15/07/2024
এইযে যেই ছেলেগুলো ছাত্রলীগ হিসাবে আজকে ক্যাম্পাসে রক্তের বন্যা বইয়ে দিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ওপর হায়েনার মত ঝাঁপিয়ে পড়ে তাদেরকে রক্তাক্ত করে আনন্দ উৎসব করে বেড়াচ্ছে, এরা কিন্তু আমাদেরই পরিচিতজন। এরা অন্য ছাত্রদের মত একই ক্লাসে বসে ক্লাস করে, বন্ধুদের সাথে আড্ডায় মজে, আবার ক্যাম্পাস থেকে বাড়িতে গিয়ে নিজেদের এলাকায় বন্ধুদের দলে মিশে যায়।
এরা যেহেতু আপাতদৃষ্টিতে আইনের ধরাছোঁয়ার বাইরের লোক, এদের শক্তির উৎস কোথায়, সেটাও জানেন সবাই।এদেরকে সব ধরনের ব্যক্তিগত সম্পর্কের জায়গা থেকে সামাজিকভাবে বয়কট করুন।
যারা আপনার ক্লাসমেট, সিনিয়র, জুনিয়রদের ওপর হামলে পড়ে রক্তের ভয়ংকর খেলায় মেতে উঠে আত্মতৃপ্তির হুংকার দেয়, এরা কারও বন্ধু হতে পারে না। এই ইতরগুলো কারো কাছে সিম্প্যাথি পাওয়ার যোগ্য না।
এরা কেউ কেউ ডিরেক্ট পার্টিসিপেট করেছে, কেউ কেউ লিড দিয়েছে, কেউ কেউ আবার ডিরেক্ট পার্টিসিপেট না করেও অনলাইনে এদের পক্ষে সাপোর্ট দিয়ে বেড়াচ্ছে নানাভাবে। এরা প্রত্যেকেই কালেক্টিভলি এই অতি বর্বর ঘটনার জন্য দায়ী। একেকজন একেকরকম রোল প্লে করেছে এরা।
ব্যক্তিগত কোন সম্পর্কের দিকেই তাকাবেন না। এই নিকৃষ্ট কীটগুলোর সাথে সম্পর্ক রাখা মানে হলো সাধারণ শিক্ষার্থীদের রক্তের সাথে বেঈমানী করা।
এত এত অন্যায়ের পরও যখন এদের কোন বিচার হবে না, তখন আপাতদৃষ্টিতে সমাধান একটাই— প্রতিটা জায়গায় এদেরকে সামাজিক বয়কট করুন। এর ডানে-বামে ভিন্ন কোন কথা থাকতে পারে না। চয়েজ এখন আপনাদের!
Everyone