয়ে থাকো তাতেই সন্তুষ্ট থাকা উচিত। পাওয়ার আকাঙ্ক্ষায় নিজেকে হতাশার ঝালে না পেচিয়ে মুক্ত থাকাই বুদ্ধিমানের কাজ।
তাই উচ্চ স্বরে প্রতিদিন বেশ কয়েকবার বলতে অভ্যাস করুন - "আলহামদুলিল্লাহ ভালো আছি, সুখেই আছি।"
ধন্যবাদান্ত ঃ
কাজী মোঃ ইউনুছ