12/07/2025
শহরের এই কংক্রিটের ভিড়ে যখন হাঁপিয়ে উঠি, তখন চোখ বুজলেই দেখতে পাই আমার গ্রামের সেই সবুজ মাঠ, যেখানে পা রাখলে মাটি আর ঘাসের এক অদ্ভুত গন্ধ নাকে আসত । দিগন্তজোড়া ধানক্ষেত, হালকা বাতাসে ধানের শিষের দোল খাওয়া – এ যেন এক জীবন্ত ছবি । সকালের শিশির ভেজা ঘাস আর ভোরের পাখির কিচিরমিচির, এসবই এখন শুধুই স্মৃতি ।
নদীটা ছিল আমাদের খেলার সাথি । গ্রীষ্মের দুপুরে যখন পুকুরের জল তেতে উঠত, তখন নদীর শীতল জলে ডুব দিয়ে শান্তি পেতাম । স্রোতের সাথে গা ভাসিয়ে দেওয়া, কাদা মেখে ফুটবল খেলা, কিংবা নৌকায় চেপে ওপাড়ে যাওয়া – প্রতিটি মুহূর্ত যেন আজও জীবন্ত ।
#আমারগ্রাম #নস্টালজিয়া #সবুজবাংলাদেশ #প্রকৃতিরটান