চাঁদ ফকিরের চাঁদপুর

চাঁদ ফকিরের চাঁদপুর Chandpur- পদ্মা, মেঘনা আর ডাকাতিয়া নদীতে ইলিশের কোল জুড়ে চাঁদ ফকিরের গড়া ঘনসবুজ জনপদ হচ্ছে চাঁদপুর।

‘চাঁদপুর ভরপুর জলে আর স্থলেমাটির মানুষ আর সোনার ফলে’’।

আকাশের চাঁদ জ্যোৎস্না হয়ে ঝরে পড়ে এই সবুজ ভূখন্ডে। আচ্ছাদিত করে রাখে হাজার বছরের বিকশিত সভ্যতার এক সমৃদ্ধ জনপদকে। স্নিগ্ধ আলোর উৎস হচ্ছে চাঁদ, লোকালয়, নিকেতন অথবা গ্রাম জনপদ হচ্ছে পুর। এ দুয়ের সমন্বয়ে গড়া জনপদ হচ্ছে চাঁদপুর। ফিরে তাকাই চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্যের দিকে। বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা চাঁদপুর।দক্ষিণ-পূর্বাঞ্চলের চ

ট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল চাঁদপুর জেলা।পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর কোল জুড়ে ১৭০৪.০৬ বর্গ কি.মি. আয়তনের ঘন সবুজ ভূ-খন্ডের বুকে পরম যতন আর আদরের মাঝে বসবাস করে ২৬,০০,২৬৩ জন মানুষ। চাঁদপুরের মানুষ আতিথেয়তার জন্য বিখ্যাত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে "ইলিশের বাড়ি " নামে ডাকা হয়। ১৯৮৪ সালের আগ পর্যন্ত এটি বৃহত্তর কুমিল্লার একটি অংশ ছিল। বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ইতিহাসবিদ জে. এম. সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর।

তবে বহুল প্রবীন সমাজ সংস্কারক মতে,ইতিহাস ও ঐতিহ্য বলে চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর ২ নং সেক্টরের অধিনে ছিলো।১৯৮৪ সালে ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। চাঁদপুরের ইতিহাস শত বছরের প্রাচীন ইতিহাস ,পদ্মা-মেঘনায় তান্ডবে এ উপজেলার অনেক ভৌগলিক পরিবর্তন হয়েছে।
বর্তমান চাঁদপুর একটি মফস্বল শহর হিসেবে পরিচিত।যুগ আর কালের বিবর্তনে পাল্টে গেছে চাঁদপুরের রুপরেখা। আধুনিকতার ছোঁয়ায় যুবসমাজের কাছ থেকে হারিয়ে যাচ্ছে চাঁদপুরের ইতিহাস আর ঐতিহ্য।

পেইজ নামকরন ও উদ্দেশ্যঃ- যেহেতু চাঁদ ফকিরের নামানুসারে চাঁদপুর নামকরন করা হয়।তারই পরিপ্রেক্ষিতে চাঁদপুরের অতীত ও সুচনালগ্ন ইতিহাস তুলে ধরার জন্যই আমাদের পেইজের নামকরন করা হয় চাঁদ ফকিরের চাঁদপুর || The Land Of Chadfokir। বর্তমান চাঁদপুরবাসী ও বিশেষ করে অনলাইন নির্ভর উঠতি বয়সের যুব প্রজন্মের মাঝে জেলার সৌন্দর্য,

অতীত, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য। আমাদের লক্ষ্যঃ- আমরা যুগ থেকে যুগান্তর,প্রজন্ম থেকে প্রজন্মান্তর চাঁদপুরের ইতিহাস প্রচারে ব্রত থাকবো।

05/09/2024
ক্লিক করে দেখুন পুরো ভিডিওতে.... #মতলবের_ক্ষীর  #চাঁদপুর
08/07/2024

ক্লিক করে দেখুন পুরো ভিডিওতে....

#মতলবের_ক্ষীর #চাঁদপুর

জমিদার ও ইংরেজদের আমলের খাবার এখনো বিক্রি হয় চাঁদপুরে‘মতলবের ক্ষীর/বগুড়ার দই/না খেয়ে/ক্যামনে রই।’চাঁদপুরের মতল.....

আহারে সমাজ!
04/07/2024

আহারে সমাজ!

08/03/2024

ইতিহাসের স্বাক্ষী চাঁদপুরের কড়ৈতলী জমিদার বাড়ি থেকে (সরাসরি)

24/02/2024

চাদঁপুর, ফরিদগন্জে হেলিকাপ্টার বাবলুর ব্যাটিং তাণ্ডব 🏏

14/02/2024

চাঁদপুরে বসন্তবরণ উৎসবে বড়স্টেশন মোলহেডে বাঙালিপণায় মেতেছে সকলে।

চাঁদপুরের এই শিক্ষকের মন্তব্যে কিছু বলে যান!
06/02/2024

চাঁদপুরের এই শিক্ষকের মন্তব্যে কিছু বলে যান!

দিলদার চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি পাস করার পর পড়ালেখা ছেড়ে দেন। দিলদারের স্ত্...
30/01/2024

দিলদার চাঁদপুর জেলার সদর উপজেলার শাহতলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি এসএসসি পাস করার পর পড়ালেখা ছেড়ে দেন। দিলদারের স্ত্রীর নাম রোকেয়া বেগম। এই দম্পতির দুই কন্যা সন্তান। বড় মেয়ের নাম মাসুমা আক্তার। পেশায় তিনি দাঁতের ডাক্তার। বিয়ে করেছেন অনেক আগেই। তার ছেলে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আর মেয়ে পড়ছে ক্লাস সেভেনে। ছোট মেয়ে জিনিয়া আফরোজ।

দিলদার (জন্ম: ১৩ জানুয়ারি ১৯৪৫; মৃত্যু: ১৩ জুলাই ২০০৩) ছিলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র কৌতুক অভিনেতা। তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত কেন এমন হয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। তিনি ২০০৩ সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে তুমি শুধু আমার চলচ্চিত্রের জন্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

27/01/2024

চাঁদপুর শহরে বিয়ের দাবিতে দশম শ্রেনীর ছাত্রীর অ'নশন, প্রেমিক প'লাতক

27/01/2024

চাঁদপুর সরকারি শিশু পরিবারের চমৎকার মনোজ্ঞ ডিসপ্লে।

18/01/2024

🐓মুরগির ঠান্ডা লেগেছে এমন ৪ টি লক্ষন..এবং কি ধরনের ঔষুধ ব্যবহার করবেন।
বিস্তারিত ভিডিও...

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদ ফকিরের চাঁদপুর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চাঁদ ফকিরের চাঁদপুর:

Share

Category

চাঁদ ফকিরের চাঁদপুর

‘‘চাঁদপুর ভরপুর জলে আর স্থলে, মাটির মানুষ আর সোনার ফলে’’। ▶ আকাশের চাঁদ জ্যোৎস্না হয়ে ঝরে পড়ে এই সবুজ ভূখন্ডে। আচ্ছাদিত করে রাখে হাজার বছরের বিকশিত সভ্যতার এক সমৃদ্ধ জনপদকে। স্নিগ্ধ আলোর উৎস হচ্ছে চাঁদ, লোকালয়, নিকেতন অথবা গ্রাম জনপদ হচ্ছে পুর। এ দুয়ের সমন্বয়ে গড়া জনপদ হচ্ছে চাঁদপুর। ফিরে তাকাই চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্যের দিকে। ▶বাংলাদেশের ৬৪ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা চাঁদপুর।দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল চাঁদপুর জেলা।পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর কোল জুড়ে ১৭০৪.০৬ বর্গ কি.মি. আয়তনের ঘন সবুজ ভূ-খন্ডের বুকে পরম যতন আর আদরের মাঝে বসবাস করে ২৬,০০,২৬৩ জন মানুষ। চাঁদপুরের মানুষ আতিথেয়তার জন্য বিখ্যাত। ইলিশ মাছের অন্যতম প্রজনন অঞ্চল হিসেবে চাঁদপুরকে "ইলিশের বাড়ি " নামে ডাকা হয়। ১৯৮৪ সালের আগ পর্যন্ত এটি বৃহত্তর কুমিল্লার একটি অংশ ছিল। ▶বার ভূঁইয়াদের আমলে চাঁদপুর অঞ্চল বিক্রমপুরের জমিদার চাঁদরায়ের দখলে ছিল। এ অঞ্চলে তিনি একটি শাসনকেন্দ্র স্থাপন করেছিলেন। ইতিহাসবিদ জে. এম. সেনগুপ্তের মতে, চাঁদরায়ের নাম অনুসারে এ অঞ্চলের নাম হয়েছে চাঁদপুর। তবে বহুল প্রবীন সমাজ সংস্কারক মতে,ইতিহাস ও ঐতিহ্য বলে চাঁদপুর শহরের (কোড়ালিয়া) পুরিন্দপুর মহল্লার চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নাম চাঁদপুর। মুক্তিযুদ্ধের সময় চাঁদপুর ২ নং সেক্টরের অধিনে ছিলো।১৯৮৪ সালে ১৫ ফেব্রুয়ারি চাঁদপুর জেলা হিসেবে আত্মপ্রকাশ ঘটে। ▶চাঁদপুরের ইতিহাস শত বছরের প্রাচীন ইতিহাস ,পদ্মা-মেঘনায় তান্ডবে এ উপজেলার অনেক ভৌগলিক পরিবর্তন হয়েছে। বর্তমান চাঁদপুর একটি মফস্বল শহর হিসেবে পরিচিত।যুগ অার কালের বিবর্তনে পাল্টে গেছে চাঁদপুরের রুপরেখা।অাধুনিকতার ছোঁয়ায় যুবসমাজের কাছ থেকে হারিয়ে যাচ্ছে চাঁদপুরের ইতিহাস অার ঐতিহ্য। ♣পেইজ নামকরন ও উদ্দেশ্যঃ- যেহেতু চাঁদ ফকিরের নামানুসারে চাঁদপুর নামকরন করা হয়।তারই পরিপ্রেক্ষিতে চাঁদপুরের অতীত ও সুচনালগ্ন ইতিহাস তুলে ধরার জন্যই অামাদের পেইজের নামকরন করা হয় চাঁদ ফকিরের চাঁদপুর || The Land Of Chadfokir ।বর্তমান চাঁদপুরবাসী ও বিশেষ করে অনলাইন নির্ভর উঠতি বয়সের যুব প্রজন্মের মাঝে অতীত, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরাই অামাদের মূল উদ্দেশ্য। ♣অামাদের লক্ষ্যঃ- অামরা যুগ থেকে যুগান্তর,প্রজন্ম থেকে প্রজন্মান্তর চাঁদপুরের ইতিহাস প্রচারে ব্রত থাকবো।