Sanatan Journal

Sanatan Journal সত্যের সন্ধানে এক ধাপ এগিয়ে,
এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
ন্যায়ের পাশে সব সময় থাকে।

সত্যের সন্ধানে এক ধাপ এগিয়ে,
এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
ন্যায়ের পাশে সব সময় থাকে।
সনাতন অতীতে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে।

যুবকদের মাঝে আলোকবার্তা ছড়ালেন চাঁদপুরের অমরেশ দত্ত জয়স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সাংবাদিক অম...
16/05/2025

যুবকদের মাঝে আলোকবার্তা ছড়ালেন চাঁদপুরের অমরেশ দত্ত জয়

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সাংবাদিক অমরেশ দত্ত জয় বলেছেন, যুবকরা সমাজের শক্তি এবং ভঙ্গুর সমাজ বিনির্মাণের রূপকার। তাই যুবকদের স্বাধীনচেতা হওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ববান চরিত্রেরও হতে হবে।

১৬ মে শুক্রবার দুপুরে ঢাকায় বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা ও বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

অমরেশ দত্ত জয় বলেন, সমাজের আলোর বাহক যুবকরাই। তাদের কাঁধে ভর করেই অন্যরা নানামুখী দায়িত্বশীল ভূমিকায় কাজ করে। তাই যুবকদের চোখে মুখে কোন হতাশা যাতে না থাকে সে দায়িত্ব রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।

ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় যুবকদের করণীয় সম্পর্কে অমরেশ দত্ত জয় বলেন, আমাদের মেধার যত্ম নিজেদেরকেই নিতে হবে। সেই সাথে যে সব জেলাসহ ইউনিটে ঐক্য পরিষদের মূল কমিটির দায়িত্বশীলরা সাংগঠনিকভাবে দুর্বল এবং পিছিয়ে রয়েছে। সেখানে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা হিসেবে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ও উদ্যোমী মানবিকদের কাজ করার সাংগঠনিক দায়িত্ব দেয়া হউক। এক্ষেত্রে যুব ঐক্য পরিষদ তাদের ভ্যাণগার্ড হিসেবে রাজপথসহ সর্বত্র পাশে থাকবে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহার সভাপতিত্বে ঐক্য পরিষদ,যুব ঐক্য পরিষদসহ ভাতৃপ্রীতম সংগঠনের নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।

পরে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করায় চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, মতলব যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস,হাইমচর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গণেশ লোধসহ অন্যরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

16/04/2025

চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উৎযাপনে আদি সনাতনী সংস্কৃতি

12/04/2025

জগন্নাথ মন্দিরে ১৪৪ তম তারকব্রহ্ম নামযজ্ঞ

07/04/2025

অসুর নিধন করতেই প্রাচীন কাল থেকে হয়ে আসছে বাসন্তী পুজা

24/03/2025

ক্যাম্পেরহাট মধুসূদন জিউড় আখড়ায় ৬৩ তম তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসব

24/03/2025

প্রথমে ক্ষুদ্র পরিসরে শুরু হলেও ভক্তের সহযোগিতায় বৃহৎ মহোৎসবের সৃষ্টি

22/03/2025

মধুসূদনের কৃপায় ৬৩ তম মহোৎসবে ক্যাম্পের হাটের সনাতনী সম্প্রদায়

22/03/2025

প্রাচীন সময় থেকে সম্প্রীতির বন্ধনে ক্যাম্পেরহাটে মহোৎসব উৎযাপন

21/03/2025

ক্যাম্পেরহাট মধুসূদন মন্দিরে তারকব্রহ্ম নামযজ্ঞ মহোৎসব

21/03/2025

ক্যম্পেরহাটে সনাতনী মহোৎসবে কোটি টাকার বানিজ্য

20/03/2025

ক্যাম্পের হাট মধুসূদন মন্দিরে তারকব্রহ্ম নামযজ্ঞ

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sanatan Journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share