Zed Jahid

Zed Jahid মজা খুজো? মজা তো তোমার রগে রগে।

08/07/2025

হাবিবুর রহমান, যার টিনের চালের ঘরে বৃষ্টি উপভোগ করার জন্য হিমু বৃষ্টির দিনে উপস্থিত হয়, তাকে হতদরিদ্র বলা না গেলেও নিম্নবিত্ত বলা চলে।স্ত্রী ফরিদার চিকিৎসার জন্য তার টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে।আসমা নামের এক নিঃসন্তান মহিলা হাবিবুর রহমান এর ছেলে ইমরুল কে দত্তক নিতে চায়। কিন্তু নিঃসন্তান আসমা যখন জানতে পারে সে মা হতে পারবে তখন ইমরুল কে আর দত্তক নিতে চায় না।হিমু এর পরিবর্তে ফরিদার চিকিৎসার খরচ চায়।

হিমু আমার পছন্দের চরিত্রের মধ্যে একটি। মিসির আলী শুভ্রর বিপরীতে এই চরিত্রটি একটু এলোমেলো। না পুরাটাই এলোমেলো। তবুও আপনি যখন এই চরিত্রটি উপলব্দি করতে যাবেন একরকম ঘোরের মধ্যে ডুবে থাকবেন।

#সেআসেধীরেহিমু


07/07/2025

ঝিরিঝিরি বৃষ্টি দেখে হুমায়ুন আহমেদ নিশ্চিত কোনো এক একতলা টিনের বাড়ি খুজতেন। যার সামনে একটি নারকেল গাছ থাকতো।

লেখক এই সুন্দর দৃশ্য খুব পছন্দ করতেন তা উনার - সে আসে ধীরে (হিমু সমগ্র) বইতে পাওয়া যায়। উনি বলতেন কয়েকটি সুন্দর শব্দের মধ্যে একটি হলো টিনের চালে পড়া বৃষ্টির শব্দ। 🌧️

01/07/2025

যাঁরা জীর্ণ জাতির বুকে জাগালো আশা,
মৌন-মলিন মুখে জোগালো ভাষা
আজি রক্ত কমলে গাঁথা মাল্যখানি
বিজয় লক্ষ্মী দেবে তাঁদেরই গলে।।

Good morning
01/07/2025

Good morning


এই ছবি থেকে ইনকামের টাকা দিয়ে মাইর দিতে বেত কিনা হবে 🙂
29/06/2025

এই ছবি থেকে ইনকামের টাকা দিয়ে মাইর দিতে বেত কিনা হবে 🙂


29/06/2025

জুলাই আন্দোলন ভুল কিছু ছিলনা। বর্তমান পরিস্থিতি দিয়ে সেই সময় ভুল করছি এটা বলা যাবে না।
দায়িত্বশীল পদে থাকা মানুষ গুলো বরাবর ভুল করছে, বুঝে না বুঝে । এটা বলতে পারেন৷ তবে জুলাই এর আগের একনায়কতন্ত্র থেকে মুক্তি পাইছেন এর জন্য দিনে ১০ বার করে শুকরিয়া আদায় করেন সৃস্টিকর্তার কাছে।
ভবিষ্যতে যারা আসবে তাদের মধ্যে ফ্যাসিজম যেন না থাকে সেটাই মুল লক্ষ্য হতে হবে।

29/06/2025

আমার দেখা সবচেয়ে ষ্টুপিড জিনিস হলো বুয়েটের টেসলা আবিষ্কার 🙂

A sunny day in
26/06/2025

A sunny day in

আকাশ নাহয় মেঘেতে ঢেকে যাক।
23/06/2025

আকাশ নাহয় মেঘেতে ঢেকে যাক।

20/06/2025

নদী, ফেরি আর মানুষের জীবনের প্রতিদিনের গল্প।
দৌলতপুর ফেরিঘাটে মানুষের ব্যস্ততা, অপেক্ষা আর নদীর শান্ত রূপ — সব মিলিয়ে এক টুকরো বাংলাদেশ।

📍 লোকেশন: দৌলতপুর ফেরিঘাট
📷 চোখে দেখা বাস্তব জীবন
#জীবনেরগল্প

11/06/2025

হালকা বাতাস, আর প্রকৃতির সাথে মিলিয়ে যাওয়ার এক মুহূর্ত।



🎵 Music: "Aahon Ki Bheed" by Bhavya Pandit

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zed Jahid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share