08/09/2024
বরাবরঃ
শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকার।
আপনার কাছে আকুল আবেদন
আমরা আপনার এবং আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার সেই, (উবার পাঠাও চালক শ্রেণী)
আজ আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে আর ধৈর্য ধারণ করতে পারছি না 😭 তাই আপনার কাছে আকুল আবেদন করছি আপনি এর একটি গ্রহণযোগ্য সমাধান দিবেন!!
মাননীয় প্রধান উপদেষ্টা
আপনি অবগত আছেন যে ২০১৬ সাল থেকে ডিজিটাল অ্যাপ ভিত্তিক রাইড শেয়ার করে আসছি আমরা!!
শুরুতে এই কোম্পানিগুলো সেবামূলক প্রতিষ্ঠান থাকলেও এখন সেটিকে তারা ব্যবসায়িক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে!!!
মাননীয় প্রধান উপদেষ্টা
উবার পাঠাও এবং অন্যান্য যেই অ্যাপস কোম্পানিগুলো আমাদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে শতকরায় ১০০ টাকায় প্রায় ৩৫ থেকে ৪০ টাকা কেটে নিচ্ছে,
কমিশন কমানোর কথা বারবার বললেও তারা তাতে কোন কর্ণপাত করছে না!!
মাননীয় প্রধান উপদেষ্টা
এই কোম্পানিগুলি আমাদেরকে মাসে ৮০ হাজার টাকারও বেশি ইনকাম এর প্রলোভন দেখিয়ে রাস্তায় নামিয়েছে ! এখন আমাদের শেষ সম্বল টুকু বিক্রি করে ঋণ করে গাড়ি কিনেছি এখন আমাদেরকে নিঃস্ব বানিয়ে ফেলছে!!
মাননীয় প্রধান উপদেষ্টা এই কোম্পানিগুলি কথায় কথায় আমাদের আইডি বন্ধ করে দেয় কোন কিছু যাচাই বাছাই না করেই!! একটি মিথ্যা অভিযোগের ভিত্তিতে তারা একটি সচল ড্রাইভারের আইডি বন্ধ করে দেয়!!
বিগত সরকারের দেওয়া রুলস ভঙ্গ করে তারা আমাদেরকে ইংলিশে এগ্রিমেন্ট, এগ্রি করার জন্য বাধ্য করেছে!! #বি_আর_টি_এর নীতিমালা অনুসরণ করছে না তারা মনগড়া নীতিমালা আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে!!
মাননীয় প্রধান উপদেষ্টা এই কোম্পানিগুলি আমাদের টাকা আটকে রেখে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিচ্ছে, যেমন বিকাশ ও ক্রেডিট কার্ডের পেমেন্টগুলি এক থেকে দুই সপ্তাহ আটকে রাখেন তারা!!
মাননীয় প্রধান উপদেষ্টা এই কোম্পানিগুলি আমাদের ও যাত্রীর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করেন, যেমন ভাড়া বৃদ্ধি ও ডেস্টিনেশন সেট, মাদক সহ নানান সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা!!
মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের একটি সংগঠন আছে
ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস্ ইউনিয়ন এর মাধ্যমে বহুবার তাদেরকে অবগত করেছি কিন্তু তারা কখনোই এই বিষয়ে কর্ণপাত করেননি!! তারা আরো আমাদেরকে চিহ্নিত করে আমাদের আইডিগুলো বন্ধ করে দেয়!! হামলা মামলার হুমকি দেয় দলীয় প্রভাব খাটিয়ে তারা অনিয়ম বাণিজ্য চালাচ্ছে,
মাননীয় প্রধান উপদেষ্টা এগুলি যেন দেখার কেউ নেই তাই বাধ্য হয়ে আজ আপনার নিকট আকুল আবেদন জানাচ্ছি দয়া করে আমাদের এই বিষয়গুলি সুদৃষ্টিতে এনে এমন কিছু করে দেন,
আগামী দিনগুলি আমরা ভালোভাবে চলতে পারি, আমরা কোটি কোটি টাকার স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখি ডাল ভাত খেয়ে একটু ভালোভাবে জীবন যাপন করব বাংলার মাটিতে শান্তিতে বসবাস করবো এইটুকুই চাওয়া।
দেশ উন্নতি হচ্ছে উন্নতি হচ্ছে না শুধু এই চালক শ্রেণী রাইড শেয়ারিং এর অসহায় মানুষগুলোর! মাননীয় প্রধান উপদেষ্টা আপনি অবগত আছেন যে বর্তমান যুব সমাজের অনেক বেকার ভাই ঋণ করে কিস্তিতে গাড়ি কিনে জমি জমা বিক্রি করে বেকারত্ব দূর করার জন্য এই সেক্টরে সম্পৃক্ত হয়েছে আজ তারা সবাই নিঃস্ব কোম্পানিগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা! আর নিঃস্ব হয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ গড়ার মানুষগুলো সামনের বেকারত্বের সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা ঋণের বোঝা মাথায় নিয়ে অনেকেই নিঃস্ব হয়ে গেছে এই ডিজিটাল রাইড শেয়ারিং সেক্টরে যুক্ত হয়ে!!
দয়া করে শুনজর দিবেন। সেই আশাবাদ ব্যক্ত করছি
--------------------------------------------
মাননীয় প্রধান উপদেষ্টা আপনি কি জানেন--?
ঢাকার রাজধানী সহ দেশের বিভাগীয় শহরে সিলেট এবং চট্টগ্রামর যাত্রীদের নিরবিচ্ছিন্ন সেবা দিচ্ছে রাইড শেয়ারিং শ্রমজীবী চালকগণ। (২০২১) সালে উবার রাইড শেয়ারে ভোক্তাদের কাছ থেকে ৭০০০/= কোটি টাকা আয়করেছে। কিন্তু রাইড শেয়ারিং মালিক কর্তৃপক্ষ চালক ও যাত্রীদের যুক্তি সঙ্গত প্রাপ্য সেবা প্রদান করছেনা। (উবার) ও (পাঠাও) (ওভাই) কতৃপক্ষ‘, রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা (২০১৭) ভঙ্গ করেচলছে। অনেক ক্ষেত্রে এই নীতিমালা তারা অমান্য করে আসছে।
মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জেনে খুশি হবেন আমরা যাত্রী ও চালকদের কল্যাণে সর্বদা নিয়োজিত বাংলাদেশে একমাত্র সুসংগঠিত একটি সংগঠন আপনার দোয়া কামনা করছি। আমি বিশ্বাস করি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য এই সংগঠন অনেক বড় ভূমিকা পালন করবে!!
(ঢাকা রাইড-শেয়ারিং ড্রাইভারর্স ইউনিয়ন)-(D.R.D.U)
অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়
আপনার কাছে আমাদের যৌক্তিক (১৫) দফা দাবি তুলে ধরলাম।
আমাদের দাবি সমূহঃ✍️
--------------------------------------------------
👇
(০১)
রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা (২০১৭) এর অনুচ্ছেদক (৭) অনুযায়ী,মোটর যানের মালিক ও চালকের মধ্যে সমঝোতা চুক্তি করতে হবে। চুক্তি পত্রে সকল পক্ষের অধিকার ও দায়-দায়িত্বের বিষয় লিখিত ও সুস্পষ্ট ভাবে উল্লেখ করতে হবে।
(০২)
বাংলাদেশ শ্রম আইন (২০০৬) (সংশোধিত (২০১৩) অনুযায়ী চুক্তি ভিত্তিক শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে।উবার-পাঠাও সহ সকল রাইড শেয়ারিং ড্রাইভারদের শ্রমিক হিসেবে মর্যাদা ও অধিকার দিতে হবে।
(০৩)
রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা (২০১৭) এর অনুচ্ছেদ (চ) (৭) অনুযায়ী,রাইড শেয়ারিং এ্যাপসের ওয়েব ও মোবাইলের সকল চুক্তি পত্র ইংরেজির পাশাপাশি বাংলা ভাষা অন্তর্ভূক্ত করতে হবে। যা প্রচলিত আইনে বাধ্যবাধকতা আছে।
(০৪)
রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা (২০১৭) এর (ছ) (৪) অনুযায়ী,প্রতিষ্ঠান ও চালক মধ্যেউদ্ভূদ সমস্যার সমাধান নাহলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে।
(০৫)
রাইড শেয়ারিং আইন অনুযায়ী আইডি বন্ধের ১ মাস পূর্বে লিখিত নোটিশ এর মাধ্যমে চালক এবং গাড়ির মালিক কে জানাতে হবে।অভিযোগ প্রমান ব্যতীত কোন আইডি বন্ধ করা যাবেনা। ইতিপূর্বে বন্ধ সকল আইডি খুলে দিতে হবে।
(০৬)
রাইড শেয়ারিং সেবাদান কারী প্রতিষ্ঠান কর্তৃক চালক ও যাত্রী উভয়ের ঝুঁকি বীমা নিশ্চিত করতে।
(০৭)
সকল রাইড শেয়ারিং চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। (২৪) ঘন্টা ড্রাইভার সার্পোট নম্বর খোলা রাখতে হবে। যাত্রী ও ড্রাইভারদের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি বন্ধ করতে হবে।
(০৮)
রাইড শেয়ারিং চালক ও যাত্রীর জন্য জরুরি ভিত্তিক সার্ভিস সেবা চালু করতে হবে।রাজধানীতে একাধিক সার্ভিস অফিস খোলতে হবে।
(০৯)
মিনিট,কিলোমিটার,বেইজ হিসেব করে ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে। বাইকের ক্ষেত্রে প্রতিট্রিপে সর্বনিম্ন ১০০/= টাকা এবং সিএন জির ক্ষেত্রে ১৫০/= টাকা কারের ক্ষেত্রে ২০০/= টাকা নিশ্চিত করতে হবে। - ১২% এর বেশি কমিশন নেয়া বন্ধ করতে হবে!
(১০)
খুন হওয়া মরহুম আরমানের পরিবারকে ৫০/= লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে।
(১১)
যাত্রীদের কাছ থেকে বুকিং এর নামে ১০/= টাকা বুকিং ফী নেয়া বন্ধ করতে হবে।
(১২)
নতুন নিয়ম চালু করে ড্রাইভারদের কাছ থেকে ট্যাক্স কেটে নেওয়া বন্ধ করতে হবে।
(১৩)
ড্রাইভার এবং যাত্রীর মাঝে ঝামেলা সৃষ্টি হলে রাইড শেয়ারিং কোম্পানি ইমার্জেন্সি সমাধানের ব্যবস্থা রাখতে হবে। এবং কিছু কিছু জায়গায় পার্কিংয়ের ব্যবস্থা রাখতে হবে।
(১৪)
রাইড নেওয়া অবস্থায় যাত্রী কোন ধরনের মাদকদ্রব্য নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীদের হাতে ধরা পড়লে সেটা ড্রাইভার দায় থাকিবে না।
(১৫)
পেশাদার রাইড শেয়ার কারীদের কে সর্বোচ্চ সহায়তা দিতে হবে। এবং বছরে দুটি বোনাসের ব্যবস্থা রাখতে হবে!!!!!!!
বর্তমান রাইড শেয়ারিং সেক্টরের পরিস্থিতি ! 😭
আমাদের দেশটাকে স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুক্ত হয়েছিলাম ডিজিটাল রাইড শেয়ারিং সেক্টরে এখন ঋণের বোঝা মাথায় নিয়ে নিজের গ্রামে চলে যাচ্ছি জানিনা অধর ভবিষ্যতে কি আছে নসিবে।
তবে যাওয়ার আগে সুশীল সমাজকে আমার হিসাবটা দিয়ে গেলাম।
একজন চালক প্রতিদিন ১২ ঘন্টা রাইড শেয়ারিং করে কত টাকা আর্ন করে নিম্নে বর্ণনা করা হলো ।
এখানে একটি টিপ এর হিসাব। আপনার উপার্জন
150.43-- & সময়কাল দূরত্ব 20 মিনিট 12 সেকেন্ড 6.2 কিমি : উবারএক্স গাড়ির ধরন
রিকোয়েস্টের সময় 10:57 PM রিকোয়েস্টের তারিখ শনি, 21 জানু
ক্যাশ সংগ্রহ করা হয়েছে - 206.12/=
আপনাকে পরিশোধ করা হয়েছে ভাড়া
200.57/= ভাড়া - 200.57/=
সার্ভিস ফি -47.75/=
সার্ভিস ফি + সার্ভিস ফিয়ের উপর কর ভাড়া * 25% = অন্যান্য উপার্জন 0.48 /=
বুকিং ফি (ছাড়) -9.52/=
বুকিং ফি (পরিশোধ) 10.00 /=
কর -2.87/=
বুকিং ফিয়ের উপর কর -0.48 /=
সার্ভিস ফি-এর উপর ট্যাক্স -2.39 /=
আপনার উপার্জন -150.43 /=
প্রথমদান -206.12 /=
ক্যাশ সংগ্রহ করা হয়েছে -206.12 /=
ট্রিপ ব্যালেন্স-55.69/=
-----------------------------------
দেখুন ✍️
দিনশেষে সর্বমোট একজন চালক ৩০০০ টাকা ক্যাশ সংগ্রহ করে।
একদিনের এই তিন হাজার টাকার মধ্যে কত টাকা খরচ নিম্নে খরচটা বর্ণনা করা হলো।
১) গ্যাস ৭০০/= টাকা
২) অকটেন ১০০/=টাকা
৩) সকালের নাস্তা ৩০/=টাকা
৪) দুপুরের লাঞ্চ ১২০/= টাকা
৫) ইন্টারনেট মোবাইল খরচ ২৫/=টাকা
৬) দৈনিক আনুষাঙ্গিক খরচ ৫০/=টাকা
৭) রাতের খাবার ১০০/= টাকা
৮) গাড়ির জমা ১০০০/= টাকা
৯) ইউবারের কমিশন ৭৫০/=টাকা
১০) গ্যারেজ ভাড়া ১০০/=টাকা
একজন চালক ১২ ঘন্টা রাইড শেয়ারিং করে তিন হাজার টাকা ক্যাশ কালেক্ট করে ২৯৭৫ টাকা তার খরচ দিন শেষে চালক ২৫ টাকার পায়, তাহলে মাসিক কত টাকা ??
মাসে ৭৫০ টাকা অবশিষ্ট থাকে। নিচে সংসার খরচটি বর্ণনা করা হলো,
মা বাবা স্ত্রী ছেলে মেয়ে আমি নিজে মোট (৬) জনের সংসার,
দৈনিক সংসার খরচ বাবদ
১) রুম ভাড়া বাবদ ১৫০/=টাকা
২) চাউল ডাল তেল নুন কাঁচা বাজার বাবদ ৫০০/= টাকা
৩) ছেলে মেয়ের লেখা পড়া এবং বাবা মার ডাক্তার চিকিৎসা ঔষধ বাবদ খরচ ৩০০/=
৪) জামা কাপড় আর অন্যান্য আনুষাঙ্গিক খরচ ২০০/= টাকা
দৈনিক সর্বমোট সংসার খরচ বাবদ ১১৫০/= টাকা
তাহলে মাসিক কত টাকা খরচ হল? ৩৪৫০০/=টাকা
এবার হিসাব করে দেখুন ১২ ঘন্টা রাইড শেয়ারিং করে একজন চালক কতটা ভালো আছে😭
Uber✍️ Pathao✍️ OBHI
এই রাইড শেয়ারিং কোম্পানিগুলো আমাদেরকে প্রতিনিয়তই নিঃস্ব করে দিচ্ছে
মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আপনি যেই
স্বপ্ন দেখছেন আমরাই সেই স্বপ্নের কারিগর আমরা
ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারর্স ইউনিয়নের পক্ষ থেকে একটি স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য অনেক বড় অবদান রাখছি।
সাধারণ রাইড শেয়ার কারি ভাইদের প্রতিনিধি হিসেবে
বিনীতভাবে আকুল আবেদন আমাদের উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে আমাদের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিন আমাদেরকে বাঁচান আমাদেরকে রক্ষা করুন আপনার দিকে চেয়ে আছে গোটা রাইড শেয়ারিং সেক্টর। আমরা আশা রাখি আপনার মাধ্যমে এই রাইড শেয়ারিং সেক্টরে একটি সুন্দর সমাধান আসবে। আশা করি স্বাধীনতার সাফল্য এখান থেকেই শুরু
মহান রাব্বুল আলামিনের দরবারে আপনার দীর্ঘায়ু কামনা করছি।
নিবেদকঃ
----------------------------------------
ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার'স ইউনিয়ন DRDU
App-based Driver's Federation of Bangladesh
সভাপতি
সজীব হোসেন
#ঢাকা__রাইড_শেয়ারিং_ড্রাইভারর্স_ইউনিয়ন-(D.R.D.U)
মোঃ হালিম তালুকদার মিলন
সাধারণ সম্পাদক
#ঢাকা_রাইড_শেয়ারিং_ড্রাইভারস্_ইউনিয়ন_(D.R.D.U)
সাংগঠনিক সম্পাদক
মোঃ ইসলাম
#ঢাকা_রাইড_শেয়ারিং_ড্রাইভারর্স_ইউনিয়ন -(D.R.D.U)