24/09/2025
চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর CDPI Innovators Club এবং ফিউচার টেক ফোরাম এই দুটি ক্লাব ছাড়া বাকি ক্লাব গুলোর কোন এক্টিভিটি দেখি না আমরা।
ডিবেট ক্লাবে এই পর্যন্ত একটি মাত্র ডিবেট হয়েছে।
ইংলিশ ল্যংগুয়েজ ক্লাব আর স্পোর্টস ক্লাব এর তো কোন খোঁজ খবর নাই।
এরকম হওয়ার কারন কি?