Tanvin Reza Masumi

Tanvin Reza Masumi ﷽𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐥𝐚𝐢𝐤𝐮𝐦﷽
⭕মাইতো ভিমারে নবী হো⭕
🙏গোলামে মাছুমী🙏

ہو چکی گاں غلامی میں تیرے، عمر بسردو گھڑی ہم کو بھی آرام نہ مل جائے کہیںতোমার দাসত্বেই কেটেছে এ জীবন।তবু কি দু'মুঠো শান্...
28/07/2025

ہو چکی گاں غلامی میں تیرے، عمر بسر
دو گھڑی ہم کو بھی آرام نہ مل جائے کہیں

তোমার দাসত্বেই কেটেছে এ জীবন।
তবু কি দু'মুঠো শান্তি জুটবে না কখনো🙏

মির্জা গালিব❤️🥀

নজর কুন করম কুন ইয়া সাইয়্যাদি ইয়া মুর্শীদি।

ঐতিহ্যবাহি মাছুমীয়া দরবার শরিফ সখিপুর শরিয়তপুর।

কাইফা মদ্দা জেল্লে নক্‌শে আউলিয়াস্ত,কো দলিলে নূরে খুরশীদে খোদাস্ত।আন্দর ইঁ ওয়াদীয়ে মরো বেইঁ দলীল,লা উহেব্বুল আফেলীন গো চ...
23/07/2025

কাইফা মদ্দা জেল্লে নক্‌শে আউলিয়াস্ত,
কো দলিলে নূরে খুরশীদে খোদাস্ত।
আন্দর ইঁ ওয়াদীয়ে মরো বেইঁ দলীল,
লা উহেব্বুল আফেলীন গো চুঁ খলীল।

মাওলানা জালাল উদ্দিন রুমি (রহঃ)

নজর কুন করম কুন ইয়া সাইয়্যেদি ইয়া মুরর্শীদি।

ঐতিহ্যবাহি মাছুমীয়া দরবার শরিফ সখিপুর শরিয়তপুর।

15/07/2025
04/07/2025

حاکم کا یه حکم تها که پانی بشرپیئر

گھوڑے پیئر اونٹ پیئ اہل ہنر پیئر

سب پیئ چر ندے پرندے پئیں منع تم نه کيجيو

مگر ایك فاطمه (رض) کے لال کو پانی نه ديجيؤ

হাকিমের নির্দেশ ছিল মানুষ, জীব-জন্তু, গরু-ছাগল, পশু-পাখি সবাই এই নদীর পানি পান করবে, তােমরা বাধা দিও না। কিন্তু হযরত ফাতেমাতুয যুহরা (রাঃ) এর এই ছেলেকে পানি পান করতে দিও না। যেই ফোরাত নদীর' পানি সবার পান করার অনুমতি ছিল, জীব-জন্তু, পশু-পাখি কারাে জন্য বাধা ছিল না, কিন্তু সেই ফোরাত নদীর পানি পান করা থেকে বাঁধা দিল সাকিয়ে কাওছার (সাল্লাল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর দৌহিত্রকে😥😥

ঐতিহ্যবাহি মাছুমীয়া দরবার শরিফ সখিপুর শরিয়তপুর।

30/06/2025

كل يوم عاشوراء، وكل أرض كربلاء

"প্রতিদিন আশুরা,
আর প্রতিটি ভূমি কারবালা।

ইমাম জাফর সাদিক( আঃ)

ঐতিহ্যবাহি মাছুমীয়া দরবার শরিফ সখিপুর শরিয়তপুর।

26/06/2025

শাহ্ আস্ত হুসাইন,
বাদশাহ্ আস্ত হুসাইন,
দ্বীন আস্ত হুসাইন,
দ্বীন পানাহ্ আস্ত হুসাইন,
ছার দাদ, না দাদ দাস্ত, দার দাস্তে ইয়াজিদ,
হাক্কা কে বিনায়ে লা ইলা আস্ত হোসাইন”

“আধ্যাত্বিক জগতের সম্রাট হলেন হোসাইন,
বাদশাহ হলেন হোসাইন,
ধর্ম হলেন হোসাইন,
ধর্মের আশ্রয় দাতা হলেন হোসাইন,
দিলেন মাথা, না দিলেন হাত ইয়াযীদের হাতে,
সত্য তো ইহাই যে, লা-ইলাহার স্তম্ভ হলেন হোসাইন”

🖋গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দীন চিশতী (رحمة الله)

ঐতুহ্যবাহি মাছুমীয়া দরবার শরিফ সখিপুর শরিয়তপুর

ওহে প্রেমিক, তুমি যদি চাও যে, মাওলার সঙ্গে বসিবে, তবে তুমি যে-কোনো এক আল্লাহর ওলির সম্মুখে বসিয়া যাও। যতক্ষণ আল্লাহর ওল...
20/06/2025

ওহে প্রেমিক, তুমি যদি চাও যে,
মাওলার সঙ্গে বসিবে,
তবে তুমি যে-কোনো এক আল্লাহর ওলির সম্মুখে বসিয়া যাও।
যতক্ষণ আল্লাহর ওলির কাছে থাকিবে,
ততক্ষণ ইয়াকিন করিবে যে,
তুমি আল্লাহর সঙ্গেই বসে আছো।

মাওলানা জালাল উদ্দীন রুমী (রহ,)

ঐতিহ্যবাহি মাছুমীয়া দরবার শরিফ সখিপুর শরিয়তপুর।

20/06/2025

তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি
কি যাদু জানে তোমার ঐ পোড়া বাঁশি।

নজর কুন করম কুন ইয়া সাইয়্যেদি ইয়া মুর্শীদি।
ঐতিহ্যবাহি মাছুমীয়া দরবার শরিফ সখিপুর শরিয়তপুর।

Address

Chandpur

Alerts

Be the first to know and let us send you an email when Tanvin Reza Masumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanvin Reza Masumi:

Share