
09/04/2025
দিনশেষে আমরা একাই। চারপাশে হাজারো মুখ, হাজারো শব্দ থাকলেও, মন জানে তার কিছু অনুভূতি কেবল তারই।
কষ্টের সময় পাশে কেউ থাকুক বা না থাকুক, নিজের যন্ত্রণা শেষ পর্যন্ত নিজেকেই বয়ে নিতে হয়। সুখের মুহূর্তগুলোও হয়তো কারো সাথে ভাগাভাগি করা যায়, কিন্তু দুঃখ? সেটা তো একান্তই নিজেরই।
তবে একা থাকাটা সবসময় খারাপ না। একাকীত্ব মাঝে মাঝে শেখায়, নিজের সঙ্গেই কেমন করে ভালো থাকতে হয়, নিজের ভেতরেই কীভাবে শান্তি খুঁজে নিতে হয়! জীবন তো শেষ পর্যন্ত নিজেকেই বুঝতে শেখার এক দীর্ঘ যাত্রা...