Panna Sharif lifestyle

Panna Sharif lifestyle সফল হতে চাইলে সবাই সবাই কে ফলো করো 🥸😎😎
(3)

Good morning everyone 💔💔
24/07/2025

Good morning everyone 💔💔

23/07/2025

“তুমি কারো হৃদয়ে কষ্ট দিলে, সেটা সে ভুলে গেলেও আকাশ ভোলে না। কারণ কারো চোখের পানি যখন আকাশে পৌঁছে যায়, সেটা ফেরত পাঠান আল্লাহ নিজ হাতে।”

23/07/2025

যখন কিছু করতে শুরু করবে, তখন দুনিয়া তোমাকে পাগল বলবে।
আর যখন সফল হবে তখন দুনিয়া তোমার জন্য পাগল হবে।

শুভ দুপুর...!!
23/07/2025

শুভ দুপুর...!!

23/07/2025

-আমরা কতশত প্ল্যান করে রাখি,অথচ জীবন কতটা অনিশ্চিত!!😔🥀

আপন, পর বুঝিনা - আমার জন্য যে আছে তার জন্য আমি সব সময় থাকবো !🤍🙂শুভ সকাল
23/07/2025

আপন, পর বুঝিনা - আমার জন্য যে আছে তার জন্য আমি সব সময় থাকবো !🤍🙂শুভ সকাল

দেহের শান্তিটা ওষুধের দোকানে থাকলেও মনের শান্তিটা কিন্তুু প্রিয় মানুষের কাছে..শুভরাত্রি
22/07/2025

দেহের শান্তিটা ওষুধের দোকানে থাকলেও
মনের শান্তিটা কিন্তুু প্রিয় মানুষের কাছে..শুভরাত্রি

22/07/2025

যে রব ,গাছের ডালের ঘুমন্ত পাখিটাকেও পরে যেতে দেয় না ।
আপনি কিভাবে ভাবলেন সে রব আপনাকে একা ছেড়ে দিবে ।
সুতরাং ,ধৈর্য ধারণ করুন শেষটা নিশ্চয়ই সুন্দর হবে ।ইনশাআল্লাহ🤲

21/07/2025

আজকের ঘটনাটা কোনো দুর্ঘটনা না, এটা দুঘর্টনা হতেই পারে না।এটা একটা ভয়াবহ অবহেলার ফল।
একটা যুদ্ধবিমান কিভাবে স্কুল ও কলেজের ওপর এসে পরে?

স্কুলের ছেলেমেয়েরা তখনও ক্লাসে ছিল।একটা ছেলে কাঁদতে কাদতে বলছে,ভাই আর দশটা মিনিট পর স্কুল ছুটি হতো।দশটা মিনিট.....

একটা যুদ্ধবিমান, একটা প্রশিক্ষণের অংশ।কিন্তু শহরের ভেতর, এত ঘনবসতিপূর্ণ এলাকায় যুদ্ধবিমান প্রশিক্ষণ কেন?স্কুল-কলেজ, আবাসিক এলাকা, বাজার—এই সব জায়গার ওপর দিয়ে প্রতিদিন যুদ্ধবিমান ওড়ানোটা কি স্বাভাবিক?

আজ যে শিশুরা স্কুলে গিয়েছিল,তারা জানত না, এটাই হয়তো তাদের জীবনের শেষ দিন।
পুড়ে যাওয়া মুখ, কান্নায় ভেঙে পড়া বাবা-মা, আতঙ্কে ছুটে বেড়ানো মানুষ—সব মিলে এক ভয়ংকর ট্র্যাজেডি।

আরেকটা ব্যাপার আমার মাথায় ঢুকছে না,
বাচ্চাদের আইডি কার্ডে অভিভাবকের ফোন নাম্বারই নেই।

আমি এখন পর্যন্ত ২০-২৫ টা পোস্ট দেখলাম অভিভাবক খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্কুলের আইডি কার্ডে কেন কোনো অভিভাবকের ফোন নাম্বার থাকবে না?
দুর্ঘটনার পর অনেক শিশুর অভিভাবককে খুঁজে বের করতেই ঘণ্টার পর ঘণ্টা চলে যাচ্ছে।

এটা কি কোনো আধুনিক প্রতিষ্ঠানের কাছে গ্রহণযোগ্য?তাও আবার মাইলস্টোনের মতো একটা শিক্ষা প্রতিষ্ঠানে!

আর সাংবাদিকতা?
এদের মতো বাইন**,একজন মা দৌড়ে বেড়াচ্ছেন, পোড়া দেহের ভিড়ে নিজের সন্তানকে খুঁজছেন…

চেনার মতো তো কিছু নেই—চুল পুড়ে গেছে, মুখ বিকৃত হয়ে গেছে...
আর তখন আমাদের মহান সাংবাদিক প্রশ্ন করছেন,আপনার কেমন লাগছে?

কেমন লাগছে?
এটা কি একটা প্রশ্ন?এটা কেমনতর প্রশ্ন?
একজন মা তার ছেলের পোড়া মুখ খুঁজে বেড়াচ্ছে, তখন তার অনুভূতি জানাটা আপনাদের জন্য এতই জরুরি?

এটা কেমন তর সাংবাদিকতা?
এই কেমনতর ‘হিউম্যান অ্যাঙ্গেল’ কভার করা?

প্রতিটা ঘটনা,দুঘর্টনার ভিক্টিম আপনাদের কাছে শুধুই একটা কন্টেন্ট আইটেম? ভাইরাল হেডলাইন?

©

21/07/2025

রাস্তায় চলে ফিটনেস ছাড়া গাড়ি 🚙🚗🚘
আর আকাশে উড়ে ফিটনেস ছাড়া বিমান ✈️🛩️✈️
হায়রে আমাদের সোনার
🇧🇩বাংলাদেশ🇧🇩

ক্লাস থ্রি এর বা*চ্চাটা-কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বা*/র্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভা...
21/07/2025

ক্লাস থ্রি এর বা*চ্চাটা-কে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল থেকে ঢাকা বা*/র্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে। কোন অভিভাবক পাওয়া যায়নি।

যদি কেউ চিনে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন-০১৮১১৬৯৬০৩৩

শুভ বিকেল... ❤️❤️
21/07/2025

শুভ বিকেল... ❤️❤️

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Panna Sharif lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Panna Sharif lifestyle:

Share