08/07/2025
হাবিবুর রহমান, যার টিনের চালের ঘরে বৃষ্টি উপভোগ করার জন্য হিমু বৃষ্টির দিনে উপস্থিত হয়, তাকে হতদরিদ্র বলা না গেলেও নিম্নবিত্ত বলা চলে।স্ত্রী ফরিদার চিকিৎসার জন্য তার টাকা জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে।আসমা নামের এক নিঃসন্তান মহিলা হাবিবুর রহমান এর ছেলে ইমরুল কে দত্তক নিতে চায়। কিন্তু নিঃসন্তান আসমা যখন জানতে পারে সে মা হতে পারবে তখন ইমরুল কে আর দত্তক নিতে চায় না।হিমু এর পরিবর্তে ফরিদার চিকিৎসার খরচ চায়।
হিমু আমার পছন্দের চরিত্রের মধ্যে একটি। মিসির আলী শুভ্রর বিপরীতে এই চরিত্রটি একটু এলোমেলো। না পুরাটাই এলোমেলো। তবুও আপনি যখন এই চরিত্রটি উপলব্দি করতে যাবেন একরকম ঘোরের মধ্যে ডুবে থাকবেন।
#সেআসেধীরেহিমু