Teams positive

Teams positive আমাদের সকল কাজ যেনো আল্লাহকে রাজী খুশির জন্যিই হয়।
আল্লাহ আমাদেরকে কবুল করুন।

29/09/2024

ধাক্কা-ধোকা আর প্রতারণা খাইতে খাইতেই বুদ্ধি বাড়ে - দুধ,ডিম আর হরলিক্স খেয়ে নয়..কথাটা মনে অনেকটাই সত্যি...

25/09/2024

🔴 বিশেষ সতর্কতামূলক পোস্ট: বাঁচতে হলে জানতে হবে। মিনিকেট চালের ভাত গরমকালেও অনেকক্ষণ ভালো থাকে! আহারে! কত ভালো চাল! তাইনা⁉

আসুন জেনে নিই আসলেই কি আমরা ভালো চাল খাচ্ছি? নাকি আবর্জনা?

❌ মিনিকেট নামে কোন ধান চাষ হয় না বাংলাদেশে। তাহলে, এই চাল বাজারে আসে কোথা থেকে? এই প্রশ্নের উত্তর খুব সহজ, মিনিকেট চাল তৈরী হয় কারখানায়।

🌾দেশী জাতের ধান (মোটা চালের) চালকলে আসার পর শুরু হয় তেলেসমাতি। প্রথমে ধানের খোসা ছাড়ান হয়। খোসা ছাড়ানোর পর চালের অকৃত্রিম/ন্যাচারাল রঙে কিছুটা খয়েরি/বাদামি আভা থাকে। এরপর কেমিক্যাল ও হোয়াইটনার মেশিনের মাধ্যমে চালের খয়েরি/বাদামি আভার আবরণটিকে আলাদা করা হয়। এই আবরণটি বাদ দেওয়ার পর চাল কিছুটা সরু ও সাদা হয়। এখানেই শেষ নয়, পলিশার মেশিনের মাধ্যমে পলিশ করলেই হয়ে গেলো মিনিকেট চাল।

🗣️এবার প্রশ্নের তীর তাক করে কেউ বলতেই পারেন- মোটা চালকে এতোভাবে প্রসেস করে মিনিকেট বানালে তো চাল ব্যবসায়ীর ক্ষতি।

💥এবার ক্ষতির হিসেবটা করা যাক:- ১০০০কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানালে সাধারণত চাল পাওয়া যায় ৯৩৩কেজি, সাদা খুদ ২৬.৫ কেজি, কালো খুদ ১৪কেজি, মরা চাল ৪.৫ কেজি, ময়লা ০.৭৫ কেজি এবং পলিশ ২৭ কেজি। যোগ করলে দেখা যায় এক হাজার কেজি চাল প্রসেস করার পর পাওয়া যাচ্ছে প্রায় ৬কেজি বেশী।

✅এই ছয় কেজি হচ্ছে জলীয় বাষ্প ও পানি। রাইস ব্রান তেল কারখানাগুলো পলিশ কিনে নেয়, সাদা খুদ বাজারে চালের অর্ধেক দামে বিক্রি হয়।

✅কালো খুদ আর মরা চাল পশুখাদ্য হিসেবে বিক্রি হয়। ভাবছেন চাল প্রসেসের খরচ কত? ১০০০ কেজি মোটা চাল প্রসেস করে মিনিকেট বানাতে খরচ হয় মাত্র ৯০০ টাকা হতে ১৫০০ টাকা। অর্থাৎ কেজি প্রতি ৯০ পয়সা থেকে দেড় টাকা।

✅মোটা চাল প্রসেস করে মিনিকেট বানিয়ে বিক্রেতা একটু বেশী লাভ করলে ক্রেতার ক্ষতি কী?

✅ছোট ক্ষতি হচ্ছে ক্রেতা চিকন চালের দামে মোটা চাল কিনছেন, অর্থাৎ কেজিতে ১৫থেকে ২০টাকা পর্যন্ত ঠকছেন।

✅বড় ক্ষতি হলো কেজিতে ১৫ থেকে ২০টাকা বেশী দিয়ে মিনিকেট চাল নয়, ক্রেতা কিনছেন মোটা চালের আবর্জনা। কারণ, প্রসেস করার মাধ্যমে চালের উপরি আবরণ (bran অর্থাৎ pericarp, seed coat, aleurone layer, embryo) বা পুষ্টিকর অংশ বাদ দেওয়া হয়।

✅উল্লেখ্য, চালের সর্বমোট ৮৫ ভাগ ভিটামিন B3 থাকে pericarp–এ, প্রোটিন আর ফ্যাট থাকে Aleurone layer -এ, খনিজের ৫১ ভাগ ও মোট আঁশের ৮০ ভাগ থাকে bran –এ, ভিটামিন B1 ও ভিটাম

24/09/2024

আলহামদুলিল্লাহ

17/09/2024

আমরা সবাই এক পথের যাত্রী, বলুনত কোন পথের??

30/08/2024

কি হচ্ছে এ সব?

17/08/2024

মোহাম্মদপুর নুরজাহান রোডে ইদানিং এক ভদ্রলোককে প্রায়ই দেখা যায় ।

সকাল নাই, দুপুর নাই, রোদ নাই, বৃষ্টি নাই ঐ ভদ্রলোক এই নির্দিস্ট জায়গায় প্রায়ই এসে দাঁড়ায় থাকেন।

ভদ্রলোক কিচ্ছু করেন না, জাস্ট মাটির দিকে তাকায় থাকেন। কি যেন খুঁজেন । এরপর আশে-পাশে দেখেন। এভাবে ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যায়।

অনেকেই জিজ্ঞাসা করেন, চাচা এখানে কি করেন, কি দেখেন, কাকে খুঁজেন ?

উনি কোন উত্তর দেন না, কোন কথা বলেন না ।

জাস্ট চোখে এক অদ্ভুত শূন্যতা নিয়ে তাকায় থাকেন ।

তারপর একটা সময় পর চলে যান।

কারণ একমাস আগে ঠিক এই জায়গায়ই গুলিবিদ্ধ হয়ে শহিদ হয়েছিল তার ১৯ বছর বয়সী ছেলে সৈকত।

-Shahriah Ahmed Sadib

26/12/2023
23/12/2023
18/12/2023

এটা বাংলাদেশের মধ্যেই সম্ভব

16/12/2023

Victory day

Address

Chandpur
3661

Alerts

Be the first to know and let us send you an email when Teams positive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Teams positive:

Share