Viral Page 6.9

Viral Page 6.9 চমৎকার সব পোস্ট পেতে পেজটিতে 𝗟𝗜𝗞𝗘 এবং 𝑭𝑶𝑳𝑳𝑶𝑾 দিয়ে পাশে থাকুন ✅

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ছবি প্রকাশ কর...
01/06/2025

গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ৫০০, ২০০, ১০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোটের ছবি প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক...

01/06/2025
30/05/2025

দুদু ভাই, আস্তে আস্তে....!

28/05/2025

বি/চি বিক্রি করে বউকে কিনে দিলো গাড়ি-!😒

28/05/2025

ভালোবাসার প্রমাণ দিতে নিজের বি/চি বিক্রি করে বউকে গাড়ি কিনে দিলো স্বামী!🤨

লিংক কমেন্টে👇

ড. ইউনূস কোথায় হাত দিয়েছে জানেন ⁉️কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন উনি !!ভারত একতরফাভাবে ১০ টি প্রকল্প হাসিনাকে...
22/05/2025

ড. ইউনূস কোথায় হাত দিয়েছে জানেন ⁉️
কুমিরের মুখ থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন উনি !!

ভারত একতরফাভাবে ১০ টি প্রকল্প হাসিনাকে চাপিয়ে দিয়ে নিজের স্বার্থ হাছিল করতে চাইছিল। যা ছিলো বাংলাদেশের মানুষের মরণ ফাঁদ, আর রেন্ডিয়ার কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থ।

*ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্পে হয়েছিল যেখানে ভারত পেত বিনামূল্যে ট্রানজিট সুবিধা, অথচ বাংলাদেশ এই সংযোগের কৌশলগত হুমকির মুখে পড়ত।

* চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চুক্তি এতোটাই ভয়ংকর ছিলো যেখানে কৌশলে বঙ্গোপসাগর দখলে নিয়ে যেতো। যা বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হতে পারত।

*সিলেট-শিবচর সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প।
যা ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিত। এখানে তাদের ফায়দা হলো সেভেন সিস্টার্সকে নিজেদের কবজায় রাখা।

*পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্পও স্থগিত করা হয়েছে, যেখানে ভারত ত্রিপুরা থেকে বাংলাদেশের জ্বালানি বাজারে প্রবেশের চেষ্টা করছিল।
মানে আপনাকে কিনতে বাধ্য করা হতো। ৫ টাকার জিনিস বাধ্য হয়ে ৫০ টাকা দিয়ে কিনতে হতো। আপনি চাইলেই চীন থেকে ১০ টাকা দিয়ে কিনতে পারতেন না।

*অভয়পুর-আখাউড়া রেলপথ প্রকল্পে ভারতের সামরিক ও বাণিজ্যিক পণ্য পরিবহনের সুবিধা থাকলেও বাংলাদেশ কোনো কৌশলগত লাভ পেত না।

*আশুগঞ্জ-আগরতলা করিডর, এইডা ছিলো আরেক মরণ ফাদ। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে যেখানে দিল্লি থেকে সরাসরি কম খরচ ও সময়ে সেভেন সিস্টার্সে যেতো।

*ফেনী নদী জল ব্যবস্থাপনা।এতো দিন ইচ্ছেমতো পানি ব্যবহার করেছে। তাদের লাভে নদী থেকে পানি তুলে নিতো এখানে আমরা পর্যাপ্ত পানি পেতাম না।

*ফারাক্কাবাদ সংস্কারসহ মোট ১০টি প্রকল্প সরাসরি ভারতের স্বার্থে পরিচালিত হচ্ছিল। উত্তরবঙ্গের মানুষ কি পরিমাণ সাফারার একমাত্র তারাই বলতে পারবে।
বন্য , খরা দুটাই রীতিমতো উপভোগ করে। চীন চেয়েছিলো কাজটা করে দিবে কিন্তু ভারত সাপও মারে আবার সাপের লেজও জীবিত রাখে।

কথা হইলো সবকিছু বাস্তবায়ন হলে প্রতিরক্ষা বাহিনীরের দায়িত্ব বেড়ে যেতো অর্থাৎ সারাদিন ভারতকে ট্যাকেল দিতে দিতে হুশ থাকতো না। ঐ সুযোগে মাদক চোরাচালান, চোর বাটপার, বিশেষ করে র এর এজেন্টরা ইজিলি প্রবেশ করতো। সবচেয়ে বড় কথা হলো যদি কখনো যুদ্ধ হতো তাহলে আমার দেশের ভূমি ব্যবহার করেই আমাদের মাইর দিতো।

এই সাহসী সিদ্ধান্তের ফলে বাংলাদেশ নতুন করে তার কৌশলগত স্বাধীনতা ও জাতীয় স্বার্থ রক্ষার কাজ করবে।

১০ টি প্রকল্প থেকে সরে আসছে মানে বাংলাদেশের “স্বাধীনতার পর সবচেয়ে শক্ত অবস্থান”।
এমন শক্তিশালী দেশই তো আমরা চেয়েছিলাম যারা অপরাধীদের টুটি চেপে ধরবে।

হাসিনা একটা কথা বলছিলো, "ভারতকে আমরা যা দিয়েছি সারাজীবন মনে রাখবে" হায় রে আপা, আপনার দেশ বিক্রি করে দিয়ে নিজের উন্নয়ন দেখালেন এদিকে পরবর্তী প্রজম্মের চিন্তা করলেন না দুঃখজনক !!!

We love our Country more than life 🇧🇩.
Bangladesh is only our land!!

(নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস স্যারকে আমরা সম্মান করি। (সংগৃহীত )

বাসার পুরনো জুতা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন 🥀❤️
22/05/2025

বাসার পুরনো জুতা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন 🥀❤️

19/05/2025

ইন্নালিল্লাহ, এটা কি দেখলাম 😢 হিন্দুত্ববাদীদের ভাগোওয়া- লাভ ট্রেপে মুসলিম তরুণী। জনগণের হাতে কট।
সবাই তাড়াতাড়ি শেয়ার করেন, তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Viral Page 6.9 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Viral Page 6.9:

Share