20/03/2024
মনে করেন আপনি পৃথিবীর শেষ মানুষটা!
কোন একটা ভয়ঙ্কর যুদ্ধে/ নিউক্লিয়ার এক্সপেরিমেন্টে /কোন একটা অচিন ভাইরাসে অথবা কিছু একটা অযৌক্তিক কারনেই ধরেন
পৃথিবীতে আর একটা মানুষও বেঁচে নেই!
আপনি কোন এক অলৌকিক কারনে বেঁচে আছেন।
অলৌকিকতা আসলে শুরু হবে পরের মুহূর্ত থেকে।
আপনি অলৌকিক ভাবে অনেক গুলো সত্য আবিষ্কার করবেন!
আপনি দেখবেন,
আপনার আর কোথাও যাবার নেই।
কিছু করবার নেই।
পরীক্ষা নেই।
কোথাও চান্স পাওয়ার নেই।
কাউকে বলবার নেই কি কি আপনি পাশ করেছেন, কি কি ফেইল করেছেন।
হঠাৎ করে আপনি আবিষ্কার করবেন,
আপনি ধনীও না, গরিবও না!
আপনি ভালোও না মন্দ ও না!
আপনি সফল ও না অসফলও না!
আপনি খেয়াল করবেন, আপনার মাথায়
চেহারার সৌন্দর্য বিষয়ক কোন আইডেন্টিটি নাই!
গায়ের রং বিষয়ক একটা চিন্তাও আপনার মস্তিষ্কে নাই!
আপনার কোন শ্রেণী নাই। ক্লাস নাই।
কোন পরিচয় ও নাই!
সকল মানুষ মারা যাওয়ার পরের দিন আপনি আবিষ্কার করবেন মানব জাতির বানানো এ সমাজ ব্যবস্থা একলা একটা মানুষের কি সর্বনাশটা করেছিলো!
সবাই মিলে কি একটা লোভের সিড়ি বানাইছে দুনিয়া জুড়ে!
মগজ কেমনে করে ধোলাই করা হইছে আপনার!
পরিচয়, ব্যাজ, পয়েন্ট, সফল অসফলের কি ভয়ংকর একটা জেলে এতদিন আপনি বন্দী ছিলেন!
স্বর্গীয় আত্নাটাকে কি করে একটা ছদ্মবেশী নরকে আমরা বেঁধে রাখি!
এই নরকের যন্ত্রণায় একটা মানুষ এ মানব জনমটা উপভোগই করতে পারলোনা।
শত শংকাতে তার জীবন কাটলো!
জীবনের বেশিরভাগ সময়ই গেলো নিজেরে ছোট ভেবে, ব্যর্থ ভেবে, কোথায় যেন পৌছাবার আছে এই এংজাইটিতে তির তির করে কাঁপা হৃদয়টা নিয়ে!
ঠিক করে গাছ তলায় বসে সব ছেড়েছুড়ে একটা আনন্দের শিষ পর্যন্ত দিতে পারলোনা মানুষটা!
Copy