
25/04/2025
ভাই গালি গালাজ করিনা করার ইচ্ছাও নাই।
ফেইক পেজ খুলে আরেক জনকে না চিনে না জেনে যে পোস্ট করো পাবলিকের কাছে খারাপ করে কি মজা পাইতেছো?
এইটা জানোনা রিয়াজ ভাই কখনো ফেইক আইডি লাগে না?? আর রিয়াজ ভাইয়ের এত সময় যে ফেইক আইডি খুইলা এসব করবে??
কথা হচ্ছে এই পোস্ট একজন দিয়া বলতেছে এইটা কি তুমি ভাই।
আমি নিজেই আকাশ থেকে পইরা গেলাম ভাই🤣🤣🤣। আমি জানিও না কি চলতেছে কি করতেছো তোমরা পরে দেখি এসব কাহিনা। এখন কথা হচ্ছে রিয়াজ ভাই এর এখানে বেনিফিট টা কি??? এখানে কি রিয়াজ ভাই এর টিম খেলতেছে নাকি রিয়াজ ভাইয়ের কোন ম্যানেজম্যান্ট আছে??
শুধুশুধু আপনার ঝামেলায় আরেক জন টেনে এনে হেট দিয়ে মা বাবাকে গালি খাওয়াইয়া কি আপনি শান্তি পাচ্ছেন । যদি বলেন যে আপনারে গালি খাওয়াইতে ভাল লাগে। আসেন আমার সামনেযা খুশি মন চায় গালি দিয়েন। কিন্তু দয়া করে এসব ঝামেলা বা এসব আলতু ফালতু জিনিসে এড কইরেন না। আপনি কে বা কাহারা আমি জানি না। জানার দরকার ও মনে করিনা। শুধু বলবো যে আপনি যদি ভদ্র কেন পরিবারের সন্তান হয়ে থাকেন কারো নামে মিথ্যা কিছু রটাইয়েন না।
রিয়াজ ভাইয়ের সাথে যদি আপনার পার্সোনাল শত্রুতা থাকে আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনি আসেন আর কেন শত্রুতা সেটা বলেন। আশা করি আমি আপনাকে যতটুকু সম্ভব সম্মান দিবো।