The Beauty Of Al-Amin Academy

The Beauty Of Al-Amin Academy আল- আমিন একাডেমীয়ানদের দেখা স্মৃতি গুলো

SSC -2026 বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা,প্রতিযোগিতার এই সময়ে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে এখন থেকেই কঠোর পরিশ...
23/09/2025

SSC -2026 বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা,

প্রতিযোগিতার এই সময়ে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করতে এখন থেকেই কঠোর পরিশ্রম করার কোনো বিকল্প নেই। মনে রেখো, আজকের পরিশ্রমই তোমাদের আগামী দিনের সাফল্যের ভিত্তি। তাই তোমাদের লক্ষ্য যা-ই হোক না কেন, এখন থেকেই প্রতিটি পদক্ষেপ হওয়া উচিত সুপরিকল্পিত। কারণ এই সময়ে তোমাদের অধ্যবসায়ে যে মজবুত ভিত্তি গড়ে উঠবে, তা ভবিষ্যতের প্রতিটি ধাপে সফলতা অর্জনে তোমাদেরকে সাহায্য করবে। তাই, তোমাদের মধ্যে যে অপরিসীম শক্তি ও অপার সম্ভাবনা রয়েছে তা কাজে লাগিয়ে এখন থেকেই এগিয়ে যাও।


► সর্বমোট ৩০হাজার টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার!


তোমরা জানো, SSC পাঠ্যবইগুলোর মধ্যে বায়োলজি তুলনামূলক একটু জটিল বিষয়। বায়োলজি ভালো করতে হলে প্রতিটি টপিকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হয়। কেননা পরিপূর্ণভাবে কনসেপ্ট ক্লিয়ার না রাখলে পরবর্তীতে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। যার প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় SSC বোর্ড পরীক্ষায় এবং পরবর্তীতে কলেজ, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং কিংবা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের ক্ষেত্রে। এজন্য আগে থেকেই বায়োলজিতে দৃঢ় প্রস্তুতি রাখা খুবই জরুরি।


► শুধুমাত্র চাঁদপুর জেলায় অফলাইন পরীক্ষা

মূলত এই লক্ষ্যেই শুধুমাত্র চাঁদপুর জেলার শিক্ষার্থীদের জন্য অফলাইনে মেডুলা এর আয়োজন SSC 2026 বায়োলজি বিষয়ের ২য়, ৩য় ও ৪র্থ অধ্যায়ের উপর MCQ কম্পিটিশন “SSC বায়োলেজেন্ডস 2026” কার্যক্রম। যার মূল উদ্দেশ্য হলো, বায়োলজি বিষয়ে তোমাদের প্রস্তুতি দৃঢ়ীকরণ এবং চূড়ান্ত প্রস্তুতি যাচাইকরণ। প্রত্যাশা করি, এই কার্যক্রমটি তোমাদের বায়োলজি প্রস্তুতিতে এগিয়ে থাকতে সাহায্য করবে। উপরন্তু সেরা প্রথম ৩০ জনের জন্য সর্বমোট ৩০ হাজার টাকার নগদ মেধাবৃত্তি ও পুরস্কার তো থাকছেই। তাই দেরি না করে, সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করো এখনই।

► অনলাইন/মেডুলার চাঁদপুর শাখায় সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন!


► এক নজরে SSC'26 বায়ো`লেজেন্ডস

♦কার্যক্রম-এর উদ্দেশ্য: বায়োলজি বিষয়ে প্রস্তুতি দৃঢ়ীকরণ এবং চূড়ান্ত প্রস্তুতি যাচাইকরণ
♦যারা অংশগ্রহণ করতে পারবে: চাঁদপুর জেলার SSC 2026 বিজ্ঞান বিভাগের যেকোনো শিক্ষার্থী।
♦পরীক্ষার তারিখ: ১৮ অক্টোবর, ২০২৫ (শনিবার)।
♦ব্যাচের সময়সূচি: ছেলে-মেয়ে আলাদা ব্যাচ (সময় SMS-এ জানানো হবে)।
♦পরীক্ষার সিলেবাস: বায়োলজি ২য়, ৩য় ও ৪র্থ অধ্যায়।
♦পরীক্ষার ধরন: MCQ ১০০টি প্রশ্ন, ১০০ নম্বর (প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কর্তন করা হবে) সময়: ১ ঘণ্টা।
♦পরীক্ষার কেন্দ্র: মেডুলার চাঁদপুর শাখায় / চাঁদপুর সরকারি কলেজ (স্থান ও সময় SMS-এ জানানো হবে)।

► সম্মাননা পুরস্কার: প্রথম ৩০ জনের প্রত্যেকের জন্য ক্রেস্ট ও নগদ মেধাবৃত্তি ।

বিস্তারিত তথ্যের জন্য
মেডুলা একাডেমিক এন্ড এডমিশন কেয়ার
চাঁদপুর সরকারি কলেজ গেট সংলগ্ন
চাঁদপুর সদর , চাঁদপুর
📞01857276521

আলহামদুলিল্লাহ। আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি-১৬ ব্যাচের শিক্ষার্থী আল-আসিফ ও তানভীর ৪৮তম বিসিএসে (বিশেষ) স্ব...
11/09/2025

আলহামদুলিল্লাহ।
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের এসএসসি-১৬ ব্যাচের শিক্ষার্থী আল-আসিফ ও তানভীর ৪৮তম বিসিএসে (বিশেষ) স্বাস্থ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত।✨

দোয়ার আবেদন:আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুর রহমান স্যার অত্যন্ত অসুস্থ, আল্লাহ তায়ালা দ্বীনের...
07/03/2025

দোয়ার আবেদন:
আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুর রহমান স্যার অত্যন্ত অসুস্থ, আল্লাহ তায়ালা দ্বীনের এই দায়ীকে দ্রুত সুস্থতার নেয়ামত দান করুন, আমিন।

Faruk sir er timeline theke!Inshaallah Al Amin Academy will back to the glory.
01/11/2024

Faruk sir er timeline theke!

Inshaallah Al Amin Academy will back to the glory.

15/10/2024

আল-আমিন একাডেমিতে এইচএসসি-২৪এ ৩৫জন ফেইল!!🥲🥲
আপনার মন্তব্য অথবা পরামর্শ
👇

আল-আমিন একাডেমির HSC'24 ফলাফল।৩৫জন শিক্ষার্থী ফেইল🙄
15/10/2024

আল-আমিন একাডেমির HSC'24 ফলাফল।
৩৫জন শিক্ষার্থী ফেইল🙄

20/09/2024

নৈতিকতা এবং ইসলামী মুল্যবোধ সম্পন্ন জাতি তৈরীর লক্ষ্যে ঈমান, শিক্ষা, সততা এই শ্লোগান কে সামনে রেখে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় আমাদের প্রান প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান "আল-আমিন একাডেমি"। ৪৬ বছরের এই পথচলায় প্রতিষ্ঠানটি জাতিকে অনেক রত্ন এনে দিয়েছে। ছাত্র এবং অভিভাবক দের মাঝে ইসলামি মুল্যবোধ তৈরী এবং সুনাগরিক গঠনে অনন্য ভূমিকা রেখেছে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়াটা খুব মসৃণ ছিলো না। একাডেমীকে নানা কঠিন সময় মোকাবেলা করতে হয়েছে। শিক্ষকদের আন্তরিকতা, নিষ্ঠা এবং ত্যাগ এর বিনিময়ে একাডেমী বারবারই তা উতরে গিয়েছে। তবে এবারের মত কঠিন পরিস্থিতি হয়তো আগে কখনো পায় নি একাডেমী। একদল আদিম ক্ষমতালোভী এবং একদল বিশ্বাসঘাতক ঐক্যবদ্ধ হয়ে একাডেমীর মান ও শান পরিপন্থি, একটার পর একটা ঘটনা ঘটাতে থাকে। প্রতিষ্ঠান থেকে খসে পড়ে নৈতিকতা এবং ইসলামী মূল্যবোধের লেবাস।

শত শত মানুষের জীবন এবং হাজারো আহতের বিনিময়ে সেই আদিম স্বৈরচারী সরকার বিদায় নেয়। সাথে সাথে একাডেমী থেকেও তাদের ছায়া সরে যায়, আমরা ফিরে পাই আমাদের প্রানের একাডেমী। তাই আল-আমিন একাডেমী ফিরে পাওয়া এবং সেই ইসলামি মূল্যবোধের ঐতিহ্যের ধারাকে চলমান রাখতেই সাবেক ও বর্তমান ছাত্রদের এই প্রয়াস, এই আয়োজন।

বাংলাদেশ জিন্দাবাদ

আল-আমিন একাডেমী জিন্দাবাদ।

Video: Studio Raw

17/09/2024

আল-আমিন একাডেমির ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার সকল ছবি।

17/09/2024

যেনো হিমালয়ের চূড়ায় সোনালী আভায় সূর্য উদিত হলো। হিমালয় ফিরে পেলো তার জৌলুস। ছোট ছোট দৃপ্ত পদভারে মাড়িয়ে যাচ্ছেন প্রতিটি কদমের ইতিহাস। যেনো একাডেমির প্রতিটি ইট স্বাগত জানাচ্ছে তার পূনার্গমনে, যেনো শপথ নিচ্ছে ফিরে যাবো আপনার দেখানো সেই ঐতিহ্যের পথে।

আমার শিক্ষাগুরু ❤️
আমার অহংকার ❤️
একাডেমীর অহংকার 🤍
অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার৷ 🫶

Video : Studio Raw

আমার শিক্ষাগুরু ❤️আমার অহংকার ❤️একাডেমীর অহংকার 🤍অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার৷ 🫶
16/09/2024

আমার শিক্ষাগুরু ❤️
আমার অহংকার ❤️
একাডেমীর অহংকার 🤍
অধ্যক্ষ মোহাম্মদ মাহবুবুর রহমান স্যার৷ 🫶

16/09/2024

আল-আমিন একাডেমির ইতিহাস, ঐতিহ্য ও আদর্শ বজায় রাখার লক্ষ্যে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা

আল-আমিন একাডেমির ইতিহাস, ঐতিহ্য ও আদর্শ বজায় রাখার লক্ষ্যে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা
16/09/2024

আল-আমিন একাডেমির ইতিহাস, ঐতিহ্য ও আদর্শ বজায় রাখার লক্ষ্যে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Beauty Of Al-Amin Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category