As a Muslim

As a Muslim news | Memes | Feelings! Do like, follow & Share! All content here is collected. For any kind of copyright concern, please message me. It will be removed promptly.
(1)

Or Munshirhat squad 2.0 Massage to this ID. "This page is not for sale, so be careful

08/09/2025

মাত্র ১৫ সেকেন্ডে হাতুড়ির ১৩টি আঘাতে সহকর্মীকে হ*ত্যা করেছে এই তরুণ!পেট্রোল পাম্পে তেল চুরির মিথ্যা অপবাদ দেয়ার জেরে এই হত্যাকাণ্ড বলে দাবি করেছে অভিযুক্ত রতন!!

বগুড়া দত্তবাড়ী শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানাজার ইকবালের, ঘাতক খুনী রতন গাজীপুরের কালিয়াকৈর থেকে জেলা গোয়েন্দা বিভাগ গ্রেফতার করেছে।

07/09/2025

এই অল্প কয়েকজন কে সামলাতে পারে না,আবার 🤭🤭🤭

07/09/2025

-এই কয়জন মানুষরে যে নিয়ন্ত্রণ করতে পারে না—সে ডাকসুর ভিপি হয়ে কিভাবে পুরো ডাকসু সামলাবেন!?🤔

#ডাকসু

এলাকা ভিত্তিক ঢাবি শিক্ষার্থীদের ফোন দেওয়া হচ্ছে। খুলনার এক ছাত্রদল নেতা ফোন তো দিছে সাথে দুই কাঠি আগাইয়া কথা বলার সেই ম...
07/09/2025

এলাকা ভিত্তিক ঢাবি শিক্ষার্থীদের ফোন দেওয়া হচ্ছে। খুলনার এক ছাত্রদল নেতা ফোন তো দিছে সাথে দুই কাঠি আগাইয়া কথা বলার সেই মধুর দৃশ্য ভিডিও ধারণ করছে। ঢাকা থেকে নেতাদের নির্দেশ পালনের প্রমান রেখে দিছে।

ফোন দেওয়ার অভিযোগ নিয়ে যারা ফেসবুকে লিখেছে সবাই দেখলাম নারী শিক্ষার্থী! সেই নারীদের অভিযোগ তাদের নাম্বার কোথায় পেল! দেশব্যাপী ট্যাম্পু স্টান্ডে ঢাবি ছাত্রীদের নাম্বার ঘুরতেছে! কি আজিব! ঢাবি থেকে সকল নারী শিক্ষার্থীদের নাম্বার নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিছে ঢাবি ছাত্রদল। এলাকার স্থানীয় নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়ি যাইয়া মা বাবাকে ধরতে। অস্ত্র দেখিয়ে ভয়ভীতি দিচ্ছে কিনা কে জানে! এলাকা ভিত্তিক ছাত্রদল যুবদল বিএনপি নারীদের বাসায় যাচ্ছে আবার নাম্বারে ফোনও দিচ্ছে। ঢাবি ছাত্রীর নাম্বারে এলাকার নেতারা ফোন দিয়ে মজা নিতেছে।

ঢাবি ছাত্রদল প্যানেলের এই ন্যাক্কারজনক ঘটনা ঘটাইলো কার বুদ্ধিতে! এভাবে নারীদের প্রাইভেসি ধ্বংস করার অধিকার কে দিছে ছাত্রদলকে? নারী শিক্ষার্থীদের নাম্বার দেশব্যাপী ছড়িয়ে দিয়ে সামনে কত প্রকার ভোগান্তি আসবে এই জ্ঞান কি ছাত্রদলের হয়নি??

06/09/2025

ডাকসু নির্বাচন ঘিরে ঢাবি শিক্ষার্থীদের বাড়িতে স্থানীয় নেতাদের দৌড়ঝাঁপ, ছাত্রদল প্যানেলে ভোট দিতে মুঠোফোনে যোগাযোগ করছে স্থানীয় নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের বিরূপ প্রতিক্রিয়া।

অল্প বয়সে বিয়ে হলে তো বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করা যাবে না!অল্প বয়সে বিয়ে হলে খালাতো ভাইকে নিজের সতীত্বের স্বাদ চাখাবে ক...
05/09/2025

অল্প বয়সে বিয়ে হলে তো বয়ফ্রেন্ডের সাথে নষ্টামি করা যাবে না!

অল্প বয়সে বিয়ে হলে খালাতো ভাইকে নিজের সতীত্বের স্বাদ চাখাবে কীভাবে?

অল্প বয়সে বিয়ে হয়ে গেলে মামাতো ভাইয়ের রুম গরম করবে কে?

অল্প বয়সে বিয়ে হলে দুলাভাইয়ের মনোরঞ্জন করে বোনের সংসারে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব কে নিবে?

অল্প বয়সে বিয়ে হলে তো নিজের রূপের আগুন চাচাতো ভাইদের দেখাতে পারবে না!

অতএব, অল্প বয়সে কোনোভাবেই বিয়ে নয়। মেয়ে চুটিয়ে প্রেম করুক। তার হাতে মোবাইল তুলে দিন। বিয়ের আগেই সে কারো ‘বউ’ ডাক শুনুক। মন্টুর নাতিকে ছবি পাঠাতে দিন। মেয়ে গায়রে মাহরামের বাইকে করে ডেটে চলে যাক। আপনি তো বাবা। আপনি কী করবেন? আপনি সতরের উপরে লুঙ্গি তুলে গরুর ঘাস কাটতে যান। আপনি তো মেয়েকে ধমক পর্যন্ত দেন না! মেয়ে খুব আদরের। মানুষ তার সতীত্ব ছিড়ে খাক, তবু তাকে ধমক দেওয়া যাবে না!

04/09/2025

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো পলাতক আওয়ামী লীগ ,পলাতক লীগের দাবি যারা এই কাজ করছে তারা চোর 🥴

যে মানসুরা আলম—✔️ ১ম বর্ষ পাস করতেই ৪ বার চেষ্টা✔️ ২য় বর্ষেও ফেল✔️ ৩য় বর্ষে আবারও ব্যর্থ হয়ে ছাত্রত্ব হারান✔️ পড়াশোনায় ব...
04/09/2025

যে মানসুরা আলম—
✔️ ১ম বর্ষ পাস করতেই ৪ বার চেষ্টা
✔️ ২য় বর্ষেও ফেল
✔️ ৩য় বর্ষে আবারও ব্যর্থ হয়ে ছাত্রত্ব হারান
✔️ পড়াশোনায় বারবার ফেল করে ছাত্রত্ব হারানো এক ছাত্রী।
✔️ সাংবাদিক থেকে হঠাৎ ছাত্রদল নেত্রী রূপান্তর!

আরও মজার ব্যাপার হলো—
২০১১-১২ সেশনের ছাত্রী হয়েও তিনি ২০১৫ থেকে ২০১৮ পর্যন্ত সাংবাদিকতা করেছেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সক্রিয় সদস্য ছিলেন। তখন ছাত্রদল বা আ'ন্দোল'নের নামও নেননি। আর সবচেয়ে বড় রহস্য— তার ঘনিষ্ঠতা ছিলো ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে! উঠা–বসা, আড্ডা সবই ছাত্রলীগ ঘিরে।

হঠাৎ করে ক্ষমতার পালাবদলের পর ছাত্রদলের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়া, আর হল কমিটি গঠনের মূল নেপথ্য কারিগর হয়ে ওঠা কি কাকতালীয়? তিনি নাকি বর্তমানে ছাত্রদলের হল কমিটির “নায়িকা”!

প্রশ্ন একটাই—
যে ছাত্রী নিজের পড়াশোনা শেষ করতে পারেনি, বারবার ফেল করেছে, সে এখন কীভাবে ছাত্র/ছাত্রীদের নেতৃত্ব দাবি করে?

“আসলে ছাত্রীদের অধিকার রক্ষা”র নামে নিজের ব্যর্থতার ইতিহাস ঢাকার চেষ্টা! এটা শিক্ষার্থীদের স্বার্থ নয়, বরং ব্যর্থ ক্যারিয়ার ঢাকতে রাজনৈতিক ছত্রচ্ছায়া খোঁজা।

ওয়াদা করে বলেছি, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেল থেকে ৮০ ভাগ জিতলে আগামী ৫ বছরের প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন...
03/09/2025

ওয়াদা করে বলেছি, ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেল থেকে ৮০ ভাগ জিতলে আগামী ৫ বছরের প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ও ছাত্রীকে শতভাগ স্পন্সর করে অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য আনবো।
---বনি আমিন

03/09/2025

ছাত্রদল কে EXPOSED করে দিল 🤭🤭🤭

এতো লজ্জা রাখবো কোথায় 🫠🫠

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা 👇👇১.ভিপি পদে- সাদিক কায়েম--ব্যালট নং ২২ ...
03/09/2025

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা 👇👇

১.ভিপি পদে- সাদিক কায়েম--ব্যালট নং ২২

২.জিএস পদে - এস এম ফরহাদ হোসেন -ব্যালট নং ০৪

৩.এ জি এস পদে মহিউদ্দিন খান, ব্যালট নং ১৪

৪.মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে ফাতিমা তাসনীম জুমা, ব্যালট নং ০৯

৫.বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, ব্যালট নং ১১

৬. কমনরুম, রিডিংরুম ও কাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, ব্যালট নং ০১

৭. আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে খান জসীম উদ্দিন , যিনি জুলাইয়ে চোখ হারান।-ব্যালট নং ০৪

৮. সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুল ইসলাম সাব্বির, ব্যালট নং ০৭

৯. ক্রীড়া সম্পাদক পদে আরমান হোসেন, ব্যালট নং ০১

১০. ছাত্র পরিবহন সম্পাদক পদে আসিফ আব্দুল্লাহ, -ব্যালট নং ০৫

১১. সমাজসেবা সম্পাদক পদে শরিফুল ইসলাম মুয়াজ, ব্যালট নং ১০

১২. গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সাজ্জাদ হোসাইন খান, ব্যালট নং ০৫

১৩. ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে মাজহারুল ইসলাম, ব্যালট নং ০৫

১৪. স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মিনহাজ--ব্যালট নং ০৩

১৫. মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে সাখাওয়াত জাকারিয়া, ব্যালট নং ০৯

সদস্য পদে রয়েছেন যারা --
১৬. সর্বমিত্র চাকমা, ব্যালট নং ১৯৭

১৭. ইমরান হোসেন, ব্যালট নং ২৫

১৮. বেলাল হোসেন অপু, ব্যালট নং ১৩৭

১৯. তাজিনুর রহমান, ব্যালট নং ৪৭

২০. মিফতাহুল হোসাইন মারুফ, ব্যালট নং ১৪৩

২১. মাজহারুল ইসলাম মুজাহিদ-ব্যালট নং ৭১

২২. রাইসুল ইসলাম, ব্যালট নং ১৪৯

২৩. সাবিকুন্নার তামান্না, ব্যালট নং ২০৪

২৪. শাহিনুর রহমান, ব্যালট নং ১৫৯

২৫. আফসানা আক্তার, ব্যালট নং ১৭২

২৬. আব্দুল্লাহ আল মাহমুদ- ব্যালট নং ০৯

২৭. রায়হান উদ্দিন, ব্যালট নং ১৮৭

২৮. আনাস ইবনে মুনির, ব্যালট নং ০৬

বিজয় তোমাদেরই হবে। ইনশাআল্লাহ ✊
স্বপ্নের ক্যাম্পাস গড়ার এই পদযাত্রায় আমরা থামব না।

Address

Chandpur

Telephone

+8801778438492

Website

Alerts

Be the first to know and let us send you an email when As a Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share