Rana Ahmmed - Masum

Rana Ahmmed - Masum Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rana Ahmmed - Masum, Digital creator, Chandpur.

05/08/2024

আজকে আপনি গণভবন থেকে
১০ টাকার জিনিস নিয়েছেন, কালকে যারা ক্ষমতায় বসবে, তারা এটাকে সাজানোর জন্য আরো ১০ কোটি টাকা
বাজেট ধরবে, অতএব কি করলেন? একটু ভাবেন। আপনারা নিজেদেরকে শিক্ষিত ছাত্র মনে করেন? আমার মনে হয় না। গনভবনে ঢুকছেন ভালো কথা...
বিজয় মিছিল করেন ভালো কথা কিন্তু লাইট ফ‍্যান কম্বল মাছ পাখি ইত্যাদি লুটপাট কেনো করছেন?
এই ভিডিওগুলো তো ইন্টারন‍্যাশাল সব জায়গায় দেখাবে... আমাদের দেশের সম্পর্কে কি ভাববে সবাই বলেন।

আপনারা যা নষ্ট করছেন তা কিন্তু উনার না,আমার আপনার, এবং আমাদের দেশের সম্পদ। এটা ঠিক হচ্ছেনা।

আনন্দ উল্লাশ অবশ্যই করেন কিন্তু ধ্বংসযজ্ঞ করেন কেন। 😞

05/08/2024

Fair Use Notice:This channel may utilize certain copyrighted materials without explicit authorization from the rights holders. However, the materials used he...

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
22/06/2024

I have reached 100 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

12/12/2023

অনলাইন কেনাকাটায় প্রতারণার যত কৌশল | Online Fraud | Ecommerce Scam | ATN News ...

দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না,সময় কখনো সম্পর্ক তৈরি করে নাযদি মনের অনুভূতি ঠিক থাকে ,তাহলেসম্পর্কটাও সারা জীবন ঠিক...
30/10/2023

দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না,
সময় কখনো সম্পর্ক তৈরি করে না
যদি মনের অনুভূতি ঠিক থাকে ,তাহলে
সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে

▌আমি তো মুসলমান! আমি পূজা করতে যাই না, পূজা দেখতে যাই__________________________________________=> বলা হয় মুসলমানদের দেশ,...
24/10/2023

▌আমি তো মুসলমান! আমি পূজা করতে যাই না, পূজা দেখতে যাই
__________________________________________
=> বলা হয় মুসলমানদের দেশ, রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু স্কুল-কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালাতে, রাস্তা-ঘাটে সামান্য কয়েকজন মুশরিকের জন্য বিশাল মূর্তি স্থাপন করা হচ্ছে, পূজার গান-বাজনা দিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে।
=> বর্তমান যুগের এমন অনেকে রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার দাবী করে, কিন্তু পূজার দিনগুলোতে মুশরিকদের দেব-দেবীর মূর্তি দেখার জন্য ভীড় জমান।
=> পূজা উপলক্ষ্যে মুশরিকদের সাজানো জাক-জমকপূর্ণ ডেকোরেশান, গান-বাজনার আর বেহায়া মেয়েদের রূপে পাগল হয়ে লক্ষ লক্ষ মুসলমান পুরুষ ও নারীরা আল্লাহকে ভুলে গিয়ে মুশরিকদের সাথে মিলে-মিশে পূজা উদযাপন করছে।
=> অনেকে মুশরিকদের সাথে বন্ধুত্ব ও ভালোবাসার কারণে পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছেন।
=> অনেক নেতা-কর্মীরা অমুসলিমদের মাঝে জনপ্রিয়তা ও ভোট পাওয়ার জন্য, ক্ষমতার লোভে প্রতিবেশী মুশরিক দেশের সমর্থন পাওয়ার জন্য মুশরিকদের মন্দিরে পূজার উদ্বোধন করছেন, “ধর্ম যার যার উৎসব সবার” বলে মুসলমানদেরকে মূর্তি পূজার দাওয়াত দিচ্ছেন।
__________________________________________
পূজা উপলক্ষ্যে মুশরিকদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন?
বাংলাদেশের হিন্দুদের মাঝে সবচাইতে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা। অপর একটি বৃহত্তর পূজা হচ্ছে সরস্বতী। নাম শুনে বুঝা যায়, দুর্গা, সরস্বতী হচ্ছে মহিলার নাম। পূর্ব-পশ্চিম, মুশরিক যেখানের হোক, তাদের মাঝে সাধারণ একটা স্বভাব হচ্ছেঃ নারী পূজা করা।
মহান আল্লাহ বলেন, “তারা (মুশরিকরা) আল্লাহকে বাদ দিয়ে শুধু নারীর পূজা করে এবং বিদ্রোহী ও অবাধ্য শয়তানের পূজা করে।” সুরা নিসাঃ ১১৭।
উবাই ইবনু কা’ব রাদিয়াল্লাহু আ’নহু বলেন, “প্রত্যেকটা মূর্তির সাথে একটা করে নারী জ্বিন থাকে।” আহমাদঃ ২১২৬৯, সনদ হাসান, ইবনু কাসীর, তাফসীর সুরাহ নিসাঃ আয়াত-১১৭।
মক্বা বিজয়ের পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের আদেশ অনুযায়ী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আ’নহু বিখ্যাত “উযযা” মূর্তি ধ্বংস করার সময় সেখান থেকে কালো কুচকুচে রঙ্গের, উস্কু-খুস্কু চুল বিশিষ্ট একটা নগ্ন নারী জ্বিন বের হয়ে আসে। তিনি সেই জিনকে তলোয়ার দিয়ে আঘাত করে দ্বিখন্ডিত করে ফেলেন। নাসাঈ কুবরাঃ ১১৫৪৭, তাবাকাত ইবনু সা’দঃ ২/১৪৫-১৪৬।
__________________________________________
কুরআনে আল্লাহ পাক ‘ফিতনাহ’ শব্দ দ্বারা কয়েকটি বিষয়কে বুঝিয়েছেনঃ
(১) পরীক্ষা (test, trail),
(২) আযাব বা শাস্তি (punishment, torment),
(৩) শিরক (associating partner with Allah).
যেমন আল্লাহ তাআ’লা বলেন, “ফিতনাহ মানুষ হত্যার চাইতে জঘন্য।” সুরা বাক্বারাহঃ ১৯১।
এই আয়াতের তাফসীর সম্পর্কে আবুল আলিয়া, মুজাহিদ, আল-হাসান, জাহহাক, ইকরিমা, সাঈদ ইবনে জুবায়ের, কাতাদাহ (আল্লাহ তাদের সকলের প্রতি রহম করুন), ক্বুরানের তাফসীরকারক হিসেবে প্রসিদ্ধ এই সমস্ত তাবেয়ীরা সকলেই বলেছেন, এই ফিতনার অর্থ হচ্ছেঃ “শিরক”।
অর্থাৎ এই আয়াতের উদ্দিষ্ট অর্থ হচ্ছে, শিরকের পাপ মানুষ খুনের চাইতে নিকৃষ্ট। সুতরাং, মুশরিকদের পূজা উপলক্ষ্যে যারা তাদেরকে শুভেচ্ছা জানাবে, তাদের উৎসবে শরীক হবে, তারা খুনের চাইতে নিকৃষ্ট পাপকে সমর্থন জানানো এবং তাতে শরীক হওয়ার জঘন্য পাপে লিপ্ত হলো।
আজকাল অনেক পূজা মন্ডপে হিন্দুদের চাইতে মুসলমানদেরকেই বেশি দেখা যায়। এমনিভাবে কালের ব্যবধানে এক সময় নামধারী এই মুসলমানেরা ‘ঈমান’ থেকে বের হয়ে মূর্তি পূজার ‘শিরকে’ লিপ্ত হবে। এটা আখেরী জামানাতে কেয়ামতের একটা লক্ষণ। এ সম্পর্কে সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের সহীহ হাদীসে বলেন:

"শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পুজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে।"
__________________________
সূত্র: সুনানে ইবনে মাজাহ- ৩৯৫২
__________________________________________
যারা মুশরিকদের দেব-দেবী দেখতে যাবে, তাদের উপরে আল্লাহর গজব বর্ষিত হবেঃ
উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আ’নহু বলেছেন, “তোমরা মুশরিকদের উৎসবের দিনগুলোতে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না। কারণ, সেই সময় তাদের উপর আল্লাহর গযব নাযিল হতে থাকে।” ইমাম ইবনুল ক্বাইয়্যিম রাহি’মাহুল্লাহ তাঁর ‘আহকামুল জিম্মাহ’ (১/৭২৩-৭২৪), সহীহ সনদে বায়হাক্বী থেকে এই রেওয়ায়েতটি বর্ণনা করেছেন।
__________________________________________
মানুষ চায় প্রবৃত্তির অনুসরণ করতে। এই সুযোগে ‘আলেম’ নাম নিয়ে একশ্রেনীর জাহিল লোকেরা শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা অর্জনের জন্য ক্বুরআন ও হাদীস বিকৃত করে, সম্মানিত আলেমদের ফতোয়া নিয়ে মিথ্যা কথা বলে “হালালকে হারাম” আর “হালালকে হারাম” বানিয়ে দেয়। ইলম থেকে বঞ্চিত সরলমনা মুসলমানেরা প্রবৃত্তির অনুসারী এমন লোকদেরকেই মধ্যমপন্থী, BALANCED, যুগোপযোগী শায়খ বলে মনে করে ধোঁকা খায়। এমনই একটা বাস্তব উদাহরণ হচ্ছে, “এমেরিকান ইসলামের” ধারক-বাহক ইয়াসির UNQUALIFIED ক্বাদী।
আমার এই পোস্ট এমনিতেই বড় হয়ে যাওয়ায় এনিয়ে কথা না বাড়িয়ে কৌতূহলী পাঠকদের জন্য একটা লিংক কমেন্টে শেয়ার করছি –

Why You Are Doing To Muslims by Abu Mussab Wajdi Akkari
মহান আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে প্রকাশ্য ও গোপন, নামে ও বেনামে, সকল ধরনের মূর্তি পূজা এবং যাবতীয় শিরকি কর্মকাণ্ড থেকে হেফাযত করুন (আমিন)।
__________________________________________
সংগৃহীত: তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও
__________________
#জান্নাহ্
#সফলতার_পথে_আহবান

▌আমি তো মুসলমান! আমি পূজা করতে যাই না, পূজা দেখতে যাই__________________________________________=> বলা হয় মুসলমানদের দেশ,...
24/10/2023

▌আমি তো মুসলমান! আমি পূজা করতে যাই না, পূজা দেখতে যাই
__________________________________________
=> বলা হয় মুসলমানদের দেশ, রাষ্ট্র ধর্ম ইসলাম, কিন্তু স্কুল-কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালাতে, রাস্তা-ঘাটে সামান্য কয়েকজন মুশরিকের জন্য বিশাল মূর্তি স্থাপন করা হচ্ছে, পূজার গান-বাজনা দিয়ে পরিবেশ নষ্ট করা হচ্ছে।
=> বর্তমান যুগের এমন অনেকে রয়েছে যারা নিজেদেরকে ঈমানদার দাবী করে, কিন্তু পূজার দিনগুলোতে মুশরিকদের দেব-দেবীর মূর্তি দেখার জন্য ভীড় জমান।
=> পূজা উপলক্ষ্যে মুশরিকদের সাজানো জাক-জমকপূর্ণ ডেকোরেশান, গান-বাজনার আর বেহায়া মেয়েদের রূপে পাগল হয়ে লক্ষ লক্ষ মুসলমান পুরুষ ও নারীরা আল্লাহকে ভুলে গিয়ে মুশরিকদের সাথে মিলে-মিশে পূজা উদযাপন করছে।
=> অনেকে মুশরিকদের সাথে বন্ধুত্ব ও ভালোবাসার কারণে পূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানাচ্ছেন।
=> অনেক নেতা-কর্মীরা অমুসলিমদের মাঝে জনপ্রিয়তা ও ভোট পাওয়ার জন্য, ক্ষমতার লোভে প্রতিবেশী মুশরিক দেশের সমর্থন পাওয়ার জন্য মুশরিকদের মন্দিরে পূজার উদ্বোধন করছেন, “ধর্ম যার যার উৎসব সবার” বলে মুসলমানদেরকে মূর্তি পূজার দাওয়াত দিচ্ছেন।
__________________________________________
পূজা উপলক্ষ্যে মুশরিকদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন?
বাংলাদেশের হিন্দুদের মাঝে সবচাইতে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা। অপর একটি বৃহত্তর পূজা হচ্ছে সরস্বতী। নাম শুনে বুঝা যায়, দুর্গা, সরস্বতী হচ্ছে মহিলার নাম। পূর্ব-পশ্চিম, মুশরিক যেখানের হোক, তাদের মাঝে সাধারণ একটা স্বভাব হচ্ছেঃ নারী পূজা করা।
মহান আল্লাহ বলেন, “তারা (মুশরিকরা) আল্লাহকে বাদ দিয়ে শুধু নারীর পূজা করে এবং বিদ্রোহী ও অবাধ্য শয়তানের পূজা করে।” সুরা নিসাঃ ১১৭।
উবাই ইবনু কা’ব রাদিয়াল্লাহু আ’নহু বলেন, “প্রত্যেকটা মূর্তির সাথে একটা করে নারী জ্বিন থাকে।” আহমাদঃ ২১২৬৯, সনদ হাসান, ইবনু কাসীর, তাফসীর সুরাহ নিসাঃ আয়াত-১১৭।
মক্বা বিজয়ের পরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের আদেশ অনুযায়ী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আ’নহু বিখ্যাত “উযযা” মূর্তি ধ্বংস করার সময় সেখান থেকে কালো কুচকুচে রঙ্গের, উস্কু-খুস্কু চুল বিশিষ্ট একটা নগ্ন নারী জ্বিন বের হয়ে আসে। তিনি সেই জিনকে তলোয়ার দিয়ে আঘাত করে দ্বিখন্ডিত করে ফেলেন। নাসাঈ কুবরাঃ ১১৫৪৭, তাবাকাত ইবনু সা’দঃ ২/১৪৫-১৪৬।
__________________________________________
কুরআনে আল্লাহ পাক ‘ফিতনাহ’ শব্দ দ্বারা কয়েকটি বিষয়কে বুঝিয়েছেনঃ
(১) পরীক্ষা (test, trail),
(২) আযাব বা শাস্তি (punishment, torment),
(৩) শিরক (associating partner with Allah).
যেমন আল্লাহ তাআ’লা বলেন, “ফিতনাহ মানুষ হত্যার চাইতে জঘন্য।” সুরা বাক্বারাহঃ ১৯১।
এই আয়াতের তাফসীর সম্পর্কে আবুল আলিয়া, মুজাহিদ, আল-হাসান, জাহহাক, ইকরিমা, সাঈদ ইবনে জুবায়ের, কাতাদাহ (আল্লাহ তাদের সকলের প্রতি রহম করুন), ক্বুরানের তাফসীরকারক হিসেবে প্রসিদ্ধ এই সমস্ত তাবেয়ীরা সকলেই বলেছেন, এই ফিতনার অর্থ হচ্ছেঃ “শিরক”।
অর্থাৎ এই আয়াতের উদ্দিষ্ট অর্থ হচ্ছে, শিরকের পাপ মানুষ খুনের চাইতে নিকৃষ্ট। সুতরাং, মুশরিকদের পূজা উপলক্ষ্যে যারা তাদেরকে শুভেচ্ছা জানাবে, তাদের উৎসবে শরীক হবে, তারা খুনের চাইতে নিকৃষ্ট পাপকে সমর্থন জানানো এবং তাতে শরীক হওয়ার জঘন্য পাপে লিপ্ত হলো।
আজকাল অনেক পূজা মন্ডপে হিন্দুদের চাইতে মুসলমানদেরকেই বেশি দেখা যায়। এমনিভাবে কালের ব্যবধানে এক সময় নামধারী এই মুসলমানেরা ‘ঈমান’ থেকে বের হয়ে মূর্তি পূজার ‘শিরকে’ লিপ্ত হবে। এটা আখেরী জামানাতে কেয়ামতের একটা লক্ষণ। এ সম্পর্কে সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লামের সহীহ হাদীসে বলেন:

"শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পুজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে।"
__________________________
সূত্র: সুনানে ইবনে মাজাহ- ৩৯৫২
__________________________________________
যারা মুশরিকদের দেব-দেবী দেখতে যাবে, তাদের উপরে আল্লাহর গজব বর্ষিত হবেঃ
উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আ’নহু বলেছেন, “তোমরা মুশরিকদের উৎসবের দিনগুলোতে তাদের উপাসনালয়ে প্রবেশ করো না। কারণ, সেই সময় তাদের উপর আল্লাহর গযব নাযিল হতে থাকে।” ইমাম ইবনুল ক্বাইয়্যিম রাহি’মাহুল্লাহ তাঁর ‘আহকামুল জিম্মাহ’ (১/৭২৩-৭২৪), সহীহ সনদে বায়হাক্বী থেকে এই রেওয়ায়েতটি বর্ণনা করেছেন।
__________________________________________
মানুষ চায় প্রবৃত্তির অনুসরণ করতে। এই সুযোগে ‘আলেম’ নাম নিয়ে একশ্রেনীর জাহিল লোকেরা শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা অর্জনের জন্য ক্বুরআন ও হাদীস বিকৃত করে, সম্মানিত আলেমদের ফতোয়া নিয়ে মিথ্যা কথা বলে “হালালকে হারাম” আর “হালালকে হারাম” বানিয়ে দেয়। ইলম থেকে বঞ্চিত সরলমনা মুসলমানেরা প্রবৃত্তির অনুসারী এমন লোকদেরকেই মধ্যমপন্থী, BALANCED, যুগোপযোগী শায়খ বলে মনে করে ধোঁকা খায়। এমনই একটা বাস্তব উদাহরণ হচ্ছে, “এমেরিকান ইসলামের” ধারক-বাহক ইয়াসির UNQUALIFIED ক্বাদী।
আমার এই পোস্ট এমনিতেই বড় হয়ে যাওয়ায় এনিয়ে কথা না বাড়িয়ে কৌতূহলী পাঠকদের জন্য একটা লিংক কমেন্টে শেয়ার করছি –

Why You Are Doing To Muslims by Abu Mussab Wajdi Akkari
মহান আল্লাহ আমাদেরকে এবং আমাদের পরিবারকে প্রকাশ্য ও গোপন, নামে ও বেনামে, সকল ধরনের মূর্তি পূজা এবং যাবতীয় শিরকি কর্মকাণ্ড থেকে হেফাযত করুন (আমিন)।
__________________________________________
সংগৃহীত: তোমরা তোমাদের পালনকর্তার অভিমূখী হও এবং তাঁর আজ্ঞাবহ হও
__________________
#কপি
#জান্নাহ্
#সফলতার_পথে_আহবান

28/09/2023

ইসলাম যেখানে জন্মদিন পালন করা হারাম বলেছে, সেখানে আমাদের রাসুলুল্লাহ সাঃ এর জন্মদিন কি ভাবে পালন করা হয়। তাও আবার এইভাবে? গান বাজনা নাচানাচি আর ও কত কি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন।

09/08/2023

Address

Chandpur
3610

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rana Ahmmed - Masum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share