
27/08/2025
প্রবাস জীবন শুধু রোজগারের জন্য নয়, মানসিক কষ্টেরও আরেক নাম। পরিবারের ভালোবাসা, দেশের মাটি—সবকিছু থেকে দূরে থেকেও অনেকে ধৈর্য ধরে বেঁচে থাকেন। কিন্তু সেই ধৈর্যের বাঁধ ভেঙে যায় যখন পাশে মিলে যায় একজন খা*রাপ রুমমেট বা খা*রাপ সহকর্মী।
বাস্তব উদাহরণ ধরা যাক—একজন প্রবাসী শ্রমিক সারাদিন কাজ করে রাতের শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলেন। ঘুমানোর আগেই রুমমেট উচ্চস্বরে ফোনে কথা বলছে বা মিউজিক চালাচ্ছে। তাতে তার ঘুম ভাঙে, সকালে কাজে যেতে দেরি হয়, আবার কাজের জায়গায় শুনতে হয় সুপারভাইজারের ব*কা*ঝকা।
অফিস বা কারখানায় একই ঘটনা। অনেক সময় দেখা যায়, সহকর্মী ইচ্ছা করেই কাজের চাপ অন্যের ঘাড়ে তুলে দেয়। ভুল করলেও দায় চাপায় নিরীহ প্রবাসীর ওপর। এর ফলে শুধু শারীরিক নয়, মানসিকভাবেও ভেঙে পড়েন তারা।
প্রবাসীদের জীবন এমনিতেই একাকিত্বে ভরা। সেখানে যদি রুমমেট বা সহকর্মী হয়ে ওঠে যন্ত্রণার কারণ, তবে সেই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। সত্যিই, প্রবাসীদের প্রতিদিনের যন্ত্রণার নাম—একজন খা*রাপ রুমমেট বা খা*রাপ সহকর্মী।
লেখা- আরিফুল হাসান