দৈনিক সুদীপ্ত চাঁদপুর

দৈনিক সুদীপ্ত চাঁদপুর news at Chandpur and national media

11/07/2024

বাইক এক্সিডেন্ট এর দুই যুবকের মৃত্যু। 🥲
#চাঁদপুর
@ফলোয়ার

11/07/2024

১২ নং চান্দ্রা ইউনিয়ন ৭নং ওয়ার্ড সম্বলিত জব্বর ঢালীর দোকানের কাছে ভয়াবহ মোটরসাইকেল দূর্ঘটনা।মোটরসাইকেল আরহী দুইজনের অবস্থাই আশংকাজনক।তাদেরকে অ্যাম্বুলেন্সে করে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে

ভিডিও - সংগৃহীত
@ফলোয়ার

28/05/2024

ঘূর্ণিঝড়_রেমালের_তাণ্ডবে_পুরানবাজার_হরিসভার_অবস্থা
Chandpur District Police

দৈনিক সুদীপ্ত চাঁদপুর  এর প্রকাশিত ১৩ মে ২০২৪ এর নিউজ
12/05/2024

দৈনিক সুদীপ্ত চাঁদপুর এর প্রকাশিত ১৩ মে ২০২৪ এর নিউজ

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি সুদীপ্ত চাদঁপুর রিপোর্ট: দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউ...
20/04/2024

দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বন্ধ, সারাদেশে ইন্টারনেটে ধীরগতি

সুদীপ্ত চাদঁপুর রিপোর্ট: দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিমিউই-৫) সংযোগ সরবরাহ বন্ধ রয়েছে। এতে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। সিঙ্গাপুরে ফাইবার ক্যাবল ব্রেক করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিনগত রাত ১২টার পর এ সমস্যা শুরু হয়। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও গ্রাহকরা ইন্টারনেটের এ ধীরগতি পাওয়ার কথা জানিয়েছেন। রাষ্ট্রায়ত্ত ব্যান্ডউইথ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসিও (বিএসসিপিএলসি) এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। বিএসসিপিএলসি ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেন, সিমিউই-৫ দিয়ে দেশে ১ হাজার ৬০০ জিবিপিএস ব্যান্ডউইথ সরবরাহ হয়। এর পুরোটাই এখন বন্ধ আছে। আমরা চেষ্টা করছি সিমিউই-৪ (প্রথম সাবমেরিন ক্যাবল) দিয়ে বিকল্প ব্যবস্থা করতে। তিনি বলেন, সিঙ্গাপুরে ফাইবার ক্যাবল ব্রেক করায় বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে একই অবস্থা তৈরি হয়েছে। শনিবার বিকেলের মধ্যে জানা যাবে, এটা কবে নাগাদ স্বাভাবিক হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, গ্রাহকরা আমাদেরকে ফোন করে ইন্টারনেটে ধীরগতির অভিযোগ করছেন। আমরা তাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছি।

09/04/2024
কত না ভয়ানক,আহ, কি মর্মান্তিক মৃত্যু! ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউনচট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া ...
25/03/2024

কত না ভয়ানক,
আহ, কি মর্মান্তিক মৃত্যু!
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন

চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া খানহাটের দক্ষিণ পাশে চলন্ত সিএনজিতে আগুন ধরে ড্রাইভার সম্পূর্ণ ছাই হয়ে গেছে.!

এমন মৃত্যু থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক.!

এবার মিলবে ৭ দিনের অগ্রিম টিকিট, বিক্রি শুরু কাল স্টাফ রিপোর্টার\ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্...
24/03/2024

এবার মিলবে ৭ দিনের অগ্রিম টিকিট, বিক্রি শুরু কাল



স্টাফ রিপোর্টার\ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল রোববার (২৪ মার্চ)। ১০ এপ্রিল ঈদ ধরেই ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবারই প্রথম সাত দিনের টিকিট দেওয়া হবে। ইতোমধ্যে টিকিট বিক্রির প্রস্তুতি সম্পন্ন করেছে রেলওয়ে। জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট (যঃঃঢ়ং://বঃরপশবঃ.ৎধরষধিু.মড়া.নফ/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। আগের ঈদগুলোতে পাঁচ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম সাত দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট ভোগান্তিবিহীন কিনতে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৪ মার্চ; ৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৫ মার্চ; ৫ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৬ মার্চ; ৬ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৭ মার্চ; ৭ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৮ মার্চ; ৮ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০ মার্চ। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশনের কাউন্টারে পাওয়া যাবে। এবার ঢাকা থেকে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০টি। টিকিট কালোবাজারি রুখতে নজরদারি বাড়িয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

চাঁদপুরে ফল ব্যবসায়ীসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  মাইনুল ইসলাম\ চাঁদপুর শহরের ওয়ারলেছ ও বাসস্ট্যান্ড এলাকায় ভোক্ত...
24/03/2024

চাঁদপুরে ফল ব্যবসায়ীসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা




মাইনুল ইসলাম\ চাঁদপুর শহরের ওয়ারলেছ ও বাসস্ট্যান্ড এলাকায় ভোক্তা অধিকার লঙ্ঘন করায় ফলের দোকানসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বাজার তদারকি অভিযান পরিচালনা করেন। তিনি বলেন, আজ শহরের বাস স্ট্যান্ড ও ওয়্যারলেস বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় তরমুজ ও অন্যান্য ফলের দোকানে অভিযান করে দেখা যায় কিছু ব্যবসায়ী পাকা ভাউচার দেখাতে পারছেন না এবং অযৌক্তিকভাবে বেশি দামে তরমুজ, আঙ্গুর, মাল্টাসহ অন্যান্য ফল বিক্রি করছেন। মূল্য তালিকাতে শুধু তারিখ পরিবর্তন করেছেন কিন্তু আজকের বাজার দর পরিবর্তন করেননি। ফয়সাল মার্কেটে কসমেটিকস দোকানে অভিযান করে মেয়াদোত্তীর্ণ ফেইস প্যাক পাওয়া যায়। অনুমোদনহীন,আমদানিবিহীন কসমেটিকস ও পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অমান্য করে ভোক্তার সাথে প্রতারণার দায়ে বাসস্ট্যান্ড হারুন ফল বিতান মালিককে ২হাজার টাকা, আলজিনা কসমেটিকস দোকান মালিককে ৪ হাজার টাকা এবং ওয়ারলেস খান ফল বিতান মালিককে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাজার তদারকি অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সদর মডেল থানার একটি চৌকস পুলিশ দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

মতলব উত্তরে সিএনজি—মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত—১ মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে যাত্রীবাহী মাইক্রোবাস ও ...
24/03/2024

মতলব উত্তরে সিএনজি—মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত—১


মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরে যাত্রীবাহী মাইক্রোবাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২৩ মার্চ) দুপুরের দিকে উপজেলার সিপাইকান্দি বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম (৪৫) উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নবুরকান্দি গ্রামের মৃত সহিদ উল্ল্যাহ প্রধানের ছেলে। আহতরা মতলব উত্তর উপজেলার মফিজুল ইসলাম (৩০), আলী আকবর (৫৫) অন্য একজনের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। আহতরা সবাই সিএনজির যাত্রী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় চাঁদপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহতের স্ত্রী শেফালী জানান, আমার স্বামী (নুরুল ইসলাম) একজন সৌদি প্রবাসী। সে গত ১ মাস পূর্বে দেশে এসেছে। আজ চাঁদপুর যাওয়ার পথে ঠেটালিয়া বেড়িবাঁধ নামক স্থানে সিএনজির সাথে মাইক্রোবাসের মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আমার স্বামী নিহত হন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ জানান, দুর্ঘটনাস্থলে সিএনজির এক যাত্রী নিহত ও বাকী ৩জন যাত্রী আহত হয়েছে। দুঘর্টনা কবলিত বাসটি আটক করা হয়েছে।

চাঁদপুরে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ! স্টাফ রিপোর্টার\ চাঁদপুর শহরের আল—মানার হাসপাতালে গাইনী চিকি...
24/03/2024

চাঁদপুরে চিকিৎসকের দায়িত্ব অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ!



স্টাফ রিপোর্টার\ চাঁদপুর শহরের আল—মানার হাসপাতালে গাইনী চিকিৎসক ডাঃ তাবেন্দা আক্তারের দায়িত্ব অবহেলার কারণে মাসপূর্ন না হওয়া ও সিজারে জন্ম নেয়া দুই দিন বয়সী নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে চিকিৎসক তার দায়িত্ব অবহেলার বিষয়টি অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করেন। ২৩ মার্চ শনিবার দুপুরে শহরের মিশন রোডস্থ আল মানার হাসপাতালের দ্বিতীয় তলায় ২০৫ নম্বর কক্ষে ওই নবজাতকের মৃত্যু হয়। তবে ওই নবজাতকের মা সুমি আক্তার (২৭) এখনো সুস্থ আছেন। তিনি জেলার ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া ইউনিয়নের দক্ষিণ বিশকাটালি গ্রামের কাজী বাড়ীর মিজানুর রহমানের স্ত্রী। মিজান রহমান ময়মনসিংহে দিন মজুরের কাজ করেন। সুমি আক্তারের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মৃত নবজাতকের ফুফু লুৎফুর নাহার বলেন, চিকিৎসকের পরামর্শে রক্ত দেয়ার জন্য ২১ মার্চ এই হাসপাতালে সুমি আক্তার ভর্তি হয়। আল্ট্রাসনোগ্রাম অনুযায়ি তার সন্তান জন্মের তারিখ ছিল আগামী ২৬ এপ্রিল। কিন্তু আল্ট্রাসনোগ্রাফি চিকিৎসক সাহিদা সুলতানা দ্বিতীয় সিজার হিসেবে ১০ এপ্রিল তারিখ দেন। ওই তারিখ আসার পূর্বেই প্রয়োজনীয় সব ধরণের পরীক্ষা ছাড়াই গাইনী চিকিৎসক তাবেন্দা আক্তার সুমির সিজার করেন। তিনি আরও বলেন, চিকিৎসক রোগীর পরিবারের লোকদের সাথে পরামর্শ করেননি। আমাদের আত্মীয়ের মধ্যেও চিকিৎসক আছেন। তিনি কেন অতিঝুকিঁপূর্ণ হওয়া রোগীর সিজার করলেন। আমি নিজে আসার পূর্বেই সিজার সম্পন্ন হয়। তারা তাড়াহুড়া করে কেন ১ মাস পূর্বে অপরিপক্ক নজাতকের সিজার করলেন। তখনই আমি বলেছি অপরিপক্ক বাচ্চা বাঁচানো যায় না। এই ধরণের চিকিৎসকের বিচার হওয়া উচিৎ। অভিযুক্ত চিকিৎসক তাবেন্দা আক্তার বলেন, সিজারের পর কন্যা সন্তানের জন্ম হয়। অপারেশন থিয়েটারে নবজাতকের মৃত্যু হয়নি। দুইদিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারাগেলে এখানে চিকিৎসকের কিছু করার নেই। হাসপাতাল কর্তৃপক্ষ জবাব দিবে। আল—মানার হাসপাতাল এর পরিচালক অহিদুর রহমান বলেন, রোগীর অভিভাবকদের পক্ষ থেকে আমাদের বিষয়ে কোন অভিযোগ নেই। চিকিৎসকের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে তার কাছে তারা যেতে পারেন। শিশুর অবস্থার অবনতি হলে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেই। কিন্তু তারা না নিয়ে হাসপাতালে থেকে যায়। আমাদের সাথে রোগীর আত্মীয় আইনজীবী সাইফুল ইসলাম কথা বলেছেন। তিনি বলেছেন হাসপাতালের পাওনা পরিশোধ করে রবিবার রোগীকে নিয়ে যাবেন। এই ঘটনা জেনে চাঁদপুর মডেল থানার উপ—পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ও ফেরদৌস নুর হাসপাতালে আসেন। উভয় পুলিশ কর্মকর্তা রোগী ও হাসপাতাল পরিচালকদের সাথে কথা বলেন। পুলিশ জানায়, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিবেন।

চাঁদপুরে স্বামীর টাকা—গয়না নিয়ে প্রেমিকের সাথে নববধূ উধাও স্টাফ রিপোর্টার\ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়...
24/03/2024

চাঁদপুরে স্বামীর টাকা—গয়না নিয়ে প্রেমিকের সাথে নববধূ উধাও



স্টাফ রিপোর্টার\ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী গ্রামের মোল্লা বাড়ির মোঃ নজরুল ইসলামের কন্যা শায়লা আক্তার বিয়ের ৮ দিনের মাথায় স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের হাত সাথে উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে । এলাকাবাসী সূত্রে জানা যায় মোঃ নজরুল ইসলামের কন্যা শায়লা আক্তারের সাথে মহামায়া বাজার সংলগ্ন এক প্রবাসীর সাথে চলতি বছর ২১ ফেব্রুয়ারি বুধবার বিবাহ হয়। তবে এই বিবাহে মেয়ের সম্মন্নতি ছিলনা বলে জানান মেয়ের কিছু নিকটস্থ লোক জন। মেয়ের সাথে এক হুজুরের প্রেম ছিল। মেয়ের প্রেমিক আর্থিক ভাবে গরিব জেনে তার অভিভাবক লোভে পরে জোরপূর্বক প্রবাসী ছেলের সাথে বিয়েতে বাধ্য করে। মেয়ে তার প্রেমিকের সাথে যোগাযোগ করে ২৮ ফেব্রুয়ারি শশুড় বাড়ি থেকে স্বামীর অগোচরে লক্ষাধিক টাকা, বিয়েতে দেওয়া গলার হাড়, কানের দুল, হাতের বালা, ৪ টি আংটি সহ বিভিন্ন জিনিস পত্র নিয়ে বাপে বাড়ি আসে। ঐ দিনই বাপের বাড়ি থেকে মেয়ে তার প্রেমিকের সাথে সব কিছু নিয়ে পালিয়ে যায়। মেয়ের বাপের কাছ থেকে তাদের মেয়েকে পাওয়া যাচ্ছেনা সংবাদ শুনে শশুর বাড়ি লোকজন তাদের বউ এর খোঁজ নিতে আসলে মেয়ের বাপ নজরুল ইসলাম ও তার স্ত্রী বলেন তাদের মেয়ে নাকি রাগ করে বেড়াতে গেছে। খোঁজার জন্য ৩ দিন সময়ের অনুরোধ করে তারা। তিন দিন গত হলে তারা জানান তাদের মেয়ে নাকি সংসার করবে না। স্থানীয় ইপি সদস্য ও স্থানীয় ব্যবসায়ী কামাল মিজি মেয়েকে উপস্থিত করার জন্য আরো তিন দিনের সময় নেন। তিন দিনের ফাঁকেই সমস্যাটি সমাধানের নামে স্থানীয় কামাল মিজি প্রবাসী স্বামীর এক নিকটস্থ কাছে ১ লক্ষ টাকা দাবি করে। সমাধানের নামে তারা বিভিন্ন সুবিধা নেওয়ার ধান্ধায় ব্যস্ত হয়ে পড়ে। এই দিকে প্রবাসী ছেলে তার স্ত্রী, তার কষ্টে অর্জিত টাকা পয়সা ও গয়নাঘাটি হারিয়ে পাগল প্রায়। বিয়ের ৮ দিনের মাথায় তার স্ত্রী চলে যাওয়া বিষয়টি কিছুতেই মানতে পারছে না স্বামী। এলাকার জামাই কামাল মিজি বলেন, মেয়ের বাবা আমাকে বিষয়টি সমাধান করার জন্য ধরেছে। তবে তাদের মেয়ে না আসাতে সমাধান করতে কষ্ট হচ্ছে।মেয়ের বাবা কাবিনের হকের কথা বলাতে আমি ১ লক্ষ টাকার প্রস্তাব দিয়েছি ছেলের পক্ষকে এই দিকে শায়লা’র পিতা নজরুল ইসলাম বলেন আমার অভিভাবক হল কামাল মিজি। কামাল মিজি’র পরামর্শে আমি সব কাজ করতেছি। আপনাদের কোন কিছু জানার থাকলে কামাল মিজি’র কাছে জেনে নিন। এই দিকে এই বিষয়ে এলাকায় নিন্দার ঝড় বইছে। এলাকার সচেতন মহলের একটাই কথা মেয়ের পরিবার কি করে জেনে শুনে একটা ছেলের জীবন শেষ করেছে। এর জন্য মেয়ের পরিবারের কঠিন বিচার হওয়া উচিত। কারন তাদের দেখা দেখি আরো ১০ টি মেয়ে খারাপ হবে, ১০ টা ছেলের জীবন নষ্ট হবে।

Address

Chandpur
3600

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক সুদীপ্ত চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক সুদীপ্ত চাঁদপুর:

Share