Destination - গন্তব্য

Destination - গন্তব্য Alhamdulillah

যখন তুমি অবশেষে বুঝতে পারবে যে, এ পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়, তখন তুমি আরো সহনশীল,, ক্ষমাশীল  এবং  কম বিচারপ্রবণ হবে...
07/08/2025

যখন তুমি অবশেষে বুঝতে পারবে যে, এ পৃথিবীতে কোন কিছুই স্থায়ী নয়, তখন তুমি আরো সহনশীল,, ক্ষমাশীল এবং কম বিচারপ্রবণ হবে।।

যার বিবেক যত বেশি সুন্দর,, সে মানুষ হিসেবে তত বেশি সুন্দর...!!! ❤️
07/08/2025

যার বিবেক যত বেশি সুন্দর,,
সে মানুষ হিসেবে তত বেশি সুন্দর...!!! ❤️

ইনশাআল্লাহ ❤️
07/08/2025

ইনশাআল্লাহ ❤️

❤️🖤
05/08/2025

❤️🖤

যে অন্তর জেনে গেছে তাকদীর অনুযায়ী সব ফয়সালা হবে,,, সে অন্তর কখনো হতাশার ভারাক্রান্ত হয় না...!!🖤
04/08/2025

যে অন্তর জেনে গেছে
তাকদীর অনুযায়ী সব ফয়সালা হবে,,,
সে অন্তর কখনো হতাশার ভারাক্রান্ত হয় না...!!🖤

এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে,, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও...!!
04/08/2025

এত তাড়া কিসের?
সব ভালো একটু দেরি করেই আসে,,
খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও...!!

শুধু পেয়ে নয়,,কিছু হারিয়ে ও আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত,,, কারন,,,আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক,,, ❤️🥰
04/08/2025

শুধু পেয়ে নয়,,
কিছু হারিয়ে ও আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত,,,
কারন,,,আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক,,, ❤️🥰

03/08/2025

হঠাৎ ডায়েরি পড়তে গিয়ে দেখি ডায়েরি এর পাতায় লিখে রেখেছিলাম
"I will never forget this day in my life"
কিন্তু,,
কিসের জন্য লিখেছিলাম সেটাই মনে করতে পারছি না...!!!🙂

03/08/2025

আল্লাহ কখনো তার বান্দাকে অযথা কষ্ট দেন না,,,
প্রতিটি পরীক্ষার পেছনে থাকে রহমত...!!

আলহামদুলিল্লাহ 🖤🤲🏻

Destination -গন্তব্য

03/08/2025

মৃত্যু আমাদের কতই না নিকটবর্তী,,
অথচ, এরপরেও আমরা প্রতিনিয়ত
রবের অবাধ্যতায় লিপ্ত..‌!!😔🥺

Destination -গন্তব্য

03/08/2025

যাকে চাইলেই পাচ্ছো,, তাকে ব্যবহারের পাত্র ভেবো না।
যে তোমার প্রয়োজনে ছুটে আসে,, সে তোমার ভালো চায়।
তাকে একজন শুভাকাঙ্ক্ষী ভাবতে শেখো।
তার প্রতি সবসময় বিনয়ী থাকার চেষ্টা করো,, যে তোমার ভালো সময়ের খোঁজ না রাখলেও,, খারাপ সময়ে এসে কাঁধে হাত রেখে বলে,, 'সব ঠিক হয়ে যাবে।'
মা ছাড়া নিঃস্বার্থভাবে সবাই ভালোবাসতে জানে না। তাই যদি কেউ স্বার্থ ছাড়া তোমাকে ভালোবাসে,, তবে তার মূল্যায়ন করতে শেখো। মনে রেখো,, তুমি একজন শুভাকাঙ্ক্ষী হারালে মানে,, তুমি একটা বিশ্বস্ত কাঁধ হারালে।

Destination -গন্তব্য

03/08/2025

মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর, সুন্দর আর কিছু নেই...!!

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Destination - গন্তব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share