দ্বীনের মুসাফির

দ্বীনের মুসাফির Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from দ্বীনের মুসাফির, Digital creator, Chandpur.

26/05/2025
আমাদের ভাই মাওলানা রঈস। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য। বর্তমানে গাজিপুর আ...
28/04/2025

আমাদের ভাই মাওলানা রঈস। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় সদস্য। বর্তমানে গাজিপুর আহলে সুন্নাতের দায়িত্বশীল।

২৬শে এপ্রিল ঢাকায় Mass Gathering for Palestine -এ যোগ দিয়েছিলেন। সংগঠিত করেছিলেন স্থানীয় ছেলেদেরও। সবাইকে নিয়ে একত্রে যোগ দিয়েছেন, তওহীদ, রিসালাতের স্লোগান দিয়েছিলেন।

এটাই কাল হয় রঈস ভাইয়ের। সমাবেশ পরবর্তীতে মব উস্কিয়ে দেওয়া হয়। একটা চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী অপবাদ দিয়ে রঈস ভাইকে নির্মমভাবে আহত করে। অতঃপর পুলিশে দেয়।

পুলিশ রঈস ভাইকে গ্রেফতার করলে এরপর প্রায় ১২ ঘন্টা চলে গেলেও আহত রঈস ভাইকে দেওয়া হয়নি কোনো চিকিৎসা। আঘাতে জর্জরিত রঈস ভাই ধুকতে থাকেন। মুখে নেননি কিছু। অথচ নির্বিকার পুলিশ কর্মকর্তারা।

এতো নিষ্ঠুরতা—হামলাকারী, পুলিশ, সকলের দিক থেকেই। সহ্য হয়নি আমার ভাইয়ের। নিষ্ঠুর এই পৃথিবী ত্যাগ করেছেন। শহীদ হয়েছেন তিনি।

শহীদ হালিম, লিয়াকত, রফিক, জিতু মিয়া, নঈম উদ্দীন, সাইফুল, আবু সাদেক, শহীদে মিল্লাত আল্লামা ফারুকীর সাথে মহাসম্মানিত এই লিস্টে যুক্ত হলেন আমাদের ভাই রঈস।

06/04/2025

দু'দিন আগে আমেরিকার দু'জন সিনেটর বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত চলমান থাকলে জাতিসংঘকে নিষেধাজ্ঞা দেয়া হবে। গাযায় যে বোমাগুলো মারা হচ্ছে তা আমেরিকার বানানো অথবা আমেরিকার টাকায় বানানো।

বিশ্বের চোখের সামনে স্মরণকালের ভয়াবহতম গনহত্যা চলছে৷ একশটা পেন্টাগন আর টুইনটাওয়ার ধ্বংস হলেও ভয়াবহতার মাত্রা সমান হবে না। একটা পেন্টাগনের পর সারাবিশ্ব থেমে গেছিলো, অথচ গাযা শেষ হয়ে গেছে, বিশ্ব জাস্ট নিরব দর্শক।

জাতিসংঘ, আন্তর্জাতিক আইন - এসব ভুয়া কথা। ক্ষমতাই আইন। পরাশক্তি হতে পারলে কোন জবাবদিহিতা করা লাগে না। জাহেদুেরদের উগ্রবাদের বয়ান বোগাস। যেদিন আমাদের হাতে ক্ষমতা থাকবে সেদিন আমরা মারলেও বিশ্ব চুপ থাকবে।

এ ভূখন্ড থেকে আমরা কাঁদতে পারি, ত্রাণ দেবার চেষ্টা করতে পারি, সহমর্মিতা জানাতে পারি, বয়কট করতে পারি, তবে এ ভূখন্ডের মুসলমানের জন্য যুদ্ধ গেরুয়া সন্ত্রাসের বিরুদ্ধে। এখান থেকে বায়তুল মাকদিসে পৌঁছাবার পথে প্রথম যুদ্ধ হবে হিন্দুত্ববাদের সাথেই।

বাংলাদেশ গাযা হবার আগেই আমাদের সচেতন হতে হবে। মুশরিকদের সাথে যুদ্ধটা অনিবার্য। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আগানো দরকার। কাফেলাবদ্ধ হওয়া দরকার।

🤲রাফা একেবারেই শেষ ! আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে গা'জা ! গা'জা'য় এখন আর খাবারের প্রয়োজন নেই, লাগবেনা আর কোন অক্সিজেন।ম...
06/04/2025

🤲রাফা একেবারেই শেষ !
আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে গা'জা !
গা'জা'য় এখন আর খাবারের প্রয়োজন নেই, লাগবেনা আর কোন অক্সিজেন।
মিডিয়া কর্মীদের গা'জা'য় প্রবেশ নিষেধ। আল জা'জিরা, CNN, NBC সহ সকল সংবা'দক'র্মীদের গা'জা ছাড়ার আল্টিমেটাম দিয়েছে IDF (is'r'ae'l De'fen'ce fo'rc'e).
কয়েক ঘন্টার মধ্যে গা'জা মুছে যাবে, নিঃশেষ হয়ে যাবে। আপনারা আমাদের কেবল জান্নাতে খুঁজে পাবেন।
বিদায়! হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম উম্মত...

✍️-গা'জা থেকে ফেসবুক বার্তায় সা'লেহ আল জা'ফরী!

❝ধি'ক্কা'র ঘৃ'ণা লা'ন'ত বিশ্বের মুসলিম নেতাদের প্রতি❞😭😭

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤
06/04/2025

তোমরা উড়ো জান্নাতে, আমরা ডুবি অভিশাপে😓🖤

19/03/2025

এমন এক সময় আসবে যখন ভালোবাসায়
মগ্ন হওয়া ছাড়া সব কিছুই তোমার কাছে অর্থহীন মনে হনে।

------মাওলানা রুমি----

Address

Chandpur

Telephone

+8801814170701

Website

Alerts

Be the first to know and let us send you an email when দ্বীনের মুসাফির posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দ্বীনের মুসাফির:

Share