Gazi Agro Farm

Gazi Agro Farm আসসালামু আলাইকুম এই পেজে আসার জন্য আপনাকে ধন্যবাদ।

06/07/2025

Roof Garden

03/07/2025

যারা ঘড়োয়া ভাবে অল্প কিছু মুরগির বাচ্চা লালন পালন করতে চান তা নিয়ে বিস্তারিত আলোচনা*

মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর ওদেরকে একটা আবদ্ধ অবস্থায় লাইটের আলোতে রাখতে হবে, যেখানে তাপমাত্রা থাকবে ৩২ থেকে ৩৫ এর মধ্যে, প্রথম এক সপ্তাহ পর্যন্ত এই তাপমাত্রা থাকতে হবে, এই জন্য আপনারা ব্যবহার করতে পারেন তাপ উৎপাদন করে এই ধরনের বাল্ব(লাইট) ,এরপর ওদেরকে ভিটামিন সি জাতীয় পানি দিতে হবে যেমন লেবুর শরবত অথবা গ্লুকোজের পানি ,এটা দেওয়ার ৩০ মিনিট পর ওদেরকে স্ট্যাটার ফিড দিতে হবে, যেগুলোর দানা থাকবে খুবই ছোট যাতে বাচ্চাগুলো খুব সহজে খেতে পারে, প্রথম অবস্থায় খাবার গুলো দিবেন একটা ট্রে এর ভিতরে অথবা পেপার এর উপর ছিটাইয়া, প্রথম দিন শুধু লেবুর পানিটাই চলবে বা গুলোকোজ চলবে, দ্বিতীয় দিন থেকে ৬ষ্ঠ দিন পর্যন্ত ওদেরকে দিতে হবে - লাইসোভিট, থায়াবিন,ভাইটাল অ্যামাইনো, পিএইচ ইত্যাদি । এরপর সপ্তম দিনে বিসিআরডিবি ভ্যাকসিন করে দিতে হবে, এরপর ১১তম দিনের গামবোরো ভ্যাকসিন,১৮ দিনে গাম্বোরো ভ্যাকসিন ২১ দিনে বিসিআরডিবি ভ্যাকসিন ,৩৫ দিনে ফাউলপক্স ভ্যাকসিন,এবং ৬০ দিনে আরডিবি ভ্যাকসিন করে দেবেন।

🟠 রানিং ডিম পাড়া মুরগী চর্বি জমার কারণে ডিম বন্ধ? জেনে নিন করণীয়! 🟠অনেক সময় দেখা যায়, ভালোভাবে ডিম দেওয়া মুরগী হঠাৎ ডিম ...
18/06/2025

🟠 রানিং ডিম পাড়া মুরগী চর্বি জমার কারণে ডিম বন্ধ? জেনে নিন করণীয়! 🟠

অনেক সময় দেখা যায়, ভালোভাবে ডিম দেওয়া মুরগী হঠাৎ ডিম দেওয়া বন্ধ করে দেয়। পর্যবেক্ষণে বোঝা যায় মুরগীর শরীরে অতিরিক্ত চর্বি জমে গেছে। এতে ওভারিতে চাপে পড়ে ডিম উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে।

✅ সমস্যার কারণ:

অতিরিক্ত শক্তি/তেলসমৃদ্ধ খাবার

পর্যাপ্ত চলাফেরার সুযোগ না থাকা

ফিড ব্যবস্থাপনায় ভারসাম্যহীনতা

🔧 সমাধান ও করণীয়:

1. 🥗 ফিড পরিবর্তন করুন:

প্রোটিন ও মিনারেল সমৃদ্ধ ব্যালান্সড লেয়ার ফিড ব্যবহার করুন।

কার্বোহাইড্রেট (ভুট্টা, চালের কুঁড়া) কমিয়ে দিন।

তেল-চর্বিযুক্ত খাবার (বিশেষ করে ফ্যাট) বন্ধ করুন।

2. 🐔 মুরগিকে হাঁটার সুযোগ দিন:

হাঁটাহাঁটি বা খোলা জায়গায় ছেড়ে দিন যাতে শরীরচর্চা হয়।

প্রয়োজন হলে মুরগির খাঁচার সাইজ বাড়ান।

3. 🧂 অতিরিক্ত মিনারেল ও ভিটামিন দিন:

ক্যালসিয়াম, ভিটামিন D3 ও লিভার টনিক সাপ্লিমেন্ট দিতে পারেন (পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)।

4. ⏳ ধৈর্য ধরুন:

চর্বি কমে গেলে ধীরে ধীরে ডিম দেওয়া শুরু করবে।

⚠️ মনে রাখবেন:
চর্বি বেশি জমে গেলে মুরগীর শরীরে নানা জটিলতা দেখা দিতে পারে। তাই সময়মতো ব্যবস্থা নিন।

📌 পরামর্শ: প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ নিন।

কপি পোষ্ট

আলহামদুলিল্লাহ মুরগির বাজার একটু বার্তির দিকে।
01/06/2025

আলহামদুলিল্লাহ মুরগির বাজার একটু বার্তির দিকে।

21/05/2025

পোল্ট্রি শিল্প বর্তমানে ধ্বংস্বের দাঁড়প্রান্তে, এর মূল কারণ হলো নির্ভশীলতা এবং আইনের প্রোয়োগ না থাকার কারনে। আমরা আমাদের দেশকে কৃষি প্রধান দেশ বলে থাকি, কিন্তু সেই কৃষি আজ জিম্মি হয়ে পরেছে কম্পানি ও দালালদের কাছে । যা জাতী ও দেশের জন্য অত্যান্ত ক্ষতিকর। আমরা সকল খামারি সরকারের স্ব-দৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছি।

20/10/2024

Address

Chandpur

Telephone

+8801846663045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gazi Agro Farm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share