Motivational Speech

Motivational Speech This is about bangla motivational speech, GK & Health tips etc.

10/11/2023

লজ্জাবতী মানে অলৌকিক কিছু || লজ্জবতীর উপকারিতা || Sensitive plant
লজ্জাবতী গাছের অলৌকিক গুণাগুন, সংক্ষিপ্ত পরিচর্যা;রাতারাতি ধনী ও রোগমুক্ত থাকতে গাছ লাগান
লজ্জাবতী গাছ হাতে নিয়ে দুরুদ পড়লে কি-হয় | মাওলানা সোহাইল আহমেদ মারুফী কুমিল্লা
লজ্জাবতী গাছ!! এই আশ্চর্যজনক গাছের কিছু উপকারী ম্যাজিক গুনের কথা জেনে রাখুন। | EP 426
লজ্জাবতী | Lojjaboti | Mimosa pudica | Shameplant |Sensitive plant
লজ্জাবতী গাছ যেভাবে আনন্দ দেয়।
নিউমোনিয়াজনিত বেদনা দূর করবে ঔষধি গাছ আকন্দ | Akondo | Giant calotrope | Somoy TV

লজ্জাবতী গাছের উপকারিতা,
লজ্জাবতী গাছ,
লজ্জাবতী গাছের বনসাই,
লজ্জাবতী গাছের উপকারিতা,
লজ্জাবতী গাছ সাদা,
লজ্জাবতী গাছের পরিচর্যা,
লজ্জাবতী গাছের চারা তৈরি,
lajjabati tree,
লজ্জাবতী,
লজ্জাবতীরে ছুইলে যেমন লজ্জা পায়,
লজ্জাবতী গাছের বনসাই,
লজ্জাবতী লতা,
sensitive plant,
sensitive plants respond to touch,
sensitive plant care,
sensitive plant benefits,
sensitive plant seeds,
sensitive plant video,
sensitive plant (mimosa pudica),
mimosa plant at night,
mimosa plant bonsai,
touch sensitive color changing plant,
mimosa plant experiment,
mimosa plant flower,
how to care for sensitive plant,
how to grow sensitive plant from seed,

#লজ্জাবতীগাছেরউপকারিতা #লজ্জাবতীগাছ #সাদালজ্জাবতীগাছেরউপকারিতা #শ্বেতলজ্জাবতীগাছেরউপকারিতা #লজ্জাবতীগাছেরশিকড়েরউপকারিতা
#লজ্জাবতীগাছ #লজ্জাবতীগাছেরউপকারিতা #সাদালজ্জাবতীগাছ #লজ্জাবতী #লজ্জাবতীগাছেরপরিচর্যা #লজ্জাবতীগাছেররহস্য #টবেলজ্জাবতীগাছেরচাষ
#লজ্জাবতীগাছ #লজ্জাবতী #লজ্জাবতীগাছেরউপকারিতা #সাদালজ্জাবতী #লজ্জাবতীগাছেররহস্য #লজ্জাবতীগাছেরশিকড় #লজ্জাবতীগাছেরপরিচর্যা #সাদালজ্জাবতীগাছ


👍যদি Video টি ভালোলাগলে অবশ্যই Like Share ও Comment করবেন।

😔ভিডিওটির কোন অংশে ভূল হলে নিচে comment বক্সে গঠনমূলক পরামর্শ দিবেন।

👬ভিডিও টিকে Share করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন🏃‍♂️

💃For all General Knowledge Videos Love this video to Like, comment, share with your friends and Don't Forget to SUBSCRIBE.

Video Credit: https://www.istockphoto.com/
Video Credit: https://www.videvo.net/ =videvo-logo

25/10/2023

এই পর্বের যা আছে:-

মনে রাখবেন, কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে, তা আল্লাহ ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়।

সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায়, তাহলে তা ভাঙা মুশকিল। আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায়, তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল।

দাম্পত্য জীবন হলো সরল অংকের মত। সরল অংকে যেমন যোগ, বিয়োগ, গুন, ভাগ ও বন্ধনী থাকে, তেমনি বিবাহিত জীবনেও থাকে হাসি-ট্টাটা, মান-অভিমান, বিরহ-বিচ্ছেদ, অনাবিল সুখ আর না পাওয়ার সীমাহীন বেদনা।

যদি ভালো পেনসিল হতে না পারো, কারো সুখের গল্প লেখার জন্য; তাহলে ভালো রাবার হও, যেনো কারো দুঃখ মুছে দিতে পারো।

তুমি ফুলের ওপর শুইলে ফুলসজ্জা, আর ফুল তোমার ওপর শুইলে মৃত্যুসজ্জা। এটাই বাস্তব।
অসত্যের পথে সফল হওয়ার চেয়ে, সত্যের পথে ব্যর্থ হওয়াও ভালো।

মানুষ কি অদ্ভুদ, উলঙ্গ শরীর ঢাকতে কেউ এক পয়সাও দিতে আসে না,… কিন্তু উলঙ্গ শরীর দেখার জন্য অনেকেই হাজর হাজার টাকা ওড়ায়।

যে ভুল করে, সে “মানুষ”; যে ভুলের ওপর স্থির থাকে’ সে “শয়তান”; আর যে ভুল করার পর ভগবানের কাছে ক্ষমা চায়, সে “বিশ্বাসী”।

যে কেউ দুঃখ দিলে তাকে দুঃখ দিও না,… শুধু মুচকি হেসে জানিয়ে দাও, তুমি অনেক বেশি সহনশীল।
বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে, ধন্যবাদ বলুন। কারণ, সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে।

মনে রাখবেন, END মানে শেষ না। END শব্দটির মানে হচ্ছে Effort Never Dies; অর্থাৎ প্রচেষ্টার মৃত্যু নেই।

21/10/2023

এই পর্বের যা আছে:-
“যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো”।

“পৃথিবীর সব বড় অর্জনগুলো সেইসব মানুষের দ্বারা হয়েছে, যারা কোনও সম্ভাবনা না দেখার পরও আশা নিয়ে চেষ্টা করে গেছে”।

“আমি সবচেয়ে খারাপটার জন্য প্রস্তুত থাকি, কিন্তু সব সময়ে সবচেয়ে ভালোটার জন্য আশা করি”।

“আশা কখনো হারিয়ে যায় না। যদি আজকের দিন শেষে তোমার সব আশা শেষ হয়ে যায়, কাল সকালে আবার তা নতুন করে জন্মাবে”।

“মানবজাতিকে নিয়ে কখনওই আশাহত হয়োনা। মানবজাতি একটি সমুদ্রের মত। কয়েক ফোঁটা পানি দুষিত হলে পুরো সমুদ্র দুষিত হয় না”।

“তুমি হয়তো জীবনে বহুবার হারবে। কিন্তু কখনওই জেতার আশা করা বন্ধ করো না”।

👍যদি Video টি ভালোলাগলে অবশ্যই Like Share ও Comment করবেন।

😔ভিডিওটির কোন অংশে ভূল হলে নিচে comment বক্সে গঠনমূলক পরামর্শ দিবেন।

👬ভিডিও টিকে Share করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন🏃‍♂️

20/10/2023

এই পর্বের যা আছে:-
মাত্র দুটি পন্থায় সফল হওয়া যায়! একটি হচ্ছে সঠিক লক্ষ্য নির্ধারণ করা, ঠিক যা তুমি করতে চাও। আর দ্বিতীয়টি হচ্ছে, সেই লক্ষ্যে কাজ করে যাওয়া।

কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারো মতো হবেন না, দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য।

যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।

যার যেটা নেই সে কখনও সেটার মূল্য বুঝে না, একমাত্র সেই ব্যক্তিই সেটার মূল্য বুঝে যার কোনো জিনিস পূর্বে ছিল কিন্তু এখন নেই।

জীবনের অনেক ব্যর্থতা এমন লোক যারা হাল ছেড়ে দেওয়ার সময় বুঝতে পারেনি যে তারা সাফল্যের কত কাছাকাছি ছিল।

ইগো হলো শয়তানের একটি বড় হাতিয়ার, যা অনেক বুদ্ধিমান ও যোগ্যতাসম্পন্ন মানুষদেরকেও খুব দ্রুত বিপর্যয়ের দিকে নিয়ে যায়।

14/10/2023

এই পর্বের যা আছে:-

জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভূল ধরার জন্য।

বিড়াল যেখানে ঘুমায়, সেখানে আপনার বিছানা পাতুন, কারণ বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না।

মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো….? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে।

যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায়, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করুন, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে।

জীবনে ভালো থাকতে চাইলে
পাচঁটি কথা মেনে চলুন-
১. কথা কম বলবেন।
২. কানে কম শুনবেন।
৩. রাগ কম দেখাবেন।
৪. মানুষকে আপন কম ভাববেন!..
৫. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন।

রেজার ব্লেড ধারালো কিন্তু গাছ কাটতে পারে না, কুড়াল শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অনন্য, তাই কখনোই কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়!

চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না-
১. পুরনো পোশাক।
২. সাধারণ জীবন যাপন।
৩. বৃদ্ধ বাবা মা।
৪. দরিদ্র বন্ধু।

12/10/2023

এই পর্বের যা আছে:-

৩টা জিনিস ফিরে আসেনা সময়,কথা,সুযোগ…..। ৩টা জিনিস হারানো ঠিক না, শান্তি,আশা,সততা…। ৩টা জিনিস এ পতন হয়, অহঙ্কার,মিথ্যা,হিংসা। ৩টা জিনিস খুব দামী, ভালবাসা,আত্মবিশ্বাস, বন্ধুত্ব…।

‘মায়া’ আর ‘প্রেম’ এক না। প্রেমের মধ্যে মায়া আছে। কিন্তু মায়ার মধ্যে প্রেম নাও থাকতে পারে। আর তাই, মানুষ মায়া করে কুকুর-বেড়াল পুষে, ওদেরকে ভালোবাসে না। কারন ভালোবাসা নাও থাকতে পারে।

চুপ থাকা খুব সহজ একটা কাজ। পারস্পরিক বহু সমস্যার সমাধান শুধু চুপ থাকলেই হয়ে যায়। কিন্তু মানুষের সবচেয়ে বড় অযোগ্যাতা হচ্ছে ! মানুষ সে মুখ বন্ধ রাখতে পারে না, অপ্রয়োজনে অনর্গল বকে যায়।

জীবন হলো – একটা পরীক্ষার নাম। যে পরীক্ষায় প্রত্যেকের জীবনে প্রশ্নপত্র আলাদা আলাদা। তাই যদি কেউ অন‍্যের পরীক্ষার প্রশ্নপত্র অন্ধ ভাবে নকল করে। তাহলে সে পরীক্ষায় ফেল করাটা স্বাভাবিক। তাই কোনো সময় নকল করা উচিত নয়।

নিজেকে কোনো একই স্থানে আটকে রাখবেন না – সকল স্থান তোমার জন্য উপযোগী হবে না; এটাই স্বাভাবিক। তাই কোনো সময় নিজেকে একই স্থানে আটকে না রেখে। চারিদিকে সুযোগ-সুবিধা গুলো অনুসন্ধান করো। জীবনে সফল হওয়ার জন্য, তোমাকে উপযুক্ত প্রতিবেশ খুঁজে নিতে হবে।

কিছু কিছু মানুষ তোমাকে মূল্য দেবে না, তাই বলে নিজেকে মূল্যহীন ভেবো না। মনে রাখা উচিত পায়ের নিচে দূর্বা ঘাসই পূজাতে লাগে। মাথার উপর তালগাছ নয়।

জ্ঞানী লোকের কথা কম। সৎ লোকের সংখ্যা কম। গুণী লোকের কদর কম। মরা নদীর পানি কম। বড় গাছ নড়ে কম। বড় মাছের কাঁটা কম।

12/10/2023

এই পর্বের যা আছে:-

মনে রাখবেন, মানুষ হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবে, কিন্তু কোনদিনও নিজের উন্নতি করতে পারবে না….।

কষ্ট মানুষের সারাজীবন থাকে না, কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষ গুলোর কথা সারা জীবন মনে থাকে।

যাদের কাছ থেকে শুধু অবহেলাই পাওয়া যায়, তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করুন, কারণ তোমার নিজেরও একটা আত্মসম্মান আছে।

রেজার ব্লেড ধারালো কিন্তু গাছ কাটতে পারে না, কুড়াল শক্তিশালী কিন্তু চুল কাটতে পারে না। প্রত্যেকেই তাদের নিজস্ব পদ্ধতিতে গুরুত্বপূর্ণ এবং অনন্য, তাই কখনোই কাউকে মূল্যহীন ভাবা উচিত নয়!

পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে- জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু একটা কথা মনে রেখো, সময় তোমার থেকেও বেশি শক্তিশালী।

মানুষ ঠিক তোমাকে ততদিন ভালোবাসবে, যতদিন তুমি তাদের উপকারে আসতে পারবে।

পৃথিবীতে তোমার জন্য যার জম্ম হয়েছে, তাকে পাওয়ার জন্য তোমাকে যুদ্ধ করতে হবে না, সময় হলে ঠিকই চলে আসবে।

মানুষ আপনাকে কতক্ষণ ভালো বলবে জানেন? যতক্ষণ আপনি তাদের অন্যায়গুলো মুখ বুজে মেনে নিবেন।

29/09/2023

এই পর্বের যা আছে:-
যারা মন থেকে কাজ করে না, তারা আসলে কিছুই পায় না। আর পেলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা। তাতে সব সময়ই একরকম তিক্ততা থেকে যায়।

“সাহস সবসময় গর্জে ওঠে না। কখনও কখনও সাহস হল দিনের শেষে শান্ত কণ্ঠস্বর বলে যে 'আমি আগামীকাল আবার চেষ্টা করব।"

"আপনার কর্মের ফলাফল কী হয় তা আপনি কখনই জানেন না, তবে আপনি যদি কিছুই না করেন তবে কোনও ফলাফল হবে না।"

মনে রাখবেন, জীবনের অবস্থা কখনই নিখুঁত হবে না। আপনার যা আছে তা দিয়ে সর্বাধিক করুন এবং আপনার সেরাটি করার মধ্যে স্বাচ্ছন্দ্য খুঁজে পান।

নিজেকে উন্নত করতে এবং আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে আপনি প্রতিদিন কী করতে পারেন তার উপর ফোকাস করুন। আপনি নিশ্চয়ই সফল হবেন।

একটি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন এবং এটি আপনাকে বিজয়ের দিকে পরিচালিত করতে দিন।

29/09/2023

এই পর্বের যা আছে:-

লোকে তোমার প্রশাংসা করলেও খুশি হইও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেয়ো না, কারন লোকের কথায় কয়লা কখনো সোনা হয় না।

এই পৃথিবীতে তোমাকে ডুবানোর জন্য অনেক মানুষ আছে, যাদের তুমি সাঁতার শিখিয়েছিলে।

জীবনে কাউকে অন্ধের মত বিশ্বাস করলে, সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে আর এটাই বাস্তব।

আসলে মানুষ যতটা আপন সাজে, ঠিক ততটা আপন ও নয়। সময় হলে সবাই সবার আসল চেহারাটা দেখিয়ে দেয়।

জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাবো- কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলি কোনদিন খুঁজে পাবো না।

আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনার চরিত্র কতটা উন্নত- সেটাই বেশি গুরুত্বপূর্ণ…।

ক্ষমা তাকেই করো – যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করোনা- যে বেঈমানি করেছে।

মানুষের মন আসলে ক’বর স্থানের মত, ভেতরে কি চলতেছে আল্লাহ ছাড়া কেউ জানে না।

আজ তুমি হয়ত যে পরিমাণ কষ্ট করছো, স্বপ্ন পূরণ হলে এর থেকে দিগুণ আনন্দ পাবে।

মনে রাখবেন, যে ঘরে স্ত্রীর কণ্ঠস্বর স্বামীর চাইতে উচুঁ, সে ঘরে কখনো শান্তি আসে না।

24/09/2023

এই পর্বের যা আছে:-
কারো ভুল হয়তো সংশোধন করা যায় কিন্তু কারো স্বভাব পরিবর্তন করা যায় না। তাই কারো স্বভাব পরিবর্তন করতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বরং সেখান থেকে সরে আসাটাই হলো প্রকৃত ব্যক্তিত্বের পরিচয়।

শুঁয়োপোকা যখন ভেবেছিল পৃথিবী শেষ হয়ে যাচ্ছে, তখন সে প্রজাপতিতে পরিণত হল।

পাখি স্বাধীনভাবে উড়তে পারে ততক্ষণই যতক্ষণ তার ডানা মুক্ত থাকে, কিন্তু সেই ডানায় যখন তার বাচ্চা থাকে তখন সে আর স্বাধীনভাবে উড়তে পারে না। তাকে খুব সাবধানে উড়তে হয়।

কখনও না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই, পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকার বিরত্ব লুকিয়ে আছে।

নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে।

পারিব না’ একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার।

আঘাত প্রত্যেকের জীবনের একটা গল্প আছে। অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনো পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো।

সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান চিরদিন তোমার সাথে থাকবে।

Address

Hajigonj
Chandpur
3610

Alerts

Be the first to know and let us send you an email when Motivational Speech posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share