মানবিক পুলিশ মানিক

মানবিক পুলিশ মানিক আসুন আমরা মানসিক ভারসাম্যহীন (পাগল) এতিম,অসহায়,পথ শিশু,দরিদ্র,প্রতিবন্ধী,মানুষদের পাশে দাঁড়াই।

18/05/2025

আপনার একটি শেয়ার এর মাধ্যমে পরিবার ফিরে পেতে পারেন মানসিক ভারসাম্যহীন এই খালা।রাঙ্গুনিয়া লিচুবাগান/রেশমবাগান পুলিশ চেকপোস্ট এর আশপাশ এলাকায় সারাদিন ঘুরে বেড়ান।স্থানীয় লোকজনের ভাষ্যমতে ৭/৮ বছর থেকেই খালা এই এলাকার মানসিক ভারসাম্যহীন ভাসমান ঘুরাঘুরি করেন॥
বয়স আনুমানিক ৫০/৫৫ হবে।কেউ যদি উনাকে চিনতে পারেন তাহলে দয়া করে উনার পরিবারের সন্ধ্যান দিন।আমি চাই এই মানসিক ভারসাম্যহীন খালা তাঁর পরিবার ফিরে পান।
প্রয়োজনে:-ইনবক্স এ (এসএমএস) করুন।

একসেট বই একজন ছাত্রের জীবনের মোড় বদলে দিতে পারে।বই শুধু অক্ষরের সন্নিবেশ নয়,বই আত্মার আশ্রয়।বই হলো এমন এক লাইব্রেরি যেখ...
29/04/2025

একসেট বই একজন ছাত্রের জীবনের মোড় বদলে দিতে পারে।

বই শুধু অক্ষরের সন্নিবেশ নয়,বই আত্মার আশ্রয়।
বই হলো এমন এক লাইব্রেরি যেখানে দুনিয়ায় চলার পথে সফলতার সব সমস্যার সমাধান লুকিয়ে থাকে।
আমাদের মেসে রান্নার কাজে সহযোগীতা করেন এক খালা।উনার স্বামী নেই।এখানে সামান্য বেতনে থাকা খাওয়া চলেনা।তারউপর ছেলের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতেই হিমশিম খাচ্ছেন।একমাত্র ছেলেকে পড়ালেখা করাতে অনেক কষ্ট হয়।ছেলে অষ্টম শ্রেনিতে পড়ে।গৃহশিক্ষক দিতে পারেননা।বাচ্চাকে একসেট গাইড কিনে দিতে পারেননা।আমি জানতে পেরে আজ ছেলেটাকে একসেট গাইড বই কিনে দিলাম।আমার আপনার কাছে হয়তো এটা সামান্য কিছু কিন্তু কারো কারো কাছে এটা বিশাল কিছু।
আমি আমার সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত সবার কাছে আশা করবো যে যার পজিশনে থেকে এসব পিছিয়ে পড়া বাচ্চাদের পাশে দাঁড়াবেন।দেখবেন বুকের ভিতরে চেপে থাকা দায়বদ্ধতার বোঝা কতটা হাল্কা হয়।

আসসালামু আলাইকুম,আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দরিদ্র পরিবারকে এই রমজান মাসে আমার সামর্থ্য অনুযায়ী কিছু ইফতার সা...
09/03/2025

আসসালামু আলাইকুম,
আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু দরিদ্র পরিবারকে এই রমজান মাসে আমার সামর্থ্য অনুযায়ী কিছু ইফতার সামগ্রী বিতরনের লক্ষ্যে গত ০৪/০৩/২০২৫ খ্রিঃতারিখে একটা পোষ্ট করি।সেই পোষ্ট দেখে আমার কাছে অনেক পরিবার থেকে অনুরোধ এসেছে।এরমধ্যে আল্লাহর রহমতে আমার নিজ এলাকা ও পার্শ্ববর্তী এলাকায় ২৫টি পরিবারের মাজে ইফতার সামগ্রী উপহার দিতে পেরেছি।

আরো ৪৩ টি পরিবার থেকে রিকোয়েস্ট এসেছে আমার কাছে।আশারাখি পর্যায়ক্রমে সেগুলো ও দেয়া হবে।

সর্ব্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে আপনাদের কাছে ইফতার সামগ্রী পাঠিয়েছি।দয়া করে আপনারা কেউ লজ্জিত হবেননা বা হীনমন্যতায় ভুগবেন না।
আপনারা আমার জন্য দোয়া করবেন🤲

আমার ফ্রেন্ডলিস্টে যদি এমন কোনো মুসলিম পরিবার থেকে থাকেন অভাবের কারনে ইফতার সেহরি নিয়ে টানাটানি, কাউকে বলতেও পারছেন না, ...
03/03/2025

আমার ফ্রেন্ডলিস্টে যদি এমন কোনো মুসলিম পরিবার থেকে থাকেন অভাবের কারনে ইফতার সেহরি নিয়ে টানাটানি, কাউকে বলতেও পারছেন না, আমাকে নক করতে পারেন। হয়ত খুব বেশি কিছু করতে পারবো না, তবে চেষ্টা করতে পারবো।

অন্য কারো জন্য নয়, কেবল নিজের জন্য নক করুন। অবশ্যই আপনার গোপনীয়তা আমার কাছে আমানত হয়ে থাকবে।

12/01/2025

আলহামদুলিল্লাহ্
আজ ১২ ই জানুয়ারি ২০২৫,শিক্ষাবর্ষে মাদরাসাতুল দারুল আবরার ও এতিমখানায় আজ ৩১ জন এতিম ও অসহায় ছাত্র কোরআন ছবক নিয়েছে।এর মধ্যে আমি যে দুজন ছাত্রের দায়িত্ব নিয়েছি তারা সহ মোট ৩১ জন জন ছাত্র ছিলো।
আজ সকালে মাদরাসা প্রাঙ্গনে স্থানীয় গন্য মান্য অনেক ব্যক্তি ও অভিভাবকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই বাচ্চা গুলোকে কোরআনের ছবক দেয়া হয়।ওদের জন্য দোয়া করবেন যেন ওরা কোরআন শিক্ষা নিয়ে কোরআনের আলোকে জীবন গড়তে পারে।উক্ত অনুষ্ঠানে পশ্চিম বশিকপুর উষিয়ার কান্দি নূরানী মাদরাসা ও এতিমখানা(আমির উদ্দীন বেপারী বাড়ির সামনে অবস্থিত)এই মাদরাসার ছাত্র শিক্ষক সহ ২৫ জনকে আমন্ত্রন করা হয়েছে।অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি,শিক্ষক,ছাত্র সহ সবার জন্য একবেলা মানসম্মত ভালো খাবারের আয়োজন করা হয়।
এই বাচ্চা গুলো সত্যিই অনেক অসহায়।আপনারা এই বাচ্চা গুলোর জন্য প্রান খুলে দোয়া করবেন এবং ওদের প্রতি একটু সুদৃষ্টি রাখবেন।

08/01/2025
ইনশাআল্লাহ ,আমরা প্রতিদিন আমাদের দিনের শুরুটা একটা ভালো কাজ দিয়ে শুরু করবো।এতে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করবো,মানসিক প্...
07/01/2025

ইনশাআল্লাহ ,আমরা প্রতিদিন আমাদের দিনের শুরুটা একটা ভালো কাজ দিয়ে শুরু করবো।এতে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করবো,মানসিক প্রশান্তি পাবো এবং কিছু দরিদ্র সুবিধা বঞ্চিত এতিম অসহায় শিশু উপক্রিত হবে।
"মাদ্রাসাতুল দারুল আবরার ও এতিম খানা"।
এটি মূলতঃ একটি এতিমখানা।এখানে প্রায় ৭০জন এতিম ও অসহায় বাচ্চা ছাএ আছে।এদের থাকা খাওয়া পড়া লেখার একটা খরচ আছে।আল্লাহর ইশারায় কিভাবে যেন এদের সেই খরচ কোনো ভাবে বহন করে যাচ্ছে।বাবা মা হারা এই এতিম অসহায় বাচ্চা গুলোর জীবন আমাদের মত এতো সহজ এবং রঙিন নয়।এদের মধ্য থেকে দুই (০২) জন ছেলের কোরআনের হাফেজ হওয়া পযন্ত সম্পর্ন্ন দায়িত্ব নিয়েছি,আলহামদুলিল্লাহ।এদের মধ্যে একটি শিশুর বাবা মা দুইজনের কেউ নেই।ওর খবর নেয়ার ও কেউ নেই।আরেকটি শিশুর বাবা নেই।এদের দুজনের জন্য পান্জাবী কাপড়+সেলাই করা,শীতের সোয়েটার,জুতো, বই খাতা ও একমাসের নাস্তার ব্যবস্থা করে দিয়ে আসছি এবং মাদ্রাসার আবাসিকে থাকা-খাওয়া খরছ ব্যবস্থা করে দিয়ে আসছি।
দোয়া করবেন এই বাচ্চা গুলো যেন কোরআনের হাফেজ হতে পারে এবং প্রকৃত মানুষ হতে পারে।
আপনারাও এভাবে আপনাদের আশেপাশে এতিম অসহায় বাচ্চা থাকলে তাদের দায়িত্ব নিতে পারেন।একটা সুন্দর জীবন যাপনের পথ সুগম করতে পারেন।

31/10/2024

চাঁদপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেলেন সদ্য বিদায় পুলিশ সদস্য মানিক
ভবঘুরে,মানসিক ভারসাম্যহীন শারীরিক অসুস্থ মানুষকে দেখলেই ছুটে যান মানিক।এ পর্যন্ত ৪৫জন ভবঘুরে,মানসিক ভারসাম্যহীনকে ফিরিয়ে দিয়েছে পরিবারের কাছে।সহায়তা করেছেন শিশু থেকে বৃদ্ধ সব বয়সী অসহায় মানুষদের। দুস্থ এতিম তেরো জন কন্যার বিবাহের ব্যবস্থা করেছেন। পথশিশু,এতিমদের খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা,বস্ত্র প্রদান করে থাকেন।ব্লাড ডোনেট করেছে ৩১বার মানবসেবার কারণে এসএসসি ১১ এইচএসসি ১৩ ব্যাচের বন্ধুগণ তাকে লক্ষ্মীপুরের রবিনহুড উপাধীতে ভূষিত করেছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। মানিকের মানবিকতায় বাড়ছে পুলিশের মর্যাদা!

ছেলেটিকে কেউ কোথায়ও দেখে থাকলে বা পেয়ে থাকলে। নিন্মের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।Highlights
16/09/2024

ছেলেটিকে কেউ কোথায়ও দেখে থাকলে বা পেয়ে থাকলে। নিন্মের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।

Highlights

14/09/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বর্তমান পুলিশের ক্রান্তিলগ্নে জনতার পাশেই পুলিশ!আমি একত্রিশ (৩১)তম রক্তদান সম্পন্ন করলাম।আলহামদুলিল্লাহ।দেশের এই ক্রান্ত...
12/08/2024

বর্তমান পুলিশের ক্রান্তিলগ্নে জনতার পাশেই পুলিশ!
আমি একত্রিশ (৩১)তম রক্তদান সম্পন্ন করলাম।আলহামদুলিল্লাহ।
দেশের এই ক্রান্তিলগ্নে একজন থ্যালাসেমিয়া রোগীর জরুরী রক্তের প্রয়োজন হলে আমি ছুটে যাই বিবেকের ডাকে।এবং তাৎক্ষণিক ভাবে এক ব্যাগ রক্তদান দান করি।আপনাদের ভালোবাসায় আর দোয়ায় রাখবেন আমাকে।যেন আজীবন অসহায়দের পাশে দাঁড়াতে পারি।
Highlights #মানবিকপুলিশমানিক

22/04/2024

কিসের এত অহংকার শুধু সময়ের অপেক্ষা.!😭

Address

Chandpur

Telephone

+8801619142987

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবিক পুলিশ মানিক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবিক পুলিশ মানিক:

Share