মায়া মাল্টিমিডিয়া

মায়া মাল্টিমিডিয়া Blog, sports organisations, comedy series, short frilim,short History. End. 💋💘💞💞💟💚💛🧡❤️❤️‍🩹❤️
(2)

07/05/2025

কুমিল্লা জেলার মুরাদনগর থানার কুরবান পুর গ্রামের মাঠে
ধান কাটতে গিয়ে বজ্রপাতে
দুই কৃষকের মৃ*ত্যু!

07/05/2025

ভারত পাকিস্তান যুদ্ধু ফলাফল

07/05/2025

কচুয়া ৩ নং বিতারা ইউনিয়নে প্রভাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরামের ২১ সদস্য বিশিষ্ট কমিটি-অনুমোদ

নিজস্ব প্রতিনিধ ।।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা ৩ নং বিতারা ইউনিয়নের প্রভাসী কচুয়া জাতীয়বাদী ফোরামের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ০১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

অদ্য ২৫ এপ্রিল ২০২৫ ইং তারিখে উপজেলা প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তৌহিদুল ইসলাম তুহিনও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার পাঠান স্বাক্ষরিত এক

বিজ্ঞপ্তিতে মোহাম্মদ দ্বীন ইসলাম সভাপতি ও মো জাফর মিয়াজি-সাধারণ সম্পাদক এবং রাজিব পাটোয়ারীকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ২১সদস্যের বিশিষ্ট এই কমিটিতে আরো রয়েছ -

মোহাম্মদ দিদার হোসেন---সিনিয়রসহ-সভাপতি,
মোহাম্মদ মুন্না মিয়াজীসহ সভাপতি,
সাদ্দাম হোসেন-সহ সভাপতি,
মোহাম্মদ রেজাউল করিম-সহ সভাপতি,

মোঃ সালাউদ্দিন (পলাশ) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক,মোহাম্মদ হুমায়ুন কবির-সহ-সাধারণ সম্পাদক,মোহাম্মদ ফাহাদ তালুকদার-সহ-সাধারণ সম্পাদক,

আরিফ পাটোয়ারী- --সাংগঠনিক সম্পাদক

মোহাম্মদ নেহাল মিয়াজী-সহ সাংগঠনিক সম্পাদক,
মোহাম্মদ মইনদ্দিন হোসেন,-প্রচার সম্পাদক
কাজী রাকিব-সহ প্রচার সম্পাদক,-মোহাম্মদ হৃদয়-সহ প্রচার সম্পাদক।
মোহাম্মদ নাহিম ইসলাম-----দপ্তর সম্পাদক
মোহাম্মদ রাকিব পাটোয়ারী-সহ দপ্তর সম্পাদক-
নাসির উদ্দিন কাজী-ধর্ম বিষয়ক সম্পাদক-
সৃজন বণিক-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-
মোহাম্মদ জুয়েল মিয়াজী-ক্রীড়া সম্পাদক -
নুর আলম-শ্রম বিষয়ক সম্পাদক প্রমুখ।
এই সময় সভাপতি এবং সাধারণ সম্পাদক নতুন নেতৃত্বকারীদের নির্দেশনা দেন এই যে আংশিক কমিটিতে ৩নং বিতারা ইউনিয়ন এর বহির্বিশ্বে অবস্থানরত সকল ওয়ার্ডের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতা কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রবাসী কচুয়া জাতীয়তাবাদী ফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তরে জমা দিতে হবে।

একুশে বাংলা টেলিভিশন
৪/৫সোনারগাঁ নারায়ণগঞ্জ
ঢাকা -বাংলাদেশ।

07/05/2025
18/11/2024

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪ নং পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইর গ্রামের হোসেন মিয়ার সন্তান আবু সাঈদ। তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে ভালবাসেন। এলাকার মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে আগামী ইউপি নির্বাচনে উপজেলার ৪ নম্বর পালাখাল মডেল ইউনিয়নের মেঘদাইরে ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন আবু সাঈদ। তিনি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে জানান।

আবু সাঈদ বলেন, ‘আমার কোনো রাজনৈতিক পদবীর প্রয়োজন নেই। আমি ওয়ার্ডের মানুষের সাথে থাকতে চাই। তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকতে চাই। আমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সকলের উপকার করতে চাই। আমাদের ওয়ার্ডের মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।’তিনি আরো বলেন
পরিবর্তনের অঙ্গীকার ,আগামী দিনের মেম্বার হবে জনতার।
এই প্রত্যাশা করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাঈদ গত কয়েক বছর যাবত একজন জনপ্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। বয়স্কদের জন্য বয়স্ক ভাতার কার্ড, প্রতিবন্ধী কার্ডসহ সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।

ওই ওয়ার্ডের এক বাসিন্দা আবদুল কুদ্দুস বলেন, ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় আবু সাঈদ দাঁড়ান। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা আবু সাঈদকে চাই।’

বিল্লাল মিয়া নামে আরেক বাসিন্দা বলেন, ‘আবু সাঈদ আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে। সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে। কারও উপকার না করলেও ক্ষতি করে নাই। আমাদের সাধারণ মানুষের দাবি আবু সাঈদকে আমরা মেম্বার হিসেবে দেখতে চাই।’


এমরান, আবদুল জলিল, আরিফ প্রধান, করিব ফরাজি,গিয়াসউদ্দিন, মনা , ফারুক , বোরহান মিয়া আরো অনেক বাসিন্দা জানান, ‘আবু সাঈদ আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন।’
মোঃ কাউছার আহমেদ
একুশে বাংলা টেলিভিশন
২/৮সাইনবোর্ড -নারায়ণগঞ্জ

18/11/2024
18/11/2024

কচুয়া যুব-অধিকার পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি

অনুমোদ

নিজস্ব প্রতিনিধ ।।

চাঁদপুর জেলার কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের ৪৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি আগামী ০১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

আজ ৫ই নভেম্বর ২০২৪ ইং তারিখে জেলা যুব অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন ও সাধারণ সম্পাদক এইচ এম শরিফ হোসেনের স্বাক্ষরিত এক

বিজ্ঞপ্তিতে জাহিদ হাসান চৌধুরীকে সভাপতি ও এসআই সাইদুল-কে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্যের বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যান্যরা হলেন-

সহ-সভাপতি-রবিউল হোসেন (জুয়েলরানা), ডাক্তার নুরুল হুদা (ভূইয়া), মোঃ বেলায়েত হোসাইন, ইঞ্জি: আতাউর রহমান, আল- আমীন (ভূইয়া),

সাকিরুল ইসলাম (প্রবাসী)।

যুগ্ম-সাধারণ সম্পাদক-
কাউসার আহমেদ (ব্যাংকার),
সাজিদুল ইসলাম (স্বপন),
ডাক্তার রাসেল আহমেদ,
শামীম (প্রধান),
মোফাজ্জল হোসেন (মুন্সী),
আল-আমীন (প্রবাসী)।

সাংগঠনিক সম্পাদক-আরিফুর রহমান,

সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ জিয়াউল জিয়া, রাজিব

পাটোয়ারী, ওহিদ মোল্লা, মোহাম্মদ নেহাল। অর্থ সম্পাদক-তোফাজ্জল হোসেন, সহ অর্থ সম্পাদক: মোঃ জাকির হোসেন, মোঃজহীরুল ইসলাম।

আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক:শামীম সরকার, প্রবাসী

বিষয়ক সম্পাদক:মাঈনউদ্দিন (প্রবাসী)। সহ-প্রবাসী বিষয়ক সম্পাদক

কামরুল ইসলাম (প্রবাসী), দপ্তর সম্পাদক:মাহবুব কবির।

উপদপ্তর বিষয়ক সম্পাদক:

নাসির আহমেদ, গণমাধ্যম বিষয়ক সম্পাদক:

নাহিদুল ইসলাম (মৃদুল), সহ-গণমাধ্যম সম্পাদক

সফিকুল ইসলাম সবুজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক:

কবির হোসেন, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক: আরিফুল হরিপুর, ধর্ম ও সম্প্রীতি বিষয়ক সম্পাদক: হাফেজ: মোশারফ হোসেন, নারী বিষয়ক সম্পাদক: মিসেস: আফরোজা খানম, ক্রিয়া বিষয়ক সম্পাদক: কাউসার হোসাইন (প্রবাসী),

সহ-ক্রিয়া বিষয়ক সম্পাদক-মো: মহসিন।

কার্যকরী সদস্যঃ-আফজাল হোসেন, ঈমান হোসেন,

রোমান মাহমুদ (প্রবাসী), নুর আলম সুমন (প্রবাসী),

হাবিবুর রহমান (প্রবাসী), মোঃ সাদ্দাম হোসেন (প্রবাসী), আবু

ইউসুফ (প্রবাসী), মামুন মুন্সি (প্রবাসী),প্রমুখ।
একুশে বাংলা টেলিভিশন
৪/৫সোনারগাঁ নারায়ণগঞ্জ
ঢাকা -বাংলাদেশ

Address

Chandpur
3633

Alerts

Be the first to know and let us send you an email when মায়া মাল্টিমিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মায়া মাল্টিমিডিয়া:

Share