
14/05/2025
আমাদের মায়েরা যদি বিকেলের চায়ের সাথে একটা উপন্যাস নিয়ে বসতে পারত,
তবে পৃথিবীতে প্রেম আরো দীর্ঘস্থায়ী হতো।
এত তাড়াতাড়ি বিভৎসতা নেমে আসতো না এইসব মৌরিফুলের বসন্তে।
যদি মুখ ফুটে একবার বলতে পারত না এখন পারব না,
পৃথিবীতে আরো কিছু বিপ্লবী কবিতা পাঠ হত মুক্তমঞ্চে।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের, " আমার পুতুল যাবে শ্বশুর বাড়ি " শুনতে শুনতে মায়েরা রুটি সেঁকে।
যদি একবার রুটি সেঁকা বাদ দিয়ে লেবুরঙা একটা শাড়ি পরে বৃষ্টিতে ভিজতে পারত -
পৃথিবীকে দুহাত ভরে আশীর্বাদ করে যেতো দীর্ঘজীবি হওয়ার।
এত তাড়াতাড়ি আমরা মরে যেতাম না নাচের স্কুল ছেড়ে৷
_দেবব্রত মুখোপাধ্যায় 🌻
অল্প অল্প করে যখন মেয়েরা নিজেদের মায়ের মতো হয়ে যাই❤️❤️❤️
❤️❤️