07/01/2025
ইনশাআল্লাহ ,আমরা প্রতিদিন আমাদের দিনের শুরুটা একটা ভালো কাজ দিয়ে শুরু করবো।এতে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করবো,মানসিক প্রশান্তি পাবো এবং কিছু দরিদ্র সুবিধা বঞ্চিত এতিম অসহায় শিশু উপক্রিত হবে।
"মাদ্রাসাতুল দারুল আবরার ও এতিম খানা"।
এটি মূলতঃ একটি এতিমখানা।এখানে প্রায় ৭০জন এতিম ও অসহায় বাচ্চা ছাএ আছে।এদের থাকা খাওয়া পড়া লেখার একটা খরচ আছে।আল্লাহর ইশারায় কিভাবে যেন এদের সেই খরচ কোনো ভাবে বহন করে যাচ্ছে।বাবা মা হারা এই এতিম অসহায় বাচ্চা গুলোর জীবন আমাদের মত এতো সহজ এবং রঙিন নয়।এদের মধ্য থেকে দুই (০২) জন ছেলের কোরআনের হাফেজ হওয়া পযন্ত সম্পর্ন্ন দায়িত্ব নিয়েছি,আলহামদুলিল্লাহ।এদের মধ্যে একটি শিশুর বাবা মা দুইজনের কেউ নেই।ওর খবর নেয়ার ও কেউ নেই।আরেকটি শিশুর বাবা নেই।এদের দুজনের জন্য পান্জাবী কাপড়+সেলাই করা,শীতের সোয়েটার,জুতো, বই খাতা ও একমাসের নাস্তার ব্যবস্থা করে দিয়ে আসছি এবং মাদ্রাসার আবাসিকে থাকা-খাওয়া খরছ ব্যবস্থা করে দিয়ে আসছি।
দোয়া করবেন এই বাচ্চা গুলো যেন কোরআনের হাফেজ হতে পারে এবং প্রকৃত মানুষ হতে পারে।
আপনারাও এভাবে আপনাদের আশেপাশে এতিম অসহায় বাচ্চা থাকলে তাদের দায়িত্ব নিতে পারেন।একটা সুন্দর জীবন যাপনের পথ সুগম করতে পারেন।