
06/03/2025
__এটাই বাস্তবতা মানুষের জীবনের!! 😒☹️
প্রতিটা দেয়ালের ২ টা পাশ থাকে, একপাশ থেকে একটা দেয়ালকে কখনোই স্পষ্ট দেখা যায় না, দেখলেও তার গভীরতা অনুধাবন করা সম্ভব হয় না।
আজ আপনার দৃষ্টিতে যেটা অন্যায়, সেটা অন্যের দৃষ্টিতে ন্যায়ও হতে পারে। কারন, পৃথিবীতে সবকিছুই আপেক্ষিক।
তাই,,,,
পারস্পরিক কাদাছোড়াছোড়ি না করে, বরং আমাদের উচিত পরস্পরের মতামতকে শ্রদ্ধা জানানো।
ভিন্ন মত দোষনীয় কোনো বিষয় নয়, বরং সৌন্দর্য।মতের ভিন্নতা আছে বলেই আমরা নিজেদের ভুলগুলো অনুধাবন করতে পারি, নিজেকে অনুধাবন করতে পারি।
আমাদের নিজের বদ্ধমূল ধারনাকে সঠিক মনে করে আত্মতুষ্টিতে ভুগে, ভিন্নমতকে / অন্যকে ভুল মনে করে গোড়ামি করাটা , নেহাৎ বোকামি ব্যতীত আর কিছুই নয়।
আত্মতুষ্টি মানুষের নৈতিকতা ধ্বংসের অন্যতম নিয়ামক।
একপাশ থেকে যেমন একটা দেয়ালকে স্পষ্ট বুঝা যায় না, তেমনি ভিন্নমতের প্রতি অসহনশীলতাও আপনাকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে না।
ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়!! 💔😇